Dear Students,
Sikkharpragati.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি Kothari Commission Bengali Pdf. প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় যেমন Railway Group D | PSC Clerkship | WBCS | SSC CHSL | SSC CGL | SSC MTS | WBP Abgari Constable | WBP SI | WBP Constable | ICDS Supervisor | Railway Group D | RRB NTPC | PSC Miscellaneous ইত্যাদি পরীক্ষায় সাধারন বিজ্ঞান, কারেন্ট অ্যাফেয়ার্স, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান, গণিত, ইংরাজি, ইতিহাস, জি.আই, রিসনিং ইত্যাদি বিষয় থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি কোঠারি কমিশন PDF. নিচে Kothari Commission Bengali Pdf টি যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। এই Kothari Commission Bengali Pdf টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।
Kothari Commission Bengali Pdf-কোঠারি কমিশন PDF
1. কোঠারি কমিশন বা ইন্ডিয়ান এডুকেশন কমিশন বা ন্যাশনাল
এডুকেশন কমিশন গঠিত হয় - 1964 খ্রিস্টাব্দে
2. কোঠারি কমিশন তার রিপোর্ট প্রকাশ করে - 1966
খ্রিস্টাব্দের জুন মাসে
3. কোঠারি কমিশনের প্রকাশিত রিপোর্টের শিরোনাম হল - শিক্ষা
এবং জাতীয় বিকাশ
4. কোঠারি কমিশনের মতে শিক্ষার কাঠামো কি হবে - 10+2+3+2
5. কোঠারি কমিশন মোট কতজন সদস্য নিয়ে গঠিত হয় - 17 জন
6. কোঠারি কমিশনের সভাপতি হলেন – ডি. এস. কোঠারি
7. কোঠারি কমিশনে বিদেশি সদস্য সংখ্যা ছিল - 7 জন
8. কোঠারি কমিশনে ভারতীয় সদস্য সংখ্যা ছিল - 10 জন
9. কোঠারি কমিশনে Working Group এর সংখ্যা হল - 7 টি
10. কোঠারি কমিশনের সম্পাদক হলেন - ডক্টর জে. পি. নায়েক
11. কোঠারি কমিশনের
মতে প্রাথমিক শিক্ষার সময়কাল হবে - 7/8 বছর
12. নিম্ন প্রাথমিক শিক্ষা হলো - প্রথম শ্রেণী থেকে চতুর্থ
বা পঞ্চম শ্রেণি পর্যন্ত
13. নিম্ন প্রাথমিক শিক্ষার সর্বোচ্চ সময় কাল হলো - 2/3
বছর
14. উচ্চ প্রাথমিক শিক্ষার সর্বোচ্চ শ্রেণি হলো - সপ্তম
/অষ্টম
15. স্নাতকোত্তর স্তর হলো - উচ্চশিক্ষার সর্বশেষ স্তর
16. কোঠারি কমিশন কয়টি টাস্কফোর্স গঠন করেছিলেন - 12 টি
17. স্বনির্ভর হওয়ার শিক্ষা হলো - বৃত্তি ও কারিগরি শিক্ষা
18. কর্মের মাধ্যমে শিক্ষা হলো - বৃত্তি ও কারিগরি শিক্ষা
19. স্বায়ত্তশাসন দ্বারা পরিচালিত বিদ্যালয় হল - পৌর
বিদ্যালয়
20. দিবা বিদ্যালয় হলো -
প্রতিদিন বিদ্যালয়ে গিয়ে পড়াশোনা করা
21. বালিকা বিদ্যালয় হল - শুধু মাত্র বালিকাদের বিদ্যালয়
22. পশ্চিমবঙ্গের একটি কেন্দ্রীয় বিদ্যালয় হলে -
বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়
