পর্যায় সারণি ধাতু অধাতু মৌল যৌগ PDF: প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় পর্যায় সারণি ধাতু অধাতু মৌল যৌগ PDF থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি পর্যায় সারণি ধাতু অধাতু মৌল যৌগ PDF. নিচে পর্যায় সারণি ধাতু অধাতু মৌল যৌগ PDF টি যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। পর্যায় সারণি ধাতু অধাতু মৌল যৌগ PDF টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।
Also Read:
Download Periodic Table of the Elements
পর্যায় সারণি, ধাতু -অধাতু, মৌল,যৌগ, রাসায়নিক বিক্রিয়া সমন্বিত ভৌত বিজ্ঞানের পিডিএফ ফ্রী ডাউনলোড করুন
পর্যায় সারণি:-পর্যায় সারণি হলো ছকের মাধ্যমে প্রকাশিত রাসায়নিক মৌলসমূহের ধর্মের একটি ধারণাচিত্র। 2012 সাল পর্যন্ত সর্বমোট 118টি মৌল শনাক্ত হয়েছে। প্রত্যেক মৌলের এসব ধারণা আলাদা আলাদাভাবে আয়ত্ত করা অসম্ভব। পর্যায় সারণিতে স্বল্প পরিসরে মৌলসমূহকে তাদের ধর্মের ভিত্তিতে ভাগ করা হয়েছে। পর্যায় সারণি দেখেই আমরা কোনো একটি মৌলের রাসায়নিক আচরণ সম্পর্কে ধারণা করতে পারি। এ অধ্যায়ে পর্যায় সারণির সৃষ্টি থেকে শুরু করে বাস্তবে এর ব্যবহার ও উপকারিতার আলোচনা করা হয়েছে।
Periodic Table of the Elements
ধাতু:- সাধারণত আমরা জানি, যে সকল মৌল চকচক করে, আঘাত করলে শব্দ হয়, তাপ ও বিদ্যুৎ পরিবহন করতে পারে তাদেরকে ধাতু বলে।
ধাতুর ইলেকট্রন ত্যাগের ধর্মকে বলা হয় ধাতব ধর্ম। পর্যায় সারণির যত বাম থেকে ডানে যাওয়া হয় মৌলসমূহের ধাতব ধর্ম তত হ্রাস পায়।
অধাতু:- যে সকল মৌল চকচক করে না, আঘাত করলে শব্দ হয় না, তাপ ও বিদ্যুৎ পরিবহন করতে পারে না তাদেরকে অধাতু বলে।
ধাতুর ইলেকট্রন গ্রহণের ধর্মকে বলা হয় অধাতব ধর্ম। পর্যায় সারণির যত বাম থেকে ডানে যাওয়া হয় মৌলসমূহের অধাতব ধর্ম তত বৃদ্ধি পায়।
অপধাতু বা অর্ধধাতু:- পর্যায় সারণিতে কিছু মৌল রয়েছে যারা কোন কোন সময় ধাতুর মতো আচরণ করে আবার কোন কোন সময় অধাতুর মতো আচরণ করে। এদেরকে অপধাতু বা অর্ধধাতু বলা হয়ে থাকে।
সাধারণত পর্যায় সারণির যে কোন একটি পর্যায়ের বাম দিকে ধাতু, মাঝখানে অপধাতু এবং ডান দিকে অধাতু থাকে। চলো এক নজরে দেখে নেই পর্যায় সারণিতে ধাতু, অপধাতু এবং অধাতু এর অবস্থান।
এছাড়া আরো বিস্তারিত তথ্য আপনারা নিচের পিডিএফ টি করে পেয়ে যাবেন
পিডিএফ ফাইল টি কেমন লাগলো কমেন্ট বাক্স এ জানাবেন . আপনাদের মতামত পেলে আমরা উৎসাহিত হব এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন
PDF FILE DETAILS
FILE SIZE : 3.8 MB
Quality : High
Format : Pdf
File Location : Google Drive
DOWNLOAD : CLICK HERE TO DOWNLOAD
Also Read:
Please do not share any spam link in the comment box