Download WBPSC Clerkship Examination Practice Set Pdf
Railway group-D
Railway NTPC
WB Police
WBCS
etc. exam Special
-: কিছু নমুনা নিম্নে আলোচনা করা হলো সম্পূর্ণ টি নিচের ডাউনলোড লিংক থেকে ডাউনলোড করে নিন :-
•হিরোশিমা দিবস
১৯৪৫ সালের ৬ আগস্ট সকালে যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী জাপানের হিরোশিমা শহরে “লিটল বয়” নামের নিউক্লিয়ার বোমা নিক্ষেপ করে৷ নিদারুন ধ্বংসলীলার
পুনরাবৃতি যাতে না হয় তার জন্য এই দিনটি পালন করা হয় ৷
•নাগাসাকি দিবস
১৯৪৫ সালের ৯ আগস্ট জাপানের নাগাসাকি শহরে “ফ্যাট ম্যান”
নামের
নিউক্লিয় বোমা বিস্ফোরণ ঘটানো হয় নিদারুণ ঘটনার পুনরাবৃতি যাতে না হয় তার জন্য এই
দিনটি পালন করা হয় ৷
•
ভারতবর্ষের প্রাচীনতম
বন্দর – লোথাল
সিন্ধু সভ্যতার একটি বড় বন্দর ছিল লোথাল ৷ এই শহরটির অবস্থান বর্তমান ভারতের
গুজরাত রাজ্যের দক্ষিণ –পূর্ব উপকূলের
কাছাকাছি ৷ লোথালের বন্দরটি ইতিহাসবিদ দের মতে পৃথিবীর প্রাচীন তম বন্দর ৷ এই
বন্দরটির মাধ্যমে লোথাল শহর সবরমতি নদীর অধুনা বিলুপ্ত গতিপথ বরাবর সমুদ্র বাণিজ্য
পথের সঙ্গে যুক্ত ছিল ৷হরপ্পার সভ্যতার অন্যান্য শহরের সঙ্গে এই পথ বরাবর বাণিজ্য
চলত ৷
•সুবর্ণরেখা
সুবর্ণরেখা নদীটির উৎপত্তি ছোটোনাগপুর মালভূমিতে রাঁচীর নিকটবর্তী পিসকা
গ্রামের কাছে৷ পরে পশ্চিম মেদিনীপুর ও বালেশ্বর জেলার মধ্যদিয়ে প্রবাহিত হয়ে
ওড়িশার তালসারির কাছে নদীটি বঙ্গোপসাগরে পড়েছে ৷প্রধান উপনদী খড়খাই৷ এই নদীর উপর
অবস্থিত শহরগুলির মধ্যে উল্লেখযোগ্য –
জামশেদপুর,ঘাটশিলা,গোপীবল্লভপুর,চাণ্ডিল৷ এই
নদীর গতিপথে বিখ্যাত হুড্রুজলপ্রপাত অবস্থিত ৷
•মিনামাটা
১৯৩২ সালে জাপানে মিনামাটা উপসাগরের উপকূলের একটা রং এর কারখানা থেকে
পারদযুক্ত বর্জ্য সমুদ্রে ফেলা হয় ৷ এই মারাত্মক পারদ দুষণ মাছেদের দেহে ও ছড়িয়ে
পড়ে ফলে ঐ মাছ খাওয়ার ফলে অনেক মানুষ মিনামাটা রোগে আক্রান্ত হচ্ছে ৷ বিগত ৩০ বছর ধরে অসংখ্য মানুষ এবং জীব-জন্তু ঐ পারদ
দুষণে মারা গেছে ৷
- সম্পূর্ণ টি নিচের ডাউনলোড লিংক থেকে ডাউনলোড করে নিন
- পিডিএফ ফাইল টি কেমন লাগলো কমেন্ট বাক্স এ জানাবেন আপনাদের মতামত পেলে আমরা উৎসাহিত হব এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন:-
PDF FILE DETAILS
FILE NAME:-WBPSC Clerkship Examination Practice Set (www.sikkharpragati.com)
FILE SIZE :- 3 MB
Quality :- High
Format :- Pdf
File Location :- Google Drive
DOWNLOAD : CLICK HERE TO DOWNLOAD