23. ধর্মীয় প্রতিষ্ঠান দ্বারা পরিচালিত বিদ্যালয় - সেন্ট
জেভিয়ার্স বিদ্যালয়
24. নিম্নমাধ্যমিক শিক্ষা স্তর এর কারিগরি শিক্ষার একটি
প্রতিষ্টান হলো - ITI
25. উচ্চমাধ্যমিক শিক্ষা স্তর এর কারিগরি শিক্ষার একটি
প্রতিষ্ঠান হল - পলিটেকনিক কলেজ
26. প্রাক-প্রাথমিক শিক্ষার একটি প্রতিষ্ঠান হল - নার্সারি
বিদ্যালয়
27. সহশিক্ষা বিদ্যালয় হল - বালক বালিকাদের বিদ্যালয়
28. অষ্টম শ্রেণী উত্তীর্ণ শিক্ষার্থীরা একটি বৃত্তিশিক্ষার
জন্য ভর্তি হয় যেখানে - জুনিয়র টেকনিক্যাল স্কুল
29. B কোর্স হল -
বৃত্তিমুখী শিক্ষার কোর্স
30. যাদবপুর ইঞ্জিনিয়ারিং কলেজ স্থাপিত হয় -1906
খ্রিস্টাব্দে
31. যাদবপুর ইঞ্জিনিয়ারিং কলেজ বিশ্ববিদ্যালয়ের
রূপান্তরিত হয় - 1956 খ্রিস্টাব্দে
32. উড অ্যাবট রিপোর্টের সুপারিশে প্রতিষ্ঠিত হয় -
পলিটেকনিক 1937
33. জুনিয়র টেকনিক্যাল কলেজে ভর্তির যোগ্যতা - অষ্টম
শ্রেণী পাস
34. বৃত্তিমুখী শিক্ষার একটি বৈশিষ্ট্য হলো - নির্বাচন
ধর্মীতা
35. কোঠারি কমিশনের মতে উচ্চশিক্ষার প্রথম স্তরে শিক্ষার
মাধ্যম হবে - আঞ্চলিক ভাষা
36. উচ্চ শিক্ষার উচ্চমানের শিক্ষা ও গবেষণার জন্য
প্রতিষ্ঠাত করতে হবে - প্রধান বিশ্ববিদ্যালয়
37. ভাষা সমস্যার সমাধানে কোঠারি কমিশন সুপারিশ করেন - ত্রি
ভাষা সূত্র
38. কোঠারি কমিশনের মতে প্রাথমিক শিক্ষাস্তরে ভর্তির
নূন্যতম বয়স হবে - 6+ বছর
39. কেন্দ্রীয় সরকার দ্বারা পরিচালিত বিশ্ববিদ্যালয়
গুলোকে বলে - কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়
40. যে বিদ্যালয়ের মূল কেন্দ্র থেকে দূরবর্তী স্থানে
মহাবিদ্যালয় গুলি অবস্থিত তাকে বলা হয় - অনুমোদনকারী বিশ্ববিদ্যালয়
41. পশ্চিমবঙ্গের অনুমোদনকারী একটি বিশ্ববিদ্যালয় হল -
কলকাতা বিশ্ববিদ্যালয়
42. একটি একক বিশ্ববিদ্যালয়ের হল - ডায়মন হারবার মহিলা
বিশ্ববিদ্যালয়
43. "বৃত্তিমুখী শিক্ষা হল এমন এক ধরনের প্রয়োজনীয়
শিক্ষা যার অভাবে শিক্ষার্থীকে সারা জীবন দুঃখ ভোগ করতে হয়" উক্তিটি
করেছিলেন - হার্টসোন
44. যে কমিশন প্রতিটি রাজ্যের রাজ্য শিক্ষা পর্ষদ গঠনের
সুপারিশ করেন তাহলে - কোঠারি কমিশন
45. বিদ্যালয় গুচ্ছ বা স্কুল কমপ্লেক্স গঠনের সুপারিশ করা
হয় - কোঠারি কমিশনে
46. কোঠারি কমিশনের মতে বিদ্যালয়গুলোর কাজের দিন সংখ্যা
হবে বছরে - 234 দিন
47. কোঠারি কমিশনের জাতীয় উন্নয়নের প্রধান সুপারিশের
সংখ্যা হল - 18 টি
48. কোঠারি কমিশনের সুপারিশে 'কমন স্কুল' ব্যবস্থার
দ্বারা বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে যে বিষয়ের ওপর তা হলো - শিক্ষার সমসুযোগ
49. কোন শিক্ষাস্তরের উপর অপচয় ও অনুন্নয়ন সর্বাধিক
প্রভাব বিস্তার করে - প্রাথমিক শিক্ষা
