Dear Students,
Sikkharpragati.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি Biology Question Answer in Bengali. প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় যেমন Railway Group D | PSC Clerkship | WBCS | SSC CHSL | SSC CGL | SSC MTS | WBP Abgari Constable | WBP SI | WBP Constable | ICDS Supervisor | Railway Group D | RRB NTPC | PSC Miscellaneous ইত্যাদি পরীক্ষায় সাধারন বিজ্ঞান, কারেন্ট অ্যাফেয়ার্স, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান, গণিত, ইংরাজি, ইতিহাস, জি.আই, রিসনিং ইত্যাদি বিষয় থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি Biology Question Answer in Bengali. নিচে বায়োলজি প্রশ্নোত্তর টি যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। এই Biology Question Answer in Bengali Pdf টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।
Biology Question Answer in Bengali - বায়োলজি প্রশ্নোত্তর
প্রশ্ন: সেলসিয়াস স্কেলে
মানব দেহের স্বাভাবিক উষ্ণতা কত?
উঃ ৩৬.৯ ডিগ্রী
প্রশ্ন: স্বাভাবিক
অবস্থায় একজন মানুষের উপর প্রতি বর্গ ইঞ্চিতে বায়ুর চাপ কত ?
উঃ ১৫ পাউন্ড
প্রশ্ন: সিস্টোলিক
চাপ বলতে কী বোঝায়?
উঃ হৃদপিন্ডের সংকোচন চাপ
প্রশ্ন: ডায়োস্টোল
চাপ বলতে কী বোঝায়?
উঃ হৃদপিন্ডের প্রসারণ
প্রশ্ন: রক্তে
হিমোগ্লোবিন থাকে কোথায়?
উঃ লোহিত রক্ত কনিকায়
প্রশ্ন: রক্তের
লোহিত রক্ত কনিকা তৈরী হয়?
উঃ অস্থি মজ্জায়
প্রশ্ন: মানব দেহে
মোট কশেরুকার সংখ্যা কতো?
উঃ ৩৩ টি
প্রশ্ন: মানুষের
মুখে কর্তন দাতের সংখ্যা কতো?
উঃ ২০ টি
প্রশ্ন: রক্ত কতো
প্রকার?
উঃ ৩ প্রকার
প্রশ্ন:
হিমোগ্লোবিনের কাজ কী?
উঃ অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইড বহন করা
প্রশ্ন: পালমোনারী
(ফুসফুসীয়) শিরা কী বহন করে?
উঃ অক্সিজেন বাহী রক্ত
প্রশ্ন: মানব দেহের
হৃত্পিণ্ড কতো প্রকোষ্ট বিশিষ্ট?
উঃ চার প্রকোষ্ট বিশিষ্ট
প্রশ্ন: লোহিত রক্ত
কণিকার আয়ুষ্কাল কতো দিন?
উঃ ৫ -৬ দিন
প্রশ্ন:
অনুচক্রিকার গড় আয়ু কতো দিন?
উঃ ১০ দিন
প্রশ্ন: রক্ত
শুন্যতা বলতে বোঝায়?
উঃ রক্তে হিমোগ্লোবিনের পরিমান কমে যাওয়া
প্রশ্ন: রক্তের
গ্রুপ আবিষ্কার করেন কে?
উঃ ল্যান্ড ষ্টিনার
প্রশ্ন: বিলিরুবিন
কোথায় তৈরী হয়?
উঃ যকৃত
প্রশ্ন: বক্ষ গহ্বর
ও উদর পৃথক রাখে কে?
উঃ ডায়াফ্রাম
প্রশ্ন: কিডনীর
কার্যকরী একক কী?
উঃ নেফরন
প্রশ্ন: মুত্রের
ঝাঝালো গন্ধের দায়ী পদার্থের নাম কী?
উঃ এমোনিয়া
প্রশ্ন: মুত্র হলুদ
দেখায় কেন?
উঃ বিলিরুবিনের জন্য
প্রশ্ন: অ্যামাইনো
অ্যাসিড ইউরিয়ায় পরিনত হয় কোথায়?
উঃ যকৃত এ
প্রশ্ন: মানব দেহে
রাসায়নিক দূত হিসাবে কাজ করে কী?
উঃ হরমোন
প্রশ্ন: ডায়াবেটিস
রোগ হয় কোন প্রাণরসের অভাবে?
উঃ ইনসুলিন
প্রশ্ন: পিত্ত রস অগ্নাশয়
রসের সাথে মিলিত হয় কোথায়?
উঃ ডিওডেনাম
প্রশ্ন: মানব দেহে
বৃহত্তম গ্রন্থি কোনটি?
উঃ যকৃত
প্রশ্ন: চোখের জল
নিঃসৃত হয় কোথা থেকে?
উঃ লেকরিমাল গ্রন্থি থেকে
প্রশ্ন: নার্ভের
মাধ্যমে প্রবাহিত আবেগের গতি প্রতি সেকেন্ডে কত মিটার?
উঃ ১২৫ মিটার
প্রশ্ন: একজন সুস্থ
মানুষের একটি হৃদ কম্পন সম্পূর্ণ হতে কত সময় লাগে?
উঃ ০.৪ সেকেন্ড
প্রশ্ন: শরীর থেকে
বর্জ পদার্থ ইউরিয়া বের করে দেয় কোন অঙ্গ?
উঃ কিডনি
প্রশ্ন: একজন
স্ত্রী লোক জননকালে প্রতি মাসে কয়টি ডিম্ব উত্পাদন করে?
