Human Body Related Questions And Answers Pdf: মানব দেহ সম্পর্কিত প্রশ্নোত্তর Pdf

মানব দেহ সম্পর্কিত প্রশ্নোত্তর: Here, is the best place for you to download Human Body Related Questions And Answers PDF. Sikkharpragati gives you All competitive exam Special free study material pdf like Police exams, Railway exams, Psc exam, Civil exams, Indian Post exams, SSC exams, UPSC exams RBI exams, Group-D exams, Indian Army exams, or any other entrance exam. মানব দেহ সম্পর্কিত প্রশ্নোত্তর PDF is very important for all examinations. Today sikkharpragati sharing with you the pdf of মানব দেহ সম্পর্কিত প্রশ্নোত্তর Almost every government job exam comes. So without wasting time, read the article carefully, and Download this Human Body Related Questions And Answers from the link below.




Human Body Related Questions And Answers



Dear Students,
Sikkharpragati.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি মানব দেহ সম্পর্কিত প্রশ্নোত্তর. প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় যেমন Railway Group D | PSC Clerkship | WBCS | SSC CHSL | SSC CGL | SSC MTS | WBP Abgari Constable | WBP SI | WBP Constable | ICDS Supervisor | Railway Group D | RRB NTPC | PSC Miscellaneous ইত্যাদি পরীক্ষায় সাধারন বিজ্ঞান, কারেন্ট অ্যাফেয়ার্স, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান, গণিত, ইংরাজি, ইতিহাস, জি.আই, রিসনিং ইত্যাদি বিষয় থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি মানব দেহ সম্পর্কিত প্রশ্নোত্তর. নিচে মানব দেহ সম্পর্কিত প্রশ্নোত্তর টি যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। এই Human Body Related Questions And Answers Pdf টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন। 




মানব দেহ সম্পর্কিত প্রশ্নোত্তর-Human Body Related Questions And Answers



বৃহত্তম পেশী গ্লুটিয়াস

সর্ববৃহৎ অন্তঃক্ষরা গ্রন্থি থাইরয়েড

সর্বাপেক্ষা পাতলা ত্বক কনজাংটিভা

সর্ববৃহৎ পৌষ্টিক গ্রন্থি যকৃত

সর্ববৃহৎ লসিকা গ্রন্থি প্লীহা

দীর্ঘতম স্নায়ু সায়াটিকা নার্ভ

দেহের দীর্ঘতম কোষ স্নায়ুকোষ

একটি মিশ্র গ্রন্থি অগ্ন্যাশয়

দেহের কঠিনতম অংশ দাঁতের এনামেল

দেহের ব্যস্ততম অঙ্গ হৃৎপিণ্ড

শরীরে তাৎক্ষণিক শক্তি জোগায় যে অঙ্গ লিভার

দেহের শক্তিশালী পেশী চোয়ালের পেশী

ক্ষুদ্রতম পৌষ্টিক গ্রন্থি অক্সিন্টিক গ্রন্থি

মোট পেশী সংখ্যা ৬৩৯

পৌষ্টিক নালীর দৈর্ঘ্য ৯ মিটার

বৃক্কীয় নালিকার দৈর্ঘ্য ৩৫-৫০ মিমি

বৃহদান্ত্রের দৈর্ঘ্য ১.৫ মিটার

সুষুম্নাকান্ডের দৈর্ঘ্য ৪২-৪৫ সেমি

ক্ষুদ্রান্তের দৈর্ঘ্য ৭ মিটার

করোটি স্নায়ুর সংখ্যা ১২ জোড়া

মস্তিষ্কের কোষের সংখ্যা ১০,০০০ মিলিয়ন

দেহের কোষের সংখ্যা ৬০,০০০ মিলিয়ন

জিহ্বার স্বাদ কোরক ৯০০০-১০,০০০

লোহিত রক্তকণিকার সংখ্যা ৫০,০০০/Cumm (পুরুষ)-৪৫,০০০/Cumm(মহিলা)

BMR (ক্যালরি অনুসারে) ১০০০-২০০০ Kcal/দিন- ১০০০-১৭০০Kcal/দিন(মহিলা)

মোট রক্তের পরিমাণ ৫.৬ লিটার

রক্ততনের সময়কাল ৩.৬ মিনিট

যকৃতের ওজন ১.৫ কিগ্রা

অনুচক্রিকারসংখ্যা ২৫০,০০০-৫,০০,০০০/Cumm

শ্বেত রকণিকার সংখ্যা ,০০০-১০,০০০/Cumm

সর্বাপেক্ষা দেহ উষ্ণতা ৯৮.৪°F (প্রায় ৩৭° C)

জন্মের সময় স্বাভাবিক শ্বাসগতি ৪০-৬০/মিনিট

৫ বছর বয়সে স্বাভাবিক শ্বাস গতি ২৪-২৬/মিনিট

১-১৫ বছর বয়সে স্বাভাবিক শ্বাস গতি ২০-২২/ মিনিট

প্রাপ্তবয়স্ক স্বাভাবিক শ্বাস গতি ১৪-১৮ মিনিট

মস্তিষ্কের ওজন ১.৩৬ কিগ্রা

পিটুইটারী গ্রন্থির ওজন ১.৫ গ্রাম

হৃৎপিন্ডের ওজন ৩৩০ গ্রাম

বৃক্কের ওজন ১২৫-১৭০ গ্রাম

মোট অস্থি সংখ্যা ২০৬ টি

করোটি অস্থির সংখ্যা ২২টি

প্রতি মিনিটে নির্গতের পরিমাণ ২০০ মিলি

সর্বাপেক্ষা হাল্কা অস্থি ন্যাসো-টারবিনালস

যে অঙ্গ কখনো বিশ্রাম পায় না কিডনি ও হৃৎপিন্ড

ত্বকের সাধারণ স্থূলত্ব ১.২ মিমি

যে অঙ্গ ছাড়াও মানুষের কাজ চলে অ্যাপেনডিক্স

দেহের RBC-র সংখ্যা ২৫ কোটি

দেহের গুরুত্বপূর্ণ অঙ্গ পিটুইটারী গ্ল্যান্ড

হাড়ের সংখ্যা ২০৬টি

বৃহত্তম ও শক্তিশালী হাড় ফিমার

ক্ষুদ্রতম হাড় স্টেপিস

ক্ষুদ্রতম কোষ শুক্রানু

বৃহত্তম জিন ডিস্ট্রোফিন


Download মানব দেহ সম্পর্কিত প্রশ্নোত্তর Pdf-Human Body Related Questions And Answers



File Details:-
File Name:- মানব দেহ সম্পর্কিত প্রশ্নোত্তর [www.sikkharpragati.com]
File Format:- Pdf
Quality:- High
File Size:-  3 Mb
File Location:- Google Drive

Download: Click Here to Download





Conclusion: বিভিন্ন চাকরির পরীক্ষার Study Material Pdf বিনামূল্যে ডাউনলোড করতে প্রতিদিন আমাদের Website "শিক্ষার প্রগতি" ভিজিট করুন। এই পোস্ট টি ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন

Post a Comment

1 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Please do not share any spam link in the comment box

Ads Area