50. কোঠারি কমিশন বহি:পরীক্ষার উন্নয়নের জন্য সুপারিশ করা
হয় - প্রশ্নের মানের পরিবর্তন
51. কোঠারি কমিশনের মতে প্রাকপ্রাথমিক শিক্ষার প্রধান
উদ্দেশ্য হলো - সু - অভ্যাস গঠন করা
52. "ভারতবর্ষের ভাগ্য তার শ্রেণিকক্ষে তৈরি হয়"
যে কমিশনের উক্তি - কোঠারি কমিশন
53. কোঠারি কমিশনের ভিত্তিতে যে জাতীয় শিক্ষানীতি রচিত হয়
- 1968 খ্রিস্টাব্দে
54. কোঠারি কমিশন তার রিপোর্ট জমা করেন - Union Education
Minister
এর নিকট
55. প্রাক প্রাথমিক শিক্ষার একটি প্রতিষ্ঠান হল -
কিন্ডারগার্টেন বিদ্যালয়
56. নার্সারি বিদ্যালয় স্থাপিত হয় - 1909
57. কিন্ডারগার্ডেন কথাটির অর্থ হলো - শিশু উদ্যান
58. মন্তেসরি বিদ্যালয় প্রতিষ্ঠিত হয় -1907 খ্রিস্টাব্দে
59. নার্সারি বিদ্যালয় স্থাপন করেছিলেন - মার্গারেট
ম্যাকমিলান ও র্যা চেল ম্যাকমিলান
60. মন্তেসরী বিদ্যালয় প্রতিষ্ঠা করেন - মারিয়া মন্তেসরী
61. Case Dei Bambini কথাটির অর্থ হল - শিশু নিকেতন
62. কিন্ডারগার্টেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা হলেন -
ফ্রয়েবেল
63. কিন্ডারগার্টেন বিদ্যালয়ে শিশুদের তুলনা করা হয়েছে -
চারাগাছের সঙ্গে
64. কোঠারি কমিশন যে শ্রেণি থেকে ইংরেজি ভাষা শিক্ষা শুরুর
কথা বলেছে - পঞ্চম শ্রেণি
65. ভারতের প্রথম শিক্ষা কমিশন হলো - হান্টার কমিশন 1881-82
66. বুনিয়াদি শিক্ষার প্রবর্তক হলেন - গান্ধীজী 1937
67. আধুনিক ভারতীয় শিক্ষাব্যবস্থার প্রথম পূর্ণাঙ্গ
সুবিন্যস্ত রূপ পাওয়া যায় - উডের ডেসপ্যাচ 1854
68. ভারতের স্বাধীনতা লাভের পূর্বে সর্বশেষ শিক্ষা দলিল ছিল
- সার্জেন্ট পরিকল্পনা 1944
69. ট্রেড স্কুল - কারিগরি শিক্ষার অন্যতম প্রতিষ্ঠানকোঠারি কমিশন সর্বতোভাবে যে ভাষা প্রচারের জন্য সচেষ্ট হতে
বলেন তাহলে - হিন্দি ভাষা
70. শিশুদের কিন্ডারগার্টেন বিদ্যালয়ের শিক্ষা দানের জন্য
মূল উপকরণ গুলো হল - উপহার ও বৃত্তি
71. প্রকবুনিয়াদি ও মন্তেসরি শিক্ষা ব্যবস্থার সংমিশ্রণে
দেখা যায় - বালশিক্ষা মন্দির
72. বুনিয়াদি শিক্ষাব্যবস্থার মূল উদ্দেশ্য ছিল - উৎপাদন
মূলক কাজ
73. "শিক্ষাবিপ্লব" শব্দগুচ্ছটি ব্যবহার করেছিল -
কোঠারি কমিশন
74. কোন শিক্ষাবিদ সর্বপ্রথম সাধারণ শিক্ষা কথাটি প্রচলন
করেন - শিক্ষাবিদ জে. বি. কোনান্ট
75. একটি সরকারি প্রাকপ্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান হল -
অঙ্গনওয়াড়ি
76. সাধারণ ধর্মীয় শিক্ষা হলো - যে শিক্ষায় সকলের কাছে
জ্ঞান ও অভিজ্ঞতার পরিধি এক রকম,তাই হলো
সাধারণধর্মী শিক্ষা।
77. কমন স্কুল হল - কোঠারি কমিশনের সুপারিশ অনুযায়ী
জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে যে বিদ্যালয় সকলে শিক্ষার সুযোগ পায় তাই হল কমন
