Geography question answer 100+
Police, psc,rail,group-D etc competitive exam special pdf free
-: কিছু নমুনা নিম্নে আলোচনা করা হলো সম্পূর্ণ টি নিচের ডাউনলোড লিংক থেকে ডাউনলোড করে নিন :-
1. পৃথিবীর বায়ুমন্ডলের সর্বনিম্ন স্তরটির নাম কি?
উঃ ঘনমন্ডল বা ট্রোপোস্ফিয়ার।
2. পৃথিবীর বায়ুমন্ডলের সর্বোচ্চ স্তরটির নাম কি?
উঃ বহিঃমন্ডল বা এক্সোস্ফিয়ার। (অনেকের মতে Magnetosphere)
3. সাধারন তাপ হ্রাস-এর হার কত?
উঃ প্রতি ১০০০ মিটারে ৬.৫ ডিগ্রি C
4. কোন অঞ্চলে ট্রোপোস্ফিয়ারের গভীরতা সর্বাধিক ?
উঃ নিরক্ষীয় অঞ্চলে।
5. কোন অঞ্চলে ট্রোপোস্ফিয়ারের গভীরতা সবচেয়ে কম?
উঃ মেরু অঞ্চলে।
6. ট্রোপোস্ফিয়ারের গড় গভীরতা কত?
উঃ সমুদ্রতল থেকে ১২-১৪ কিমি।
7.নিরক্ষীয় অঞ্চলে ট্রোপোস্ফিয়ারের গড় গভীরতা কত?
উঃ ১৭ কিমি।
8. মেরু অঞ্চলে ট্রোপোস্ফিয়ারের গড় গভীরতা কত?
উঃ ০৯ কিমি।
9. ট্রোপোস্ফিয়ারের উর্দ্ধসীমা কি নামে পরিচিত?
উঃ ট্রোপোপজ।
10. ট্রোপোপজ কথাটির অর্থ কি?
উঃ গ্রীক শব্দ ট্রোপোপজ এর অর্থ হল ‘Where The Mixing Stops’ অর্থাৎ যেখানে উচ্চতা ও উষ্ণতার প্রক্রিয়া একাকার হয়ে যায়।
পিডিএফ ফাইল টি কেমন লাগলো কমেন্ট বাক্স এ জানাবেন . আপনাদের মতামত পেলে আমরা উৎসাহিত হব এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন
PDF FILE DETAILS
FILE SIZE : 1 MB
Quality : High
Format : Pdf
File Location : Google Drive
DOWNLOAD : CLICK HERE TO DOWNLOAD
Please do not share any spam link in the comment box