ইতিহাসের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর || History important SAQ PDF Download || ইতিহাসের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর পিডিএফ

ইতিহাসের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর || History important SAQ PDF Download || ইতিহাসের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর পিডিএফ

ইতিহাসের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর || History important SAQ PDF Download || ইতিহাসের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর পিডিএফ




কিছু নমুনা প্রশ্ন-উত্তর:


1.    ভারতে মুঘলরা কবে রাজত্ব করে খ্রিস্টীয় ষোড়শ শতক থেকে উনবিংশ শতকের মাঝামাঝি পর্যন্ত (১৫২৬ থেকে ১৮৫৭ সাল) ৷

2.    মুঘল কারা ? –‘মোঙ্গশব্দ থেকে মুঘল শব্দের উৎপত্তি৷ মোঙ্গল নেতা চেঙ্গিস খান এবং তুর্কি নেতা তৈমুরলঙের বংশধররা মুঘল নামে পরিচিত ৷

3.    তৈমুরলঙ কবে ভারত অক্রমণ করেন ১৩৯৮ খ্রিঃ ৷

4.    মুঘলরা আগে কোথায় বাস করত ? – মধ্য এশিয়ার কিছু অঞ্চলে ৷

5.    বাবর আগে কোথায় রাজত্ব করত ? – ১৪৯৪ খ্রিঃ মাত্র ১২ বছর বয়সে বাবর ফরগণা প্রদেশে রাজত্ব করত ৷


6.     বাবর কেন ভারত আক্রমণের সিদ্ধান্ত নেন ফরগনা প্রদেশে শাসন করাকালিন কোন সুস্থায়িত্ব বোধ না করা ও তাছাড়া ক্রমাগত উজবেক ও সাফাবি দের আক্রমণের সম্ভাবনা তাকে সর্বদা তাড়িত করত ৷ উপরন্তু দৌলত খাঁ লোদি ও আলম খাঁ লোদির আমন্ত্রণে তিনি ভারত আক্রমণের সিদ্ধান্ত নেন ৷

7.    “সাফাবিকারা ? – সাফাবিরা ছিল ইরানের একটি রাজবংশ৷ খ্রিস্টিয় ষোড়শ শতক থেকে অষ্টাদশ শতক পর্যন্ত তারা শাসন করে ৷

8.    “উজবেককারা ? – উজবেকরা ছিল মধ্য এশিয়ার একটি তুর্কি জাতি৷ খ্রিস্টিয় ষোড়শ শতক থেকে অষ্টাদশ শতকের মধ্যে তারা মধ্য এশিয়ায় একাধিক রাজ্য গড়ে তোলে ৷

9.    “বাদশাহকে ? – মুঘলরা সার্বভৌম শাসকের ক্ষেত্রে পাদশাহবা বাদশাহউপাধি ব্যবহার করত ৷ এই উপাধির মধ্য দিয়ে তারা বোঝাতে চাইত তাদের শাসন করার ক্ষমতা অন্য কারোর অনুমোদনের উপর নির্ভরশীল নয়৷ বাদশাহএকটি ফরাসি পাদশাহশব্দ থেকে এসেছে ৷ পাদঅর্থাৎ প্রভু শাহকথার অর্থ শাসক ৷


10.   বাবর কবে প্রথম পাদশাহ উপাধি নেন ১৫০৭ সালে কাবুলে থাকার সময় তিনি এই উপাধি নেন ৷




11.   সার্বভৌম শাসক বলতে কি বোঝ সার্বভৌম শাসক বলতে বোঝায় সর্বভূমির উপর যার অধিকার ৷ সর্বভূমি বলতে সমগ্র পৃথিবী নয় বিরাট অঞ্চলের উপর আধিপত্য কে বোঝান হয়েছে৷ বিরাট অঞ্চলের উপর যিনি শাসন করেন , মানুষজন যদি তার শাসন মেনে নেয় তবে তিনি হবেন সার্বভৌম সম্রাট ৷