স্কুল।
78. বৃত্তিমূলক শিক্ষা কি?- যে শিক্ষার দ্বারা শিক্ষার্থীরা হাতেনাতে কাজের মাধ্যমে কোন বৃত্তি সম্পর্কে
বিশেষ জ্ঞান ও দক্ষতা অর্জন করে তাকে বলা হয় বৃত্তিমুখী বা বৃত্তিমূলক শিক্ষা
বলে।
79. কারিগরি শিক্ষা কি?- যে শিক্ষার দ্বারা শিক্ষার্থীদের শিল্প, বাণিজ্য, কৃষি ও কলকারখানার যন্ত্রপাতি
ব্যবহারের জন্য প্রশিক্ষণ দেওয়া হয় সেটা তো বলা হয় কারিগরি শিক্ষা।
80. কারিগরি শিক্ষার সঙ্গে সম্পর্কিত একটি সংস্থা হল - AICTE
81. কারিগরি শিক্ষার সঙ্গে কোন ধরনের শিক্ষার সম্পর্ক
বিশেষভাবে লক্ষ্য করা যায় - বিজ্ঞান শিক্ষার
82. কোঠারি কমিশনের বৃত্তিমুখী শিক্ষা যে স্তর থেকে শুরু
করার কথা বলেছেন তা হল - নিম্ন মাধ্যমিক
83. বিদ্যালয় স্তরে পাঠক্রম রচনা করে - NCERT
84. কোঠারি কমিশনের মতে শিক্ষার লক্ষ্য হলো - ১. শিক্ষাকে
জাতীয় উৎপাদনমুখী করে তোলা ২. গণতান্ত্রিক চেতনার বিকাশ ঘটানো
85. কোঠারি কমিশনের সুপারিশ অনুযায়ী প্রাক প্রাথমিক
শিক্ষার বৈশিষ্ট্য হলো - ১. এটি প্রাথমিক শিক্ষার একটি প্রস্তুতি পর্ব,২. শিশুর প্রক্ষোভ সুসংহত এবং শিক্ষা সহায়ক করে তোলা
86. প্রাক প্রাথমিক শিক্ষা দুটো উদ্দেশ্য - ১.
শিক্ষার্থীদের মধ্যে সু অভ্যাস গঠন করা,২. সামাজিক দৃষ্টিভঙ্গি গঠন করা
87. প্রাক প্রাথমিক শিক্ষা দুটো সমস্যা হল - ১. প্রয়োজনীয়
অর্থের অভাব,২. উপযুক্ত প্রশিক্ষণ প্রাপ্ত
শিক্ষকের অভাব
88. মাধ্যমিক শিক্ষার উদ্দেশ্য হলো - ১. শিক্ষাকে জাতীয়
উৎপাদনমুখী করে তোলা,২. জাতীয়
সংহতিবোধ গণজাগরণ করা
89. কোঠারি কমিশনের মতে উচ্চ শিক্ষার দুটি উদ্দেশ্য হলো -
১. জাতীয় চেতনা জাগ্রত করা,২. গবেষণার
ক্ষেত্রের সম্প্রসারণ ও মান উন্নয়ন
90. মাধ্যমিক স্তরের দুটি বৃত্তি ও কারিগরি শিক্ষা
প্রতিষ্ঠান নাম হল - ১. জুনিয়ার টেকনিক্যাল স্কুল JTS,২. ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট ITI
91. বৃত্তি ও কারিগরি শিক্ষার দুটি সমস্যা হলো - ১. শিল্প
শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে শিল্প কারখানা গুলির যোগাযোগের অভাব,২. কর্মরত শিক্ষকদের প্রশিক্ষণের অভাব
92. ধর্ম শিক্ষা সম্পর্কে কোঠারি কমিশনের সুপারিশ টি হল -
সব ধর্মের মানুষের শিক্ষার সুযোগ থাকবে। কারণ ভারত হলো গণতান্ত্রিক,ধর্মনিরপেক্ষ দেশ। তাই শিক্ষার মাধ্যমে সমস্ত ধর্মের প্রতি সহিষ্ণুতা
ও শ্রদ্ধার ভাব জাগ্রত করা প্রয়োজন।
93. কোঠারি কমিশনের মতে মেজর ইউনিভার্সিটি ধারণাটি হলো - এই
বিশ্ববিদ্যালয়গুলোতে প্রথম শ্রেণীর পঠন ও গবেষণা কার্য হবে এবং এদের মান হবে যে
কোন উন্নত মানের বিশ্ববিদ্যালয়ের সমকক্ষ।
