Online Quiz in Bengali ( No-21) Live

Online Quiz in Bengali ( No-21) Live




Online Quiz in Bengali ( No-21) Live
Mocktest 
বাংলা কুইজ
Online Quiz in Bengali ( No-21) Live


Online Quiz for Wbcs, Police, psc,rail,group-D etc competitive exam special 



Online Gk Quiz( Life science  ) 

 মকটেস্ট দিন আর নিজেকে যাচাই করে নিন ➤  

Mock Test - 21

➤ পূর্ণমান - 20  । সময় 5 মিনিট




  1. রক্তে লোহিতকণিকার পরিমান বৃদ্ধিকে বলে -

  2. লিউকসাইথিমিয়া
    অলিগসাইথিমিয়া
    পলিসাইথিমিয়া
    লিউকোসিনিয়া


  3. উদরাময় রোগের জন্য দায়ী কোন প্রোটোজোয়া-

  4. প্লাসমোডিয়াম ভাইভ‍্যাক্স
    জিয়ারডিয়া ইনস্টিনালিস
    লিসম‍্যানিয়া ডেনোভ‍্যানি
    এন্টা মিবা হিস্টোলাইটিকা


  5. ধুতুরা গাছের পাতা ও ফল থেকে কোন উপাক্ষার পাওয়া যায়-

  6. ডাটুরিন
    থেইন
    মরফিন
    ক‍্যাফিন


  7. মধুমালাই সংরক্ষিত বণাঞ্চল কোন রাজ্যে অবস্থিত -

  8. তামিলনাড়ু
    কেরালা
    কর্ণাটক
    অন্ধপ্রদেশ


  9. নিচের কোনটি স্বভোজী কিন্ত পরাশ্রয়ী উদ্ভিদ -

  10. ব্যাক্টেরিয়া
    ছত্রাক
    অক্রিড
    শৈবাল

  11. ডায়নাসোর কোন শ্রেনিভুক্ত -

  12. উভচর
    সরীসৃপ
    পক্ষী
    স্তন্যপায়ী

  13. কোয়ালা ভল্লুক কোন দেশে দেখা যায় -

  14. গ্রিনল্যান্ড
    কেনিয়া
    আর্জেন্টিনা
    ব্রাজিল


  15. হিমোগ্লোবিন কোন ধাতু পাওয়া যায়

  16. দস্তা
    লোহা
    ম্যাগনেসিয়াম
    তামা


  17. কোন পাখির নাসারন্ধ পিছনের দিকে -

  18. রবিন
    দাঁড়কাক
    কিউই
    খঞ্জনা


  19. প্রথম বাঁদরের ক্লোনিন করা হয় কোন দেশে -

  20. রাশিয়ায়
    মার্কিনযুক্তরাষ্ট্রে
    ফ্রান্সে
    স্কটল্যান্ডে





আগে নিজে চেষ্টা করুন,উত্তর নিচে দেওয়া আছে 👇


কত পেলেন আমাদের পেজের নিচে দেওয়া কমেন্ট বক্সে জানান






➤ উত্তর পত্র:-
1-C
2-B
3-A
4-A
5-C
6-B
7-A
8-B
9-C
10-D


















Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Ads Area