12.   বাবর কবে ভারতে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন ? – ১৫২৬ খ্রিঃ পানিপথের প্রথম যুদ্ধে ইব্রাহীম লোদী কে পরাজিত করে বাবর মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন ৷

13.   চলদিরানের যুদ্ধ কবে কাদের মধ্য হয় তুরস্কের অটোমন তুর্কি সেনাবাহিনী ১৫১৪ খ্রিঃ চলদিরানের যুদ্ধে সাফাবিদের পরাজিত করে ৷

14.   জামের যুদ্ধ কবে হয় ?- ১৫২৮ খ্রিঃ জামের যুদ্ধে সাফাবিরা উজবেকদের পরাজিত করে ৷

15.   খানুয়ার যুদ্ধ কবে হয় ? ১৫২৭ খ্রিঃ রানা সংগ্রাম সিংহ(রানা সঙ্গ) ও বাবরের মধ্য এই যুদ্ধ হয় , রানা সঙ্গ এই যুদ্ধে পরাজিত হয় ৷

16.   ঘর্ঘরার যুদ্ধ কবে হয় ? -১৫২৯ খ্রিঃ বাবর ও আফগানদের মধ্য ঘর্ঘরার যুদ্ধ হয় ৷

17.   ঘর্ঘরার যুদ্ধে আফগানদের পক্ষ নিয়েছিলেন বাংলার কোন শাসক নসরৎ শাহ ৷

18.   বাবরের মৃত্যু হয় কবে ১৫৩০ খ্রিঃ ৷


19.   বাবরের মৃত্যুর পর দিল্লির মসনদে কে বসেন হুমায়ুন ৷

20.   হুমায়ুনের রাজত্বকালের সময় লেখ ১৫৩০ থেকে ১৫৪০ এবং ১৫৫৫ থেকে ১৫৫৬ .



21.   তৈমুরীয় নীতি অনুযায়ি উত্তরসূরিদের মধ্য যে অঞ্চল ভাগকরার প্রথা এই নীতি কোন মুঘল সম্রাট মানেন নি হুমায়ুন ৷

22.   মুঘলদের দুই প্রধান বিরোধী শক্তির নাম কর রাজপুত ও আফগান ৷

23.   হুমাযুন কার কাছে দুবার পরাজিত হয় শেরশাহের কাছে ৷ ১৫৩৯ খ্রিঃ বিহারে চৌসার যুদ্ধে ও ১৫৪০ খ্রিঃ কনৌজের কাছে বিলগ্রামের যুদ্ধে ৷

24.   হুমায়ুন পরজিত হয়ে দেশ ছেড়ে পালিয়ে গেলে কে আশ্রয় দিয়েছিল পারস্যের সম্রাট শাহ তাহমস্প ৷


25.   আকবরের জন্ম হয় কবে ১৫৪২ খ্রিঃ অমরকোটে ৷

26.   শের খাঁ কি উপাধি নিয়েছিলেন – ‘শাহ’ .

27.   শেরশাহের আগের নাম কিছিল ফরিদ খাঁ ৷

28.   শেরশাহের মৃত্যু হয় কবে ১৫৪৫ খ্রি কালিঞ্জর দুর্গে বারুদে আগুন লেগে ৷

29.   শেরশাহের মত্যুর পর সিংহাসনে কে বসেন তার পুত্র ইসলাম শাহ ৷



30.   হুমায়ুন কিভাবে মারা যান দিল্লির পরানো কেল্লার পাঠাগারের সিঁড়ি থেকে পড়ে গিয়ে ৷

31.   পাট্রা ও কবুলিয়ৎ কে চালু করেন শেরশাহ ৷

32.   সড়ক আজম যার বর্তমান নাম গ্রান্ড ট্রাঙ্ক রোড কে নির্মান করেন শেরশাহ ৷




সম্পূর্ণ টি নিচের ডাউনলোড লিংক থেকে ডাউনলোড করে নিন ::-



File Details:-
File Name :-ইতিহাসের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর
File Format :- PDF
Quality :- High
File Size :-  5  MB
File Location :- Google Drive
Download Link         : Click Here to Download
Direct Download      : Click Here to Download















Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Ads Area