94. বেসরকারি উদ্যোগ প্রসঙ্গে কোঠারি কমিশনের সুপারিশ ছিল -
শিক্ষার সার্বিক উন্নয়নের জন্য বেসরকারি উদ্যোগে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করা
প্রয়োজন।
95. শিক্ষা সংস্কারে কোঠারি কমিশনের সুপারিশ টি হল -
জনসাধারণের চাহিদা,আশা-আকাঙ্ক্ষা
এবং বাস্তব জীবনের সঙ্গে শিক্ষাকে যুক্ত করা।
96. কয়েকটি প্রাক প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান হল -ক্রেস, নার্সারি বিদ্যালয়,মন্তেসরী বিদ্যালয়, কিন্ডারগার্টেন
বিদ্যালয়, প্রাক বুনিয়াদী বিদ্যালয়,বালশিক্ষা মন্দির ইত্যাদি
97. বিদ্যালয় গুচ্ছ বলতে বোঝায় - কোঠারি কমিশনের অভিমত
অনুযায়ী 3-4 টি মাধ্যমিক বিদ্যালয় এবং 10-20 টি প্রাথমিক বিদ্যালয় নিয়ে গঠিত
সংগঠনকে বলা হয় বিদ্যালয় গুচ। বিদ্যালয় গুচ্ছের কেন্দ্রে থাকবে একটি মাধ্যমিক
বিদ্যালয়।
98. বিদ্যালয় গুচ্ছ গড়ে তোলার মূল উদ্দেশ্য ছিল -
বিদ্যালয় গুলোর মধ্যে বিচ্ছিন্নতা দূর করে সহযোগিতা ও সমন্বয়ের মনোভাব গড়ে তোলা
এবং শিক্ষার গুণগত মানের উন্নয়ন ঘটানো।
99. ভারতীয় শিক্ষা কমিশনের রিপোর্টে কটি খন্ডে বিভক্ত ছিল
ও কি কি ?-4 টি খন্ডে বিভক্ত ছিল,১. প্রথম খন্ডে ছিল শিক্ষাসংক্রান্ত সাধারণ সমস্যা সম্পর্কে আলোচনা,২. দ্বিতীয় খন্ডে ছিল বিভিন্ন স্তর ও পর্যায়ের শিক্ষা
সম্পর্কে আলোচনা,৩. তৃতীয় খন্ডে
ছিল শিক্ষা পরিকল্পনার বাস্তব রুপায়ান সম্পর্কিত আলোচনা,৪. চতুর্থ খন্ডে ছিল শিক্ষা সংক্রান্ত কয়েকটি বিবরণ ও
দলিলপত্র নিয়ে আলোচনা।
100. শিক্ষার সার্থক রূপায়ণ ও উদ্দেশ্য সাধনের জন্য কোঠারি
কমিশন যে মৌলিক উপাদানের কথা বলেছিল -সাক্ষরতা,গাণিতিক দক্ষতা ও বৈজ্ঞানিক কুশলতা,উৎপাদনী শক্তি এবং সামাজিক কর্মদক্ষতা।
101. সাক্ষরতা শিবির বা Literacy Class কী?- কোঠারি কমিশনের
মতে 11 থেকে 14 বছর বয়সী যে সকল শিশুরা প্রাথমিক শিক্ষা শেষ করতে পারবে না,তাদের জন্য প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে কমপক্ষে এক বছরের
জন্য সাক্ষরতামূলক যে ব্যবস্থা করা হয়,তাকে সাক্ষরতা শিবির বলা হয়।
102. ক্রেশ কী?- ক্রেশ হল প্রাক্-প্রাথমিক শিক্ষার প্রথম প্রতিষ্ঠান। এখানে সাধারণত জন্মের পর
থেকে 2-2.5 বছর বয়স পর্যন্ত শিশুদের দেখাশোনার দায়িত্ব গ্রহণ করা হয়।
103. উপদেশমূলক যন্ত্রপাতি বা Didactic
Apparatus বলতে কী বোঝায়?- ‘কাসা-দাই- বামবিনি’ নামক শিক্ষাপ্রতিষ্ঠানে শিশুদের ইন্দ্রিয়ের
মাধ্যমে পর্যাপ্ত জ্ঞান আহরণের কৌশল প্রশিক্ষণের জন্য বিশেষ শিক্ষা দেওয়া হত। এ
ছাড়া বেশ কিছু যান্ত্রিক কৌশলের মাধ্যমে শিক্ষাদান করা হত। এই যান্ত্রিক কৌশলগুলোকেই একত্রে উপদেশমূলক
যন্ত্রপাতি বা Didactic Apparatus বলে।
104.
