Dear Students,
Sikkharpragati.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার উল্লেখযোগ্য বিষয়. প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় যেমন Railway Group D | PSC Clerkship | WBCS | SSC CHSL | SSC CGL | SSC MTS | WBP Abgari Constable | WBP SI | WBP Constable | ICDS Supervisor | Railway Group D | RRB NTPC | PSC Miscellaneous ইত্যাদি পরীক্ষায় সাধারন বিজ্ঞান, কারেন্ট অ্যাফেয়ার্স, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান, গণিত, ইংরাজি, ইতিহাস, জি.আই, রিসনিং ইত্যাদি বিষয় থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার উল্লেখযোগ্য বিষয়. নিচে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার উল্লেখযোগ্য বিষয় টি যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। এই পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার উল্লেখযোগ্য বিষয় Pdf টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।
পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার উল্লেখযোগ্য বিষয়
বাঁকুড়া
জেলার ‘ধুপছায়া শাড়ি’ বিখ্যাত ও বিষ্ণুপুর টেরাকোটা ও হস্তশিল্কপের জন্য বিখ্যাত ও বিষ্ণুপু্রের বালুচরী শাড়ী বিখ্যাত ও মুকুটমনিপুর অন্যতম পর্যটন কেন্দ্র ও জয়রামবাটী সারদা মায়ের জন্মস্থান ও শুশুনিয়াও বিহারীনাথ পাহাড় অন্যতম আকর্ষন।
মুর্শিদাবাদ
বাংলার নবাবী আমলের প্রানকেন্দ্র ও হাজারদুয়ারী প্রধান পর্যটন কেন্দ্র ও হাজারদুয়ারির সামনেই আছে পশ্চিমবঙ্গের বৃহত্তম ইমামবারা ও মতিঝিল, লালবাগ পর্যটকদের অন্যতম আকর্ষন ও ঐতিহ্যমন্ডিত বালুচরী শাড়ির জন্য মুর্শিদাবাদ জেলার জিয়াগঞ্জ বিখ্যাত।
মালদা
পশ্চিমবঙ্গের র ৯০% তুঁতগাছের চাষ মালদহ জেলায় হয় ও পান্ডুয়া একটি ঐতিহাসিক স্থান ও একলাখি সংগ্রহশালা পান্ডুয়ার অন্যতম আকর্ষন ও আদিনা মসজিদ পান্ডুয়াতে অবস্থিত। সিকান্দার শাহ তৈরি করেন ও চারু বাবুর মেলা, রামকেলি মেলা বিখ্যাত।
পুরুলিয়া
কোচবিহার
উত্তর দিনাজপুর
হুগলি
পর্তুগীজরা সর্বপ্রথম হুগলীতে উপনিবেশ গড়ে ও পর্তুগীজরাই হুগলীর চুঁচুড়া শহর স্থাপন করে। চুঁচুড়া পূর্বে ডাচ উপনিবেশ ছিল চন্দননগর পূর্বে ফরাসী উপনিবেশ ছিল ও ভদ্রেশ্বর এ জার্মান ও অষ্ট্রিয়ানদের উপনিবেশ ছিল ও কামারপুকুর রামকৃষ্ণ পরমহংস দেবের জন্মস্থান ও তারকেশ্বর হিন্দুদের পবিত্র তীর্থস্থান ও চন্দননগরের জগদ্ধাত্রী পূজো বিখ্যাত ও ব্যান্ডেল চার্চ বিখ্যাত।
নদীয়া
নবদ্বীপ, শ্রী চৈতন্যদেবের জন্মস্থান ও মায়াপুরের ইস্কন মন্দির প্রধান আকর্ষন ও পলাশীর ঐতিহাসিক পলাশীর যুদ্ধের জন্য প্রসিদ্ধ ও শান্তিপুর তাঁতের শাড়ির জন্য বিখ্যাত ও কৃষ্ণনগর মৃৎশিল্পের জন্য বিখ্যাত ও ওয়েষ্টবেঙ্গল ডেয়ারি এন্ড পোলট্রি ডেভলেপমেন্ট কর্পোরেশন অবস্থিত নদীয়া জেলার হরিনঘাটায়।
