Online Quiz in Bengali ( No-22) Live





Online Quiz in Bengali ( No-22) Live
Mocktest 
বাংলা কুইজ
Online Quiz in Bengali ( No-22) Live
শিশু শিক্ষা  

Online Quiz for Wbcs, Police, psc,rail,group-D etc competitive exam special 



Online Gk Quiz ( Child psycholog)  

 মকটেস্ট দিন আর নিজেকে যাচাই করে নিন ➤  

Mock Test - 22

➤ পূর্ণমান -   20 । সময় 5 মিনিট



  1. একজন বুদ্ধিমান ছাত্রের সন্ধান পেলে আপনি কি করবেন - শিক্ষক হিসেবে-

  2. সে যাতে আরো উন্নতিকরতে পারে তার জন্য তাকে উদীপ্ত করবেন
    তার জন্য গর্ববোধ করবেন
    তাকে অতিরিক্ত বাড়ির কাজ দেবেন না
    সে যে বুদ্ধিমান সেই খবরটা তার পিতামাতাকে দেবেন


  3. ক্লাসে কিছু ছাত্র পড়াশোনায় মন দিতে চাইছে না শিক্ষক হিসেবে আপনি কি করবেন -

  4. প্রধান শিক্ষককে জানাবেন এই বলে ভয় দেখাবেন
    তাদের পড়তে বাধ্য করবেন
    তারা যে বিষয়ে আগ্রহী সে বিষয়ে তাদের কিছু বলবেন
    ক্লাস থেকে বাইরে বের করে দেবেন


  5. শিশুর বিকাশ একটি বিষয় যাতে -

  6. শিশু প্রাপ্তবয়স্ক এবং বয়স্কদের মধ্যে তুলনামূলক আলোচনা
    জীবনের নানা আচরণ ব্যাখ্যা করা হয়
    মানুষের দক্ষতার পরিবর্তন পর্যালোচনা করা হয়
    শিশুর ধারণাসংক্রান্ত ,সামাজিক এবং অন্যান্য ক্ষমতা ও দক্ষতার ধারাবাহিক পরিবর্তন নিয়ে আলোচনা করা হয়


  7. আচরণ সংশোধনের যে প্রক্রিয়ায় সঠিক প্রতিক্রিয়ার ওপর গুরুত্ব দেওয়া হয় সেটি হল -

  8. হার্বার্টের পাঁচটি ধাপ
    থর্নডাইকের ল অব এফেক্ট
    থর্নডাইকের ল অব এক্সারসাইজ
    লক এর ট‍্যাবুলা রাসা


  9. নিচের কোন নীতি অনুযায়ী বিকাশ একটি অন্তহীন পক্রিয়া -

  10. সান্নিধ্যের নীতি
    আন্তঃ সম্পর্কের নীতি
    একীভবনের নীতি
    ধারাবাহিকতার নীতি


  11. বিমূর্ত ভাবনা এর একটি বৈশিষ্ট্য -

  12. সেমি মোটর স্টেজ
    ফর্মাল অপরেশনাল স্টেজ
    প্রি অপারেশনাল স্টেজ
    কংক্রিট অপরেশনাল স্টেজ


  13. বুদ্ধি ও বিকাশ সব মানুষের ক্ষেত্রেই পূর্বনির্ণীত ধারাবাহিকতা অনুস্বরণ করে তবুও এগুলি সক্রিয় -

  14. নির্দিষ্ট করয়েকজন মানুষের ক্ষেত্রে
    কিছু মানুষের ক্ষেত্রে
    সমস্ত মানুষের ক্ষেত্রে
    প্রতিটি মানুষের ক্ষেত্রে


  15. বুদ্ধি নিয়ন্ত্রিত হয় -

  16. খাদ্য দ্বারা
    বংশানুক্রমিক দ্বারা
    পরিবেশ দ্বারা
    উপরের সবগুলিই


  17. সহপাঠী ও বন্ধুরা একটি শিশুর ওপর বিশেষ প্রভাব বিস্তার করে -

  18. বয়ঃ সন্ধিতে
    প্রাপ্তবয়স্কতায়
    শৈশবে
    কৈশোরে


  19. সমাজিকিকরণের সর্বাধিক গুরুত্বপূর্ণকর্তা -

  20. গণমাধ্যম
    পরিবার
    সম্প্রদায়
    স্কুল




আগে নিজে চেষ্টা করুন,উত্তর নিচে দেওয়া আছে 👇


কত পেলেন আমাদের পেজের নিচে দেওয়া কমেন্ট বক্সে জানান






➤ উত্তর পত্র:-

1-A

2-C
3-D
4-B
5-D
6-A
7-C
8-D
9-A
10-B














Post a Comment

1 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Please do not share any spam link in the comment box

Ads Area