প্রাথমিক শিক্ষাক্ষেত্রে অনুন্নয়ন বলতে বোঝায় - প্রাথমিক স্তরে বিভিন্ন শ্রেণীতে
পরীক্ষায় অকৃতকার্যতার জন্য বহু ছাত্রছাত্রী বেশ কয়েকবছর একি শ্রেণীতে থেকে যায়
এবং তার ফলে তাদের অন্তর্নিহিত সম্ভাবনা,ব্যয়িত শ্রম অর্থ এবং
অন্যান্য ক্ষেত্রে উন্নতি ব্যাহত হয়। একে প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে অনুন্নয়ন বলা
হয়।
105. শিক্ষা ক্ষেত্রে অপচয় বলতে বোঝায় - প্রাথমিক
শিক্ষাস্তরে শিশুর ভর্তি হওয়ার পর মূলত আর্থিক ও সামাজিক কারণে শিক্ষা সম্পূর্ণ
না করেই বিদ্যালয় ছেড়ে দেয়,একে বলা হয়
শিক্ষা ক্ষেত্রে অপচয়।
106. প্রাথমিক শিক্ষার উন্নয়নের জন্য ভারতের কোন সংস্থা
গড়ে তোলা হয়েছে?- PTTI, VEC, DIET, DPEP
107. SUPW - কোন কমিশনে উল্লেখ আছে - কোঠারি কমিশনে
108. চিকিৎসা বিজ্ঞানের একটি কোর্স হল - BVS
109. ম্যানেজমেন্ট এর একটি কোর্স হলো - BBA
110. আইন শাস্ত্রের একটি কোর্স হল - LLB
111. কোন কমিশনের সুপারিশের ভিত্তিতে প্রথম জাতীয়
শিক্ষানীতি রচিত হয় - কোঠারি কমিশনের সুপারিশে
112. ভারতীয় শিক্ষা কমিশনের যে সদস্য ইউনেস্কোর প্যারিস
শাখার কর্মী ছিল - জে. এফ. ম্যাকডুগাল
113. অন্ধ বিশ্ববিদ্যালয়ে - Applied Economics and Rural Development বিশেষধর্মীয় শিক্ষা প্রদান করা হয়
114. শিক্ষা প্রশাসকদের বৃত্তিমুখী প্রশিক্ষণের জন্য
স্থাপিত হয়েছিল - ন্যাশনাল স্টাফ কলেজ
Download Kothari Commission Bengali Pdf-কোঠারি কমিশন PDF
File Details:-
File Name:- Kothari Commission Bengali Pdf [www.sikkharpragati.com]
File Format:- Pdf
Quality:- High
File Size:- 4 Mb
File Location:- Google Drive
Download: Click Here to Download
Conclusion: বিভিন্ন চাকরির পরীক্ষার Study Material Pdf বিনামূল্যে ডাউনলোড করতে প্রতিদিন আমাদের Website "শিক্ষার প্রগতি" ভিজিট করুন। এই পোস্ট টি ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।
Please do not share any spam link in the comment box