বর্ধমান
কালনা অন্যতম শহর ও তীর্থক্ষেত্র। কার্জনগেট, লর্ড কার্জনকে অভ্যর্থনার জন্য তৈরি হয়েছিল।
বীরভূম
লাল মাটির দেশ বলা হয় ও শান্তিনিকেতন রবীন্দ্রনাথের স্মৃতি বিজরিত ও নানুর, কবি চন্ডীদাসের জন্মস্থান ও কেঁদুলির জয়দেবের মেলা বিখ্যাত ও তারাপীঠ হিন্দুদের পীঠস্থান ও ‘তিলপাড়া ব্যারেজ’ অবস্থিত বীরভূমে ময়ুরাক্ষী নদীর উপর।
জলপাইগুড়ি
টোটো উপজাতীর মানুষ জলপাইগুরি জেলার মাদারিহাটে বাস করে।
আলিপুরদুয়ার
হাওড়া
হাওড়া ব্রীজ অর্থাৎ রবীন্দ্র সেতু বিখ্যাত ও বোটানিকাল গার্ডেন ভারতের বৃহত্তম ও গড়চুমুক, ভাগীরথী ও দামোদরের সংগমস্থলে অবস্থিত। ইহা লকগেটের জন্য বিখ্যাত ও গাদিয়ারা, জনপ্রিয় পিকনিক স্পট ও ভারতের গ্লাসগো বলে বলা হয়।
কলকাতা
কালীঘাট মন্দির, ভিক্টোরিয়া মেমোরিয়াল হল, শহীদ মিনার, কফি হাউস,কলেজ স্ট্রিট, কলকাতা বিশ্ববিদ্যালয়, জোড়াসাঁকো ঠাকুরবাড়ি, বিদ্যাসাগর সেতু,এম. পি. বিড়লা তারামণ্ডল
উত্তর ২৪ পরগনা
১৯৮৩ সালে ডঃ অশোক মিত্রের প্রশাসনিক সংস্কার কমিটি ২৪ পরগনা জেলা বিভাজনের সুপারিশ করে,কিন্তু ১৯৮৬ সালের ১ লা মার্চ জেলাটি আনুষ্ঠানিক ভাবে বিভাজিত হয় ও দক্ষিনেশ্বর,হিন্দুদের বিখ্যাত পীঠস্থান ও বিভুতিভূষন অভয়ারন্য আছে বনগাঁ এর সন্নিকটে ও ব্যারাকপুরে আছে গান্ধীঘাট।
দক্ষিন ২৪ পরগনা
সুন্দরবনে আছে ম্যানগ্রোভ অরন্য ও বকখালিতে আছে পর্যটন কেন্দ্র ও সাগরদ্বীপে আছে কপিল মুনির আশ্রম।
পূর্ব মেদিনীপুর
দীঘার সমুদ্র সৈকত পর্যটকদের অন্যতম প্রধান আকর্ষন ও শংকরপুরে গড়ে উঠেছে মৎস বন্দর। হলদিয়া বন্দর ও জুনপুট, মন্দারমনির সমুদ্র সৈকত।
পশ্চিম মেদিনীপুর
দার্জিলিং
তিব্বতি ভাষায় দার্জিলিং শব্দের অর্থ বজ্রের দেশ। পশ্চিমবঙ্গের পাহাড়ের রানী ও শিলিগুড়ি, পূর্ব ভারতের প্রবেশদ্বার ও মংপু, সিঙ্কোনা চাষের জন্য বিখ্যাত ও দার্জিলিং এর ট্য়ট্রেন ইউনেসকো হেরিটেজ এর স্বীকৃতি পেয়েছে।
কালিম্পং
থাপরা মঠ, থোংসা মঠ আছে ও দুরপিন দন্ড আছে।
ঝাড়গ্রাম
Download পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার উল্লেখযোগ্য বিষয় Pdf
File Details:-
File Name:- পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার উল্লেখযোগ্য বিষয় [www.sikkharpragati.com]
File Format:- Pdf
Quality:- High
File Size:- 4 Mb
File Location:- Google Drive
Download: Click Here to Download
Conclusion: বিভিন্ন চাকরির পরীক্ষার Study Material Pdf বিনামূল্যে ডাউনলোড করতে প্রতিদিন আমাদের Website "শিক্ষার প্রগতি" ভিজিট করুন। এই পোস্ট টি ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।
Please do not share any spam link in the comment box