জীবন বিজ্ঞান প্রশ্ন উত্তর পিডিএফ ডাউনলোড করুন (life science question answer pdf )
POLICE,RAIL,GROUP-D,WBCS, PSC, NTPC, RRB etc. exam special.
- কিছু নমুনা নিম্নে আলোচনা করা হলো সম্পূর্ণ টি নিচের ডাউনলোড লিংক থেকে ডাউনলোড করে নিন :-
প্রশ্ন : জীব বিজ্ঞানের জনক কে ?
উত্তর:
এরিস্টটল
প্রশ্ন : কোন জলজ জীবটি বাতাসে নিঃশ্বাস নেয় ?
উত্তর:
শুশুক
প্রশ্ন : ক্লোন পদ্ধতিতে প্রথম ভেড়ার নাম কী ?
উত্তর:
ডলি
প্রশ্ন : সবচেয়ে বড় কোষ কোনটি ?
উত্তর:
উট পাখির ডিম
প্রশ্ন : ফুলকার সাহায্যে শ্বাসকার্য চালায় কোন প্রাণী ?
উত্তর:
মাছ
প্রশ্ন : সাদা রক্তের বা বর্ণহীন রক্তের প্রাণী কোনটি ?
উত্তর:
তেলাপোকা
প্রশ্ন : প্রাণী কোষের পাওয়ার হাউস বলা হয়
কাকে ?
উত্তর:
মাইটোকন্ড্রিয়া
প্রশ্ন : প্রাকৃতিক লাঙ্গল বলা হয় কাকে?
উত্তর:
কেঁচো
প্রশ্ন : বাদুর রাতের বেলা চলাচল করে কিভাবে ?
উত্তর:
আল্ট্রাসনিক সাউন্ড এর মাধ্যমে প্রতিধ্বনি সৃষ্টির করে।
প্রশ্ন : জীবাণু বিদ্যার জনক কে ?
উত্তর:
লুই পাস্তুর
প্রশ্ন : সবচেয়ে ক্ষুদ্র জীব কোনটি ?
উত্তর:
মানব ডিম্বানু
- সম্পূর্ণ টি নিচের ডাউনলোড লিংক থেকে ডাউনলোড করে নিন ::-
PDF FILE DETAILS
FILE NAME:- জীবন বিজ্ঞান প্রশ্ন উত্তর (www.sikkharpragati.com)
FILE SIZE :- 4 MB
Quality :- High
Format :- Pdf
File Location :- Google Drive
DOWNLOAD : CLICK HERE TO DOWNLOAD