উঃ ১ টি
প্রশ্ন: মুত্র
প্রস্তুত হয় কোথায়?
উঃ কিডনীতে
প্রশ্ন: থাইরয়েড
গ্রন্থি হতে নিঃসৃত প্রানরসের নাম কী?
উঃ থাইরক্সিন
প্রশ্ন: চোখের মধ্যে
সবচেয়ে সংবেদনশীল অংশের নাম কি?
উঃ রেটিনা
প্রশ্ন: আমিষ জাতীয়
খাদ্য পরিপাক করে কোন জারক রস?
উঃ পেপসিন
প্রশ্ন: বহিঃকর্ণ ও
মধ্যকর্ণ এর সংযোকস্থলের পর্দাটির নাম কি?
উঃ টিস্প্যানিক পর্দা
প্রশ্ন: জীব দেহের
ওজনের প্রায় ২৪ ভাগ কোন পদার্থ?
উঃ কার্বন
প্রশ্ন: যকৃত বা
পেশী কোষে অতিরিক্ত গ্লুকোজ জমা থাকে কি রূপে?
উঃ গ্লাইকোজেন রূপে
প্রশ্ন: প্রোটিন
জাতীয় খাদ্যের প্রধান কাজ কি?
উঃ দেহের ক্ষয় পূরণ ও বৃদ্ধি জাতীয় কাজ করা
প্রশ্ন: কোন
হরমোনের অভাবে স্নায়ু ও পেশীর অস্থিরতা বেড়ে যায় ও পেশীর খিচুনী শুরু হয়?
উঃ প্যারা থরমোন
প্রশ্ন: ভয় পেলে
গায়ের লোম খাড়া হয় কোন হরমোনের অভাবে?
উঃ অ্যাড্রনালিন
প্রশ্ন: দাড়ি গোঁফ
গজায় কোন হরমোনের জন্য?
উঃ টেস্টোস্টেরন
প্রশ্ন: জীবন
রক্ষাকারী হরমোন কোনটি?
উঃ অ্যালডোস্টেরন
প্রশ্ন: ফসফরাস
বেশি থাকে কোন অঙ্গে?
উঃ অস্থিতে
প্রশ্ন: খাদ্য
দ্রব্য সবচেয়ে বেশি শোষিত হয় পোস্টিক নালীর কোন অংশে?
উঃ ক্ষুদ্রান্তে
প্রশ্ন: মহিলাদের
পরিনত জনন কোষকে কি বলে?
উঃ ডিম্বাণু
প্রশ্ন: মানুষের
করোটিতে কতটি অস্থি থাকে?
উঃ ২৪ টি
প্রশ্ন: প্রতি
মিনিটে হৃদপিন্ডের স্বাভাবিক গড় স্পন্দন কত?
উঃ ৭২
প্রশ্ন: ধমনী শেষ
হয় কোথায়?
উঃ লসিকায়
প্রশ্ন: মানুষ সাদা
ও কালো হয় কোন হরমোনের কারণে?
উঃ মেলানিন
প্রশ্ন: মস্তিস্কে
প্রতি মিনিটে কি পরিমাণ রক্ত সরবরাহ হয়?
উঃ ৩৫০ মি.লি.
প্রশ্ন: পরিপাক
তন্ত্রের সবচেয়ে শক্তিশালী স্ফিত অংশের নাম কি?
উঃ পাকস্থলী
প্রশ্ন: কোন জিনিস
পিত্তের বর্ণের জন্য দায়ী?
উঃ বিলিরুবিন
প্রশ্ন: নিউরন কি?
উঃ স্নায়ু কলার প্রতিটি কোষকে নিউরন বলে
প্রশ্ন: কোন
সন্ধিতে সবচেয়ে বেশী Movement হয়?
উঃ সাইনভিয়াল সন্ধি
প্রশ্ন: মানব দেহের
ক্ষুদ্রতম অস্থির নাম কি?
উঃ স্টেপিস
প্রশ্ন: রোগ জীবাণু
ধ্বংস করতে সাহায্য করে কোন রস?
উঃ পিত্তরস
প্রশ্ন: কোন হরমোন
রক্তে গ্লুকোজের পরিমাণ বাড়ায়?
উঃ গ্লোকাগন
প্রশ্ন: একজন বয়স্ক
লোক প্রতি মিনিটে কত বার শ্বাস নেয় ?
উঃ ১২ – ১৮ বার
প্রশ্ন: মানব দেহের
রক্ত সঞ্চালন চক্র আবিস্কার করেন কে ?
উঃ উইলিয়াম হার্ভে
প্রশ্ন: কোন অ্যাসিড
মানব দেহে অপেক্ষাকৃত বেশি পরিমানে আছে?
উঃ HCL
প্রশ্ন: লম্বা
হওয়ার জন্য কোন হরমোন দায়ী ?
উঃ গ্রোথ হরমোন
প্রশ্ন: জরায়ু
সংকোচন সহায়তা করে কোন হরমোন?
উঃ অক্সিটোসিন
Download Biology Question Answer in Bengali Pdf
File Details:-
File Name:- Biology Question Answer in Bengali [www.sikkharpragati.com]
File Format:- Pdf
Quality:- High
File Size:- 2 Mb
File Location:- Google Drive
Download Link: Click Here to Download Biology Question Answer in Bengali Pdf
Conclusion: বিভিন্ন চাকরির পরীক্ষার Study Material Pdf বিনামূল্যে ডাউনলোড করতে প্রতিদিন আমাদের Website "শিক্ষার প্রগতি" ভিজিট করুন। এই পোস্ট টি ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।
Please do not share any spam link in the comment box