Online Quiz in Bengali ( No-17) Live

Online  Quiz  in Bengali ( No-17) Live





Online Quiz for Wbcs, Police, psc,rail,group-D etc competitive exam special 



Online Gk Quiz (Geography)
Live 

 মকটেস্ট দিন আর নিজেকে যাচাই করে নিন ➤  

Mock Test -17

➤ পূর্ণমান - 20  । সময় 5 মিনিট




  1. তামিলনাডু রাজ্যের উচ্চতম পর্বত শৃঙ্গ হল --

  2. দোদাবেত্তা ।
    ধুপগর ।
    মহেন্দ্রগিরি ।
    কডাইকোনাল ।


  3. নিম্নলিখিত পর্বত গুলির মধ্যে কোনটি পশ্চিমঘাটে অবস্থিত নয় -

  4. নীলগিরি ।
    আন্নামালাই ।
    পালকোন্ডা ।
    ইলিইচি ।


  5. নিম্নলিখিত বক্তব্য গুলির মধ্যে কোনটি সঠিক নয় -

  6. জানুয়ারি মাসে জেট স্টিমের অবস্থান হিমালয়ের দক্ষিণ দিকে পশ্চিম থেকে পূর্বদিকে প্রবাহিত হয় ।
    জেট বায়ু প্রবাহের পশ্চিমী শাখা ভারতে শীতকালীন ঘূর্ণবাত আনে ।
    প্রত্যাবর্তন কালীন মৌসুমী বায়ু আরব সাগর থেকে আদ্রতা গ্রহণ করে ।
    পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে উত্তর পশ্চিম ভারত এবং তামিলনাড়ুতে বৃষ্টিপাত হয় ।

  7. ভারত কর্কটক্রান্তি রেখার পরিবর্তে নিরক্ষরেখার উপর অবস্থিত হলে এখনকার জলবায়ুর কী পরিবর্তন দেখা যেত -

  8. তাপমাত্রার বৃদ্ধি এবং বৃষ্টিপাতের পরিমান হ্রাস ।
    তাপমাত্রা বৃদ্ধি এবং বৃষ্টিপাত বৃদ্ধি ।
    তাপমাত্রার হ্রাস এবং বৃষ্টিপাত হ্রাস ।
    তাপমাত্রার কোন পরিবর্তন ঘটবে না ।


  9. দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রবেশের নিরিখে নিম্নলিখিত রাজ্যগুলিকে ক্রমানুসারে সাজালে হবে -

  10. কলকাতা, তিরুবন্তপুরম, নাগপুর ,আমেদাবাদ ।
    তিরুবন্তপুরম, কলকাতা, নাগপুর, আহমেদাবাদ ।
    তিরুবন্তপুরম,নাগপুর,আহমেদাবাদ,কলকাতা ।
    তিরুবন্তপুরম,কলকাতা,আহমেদাবাদ,নাগপুর ।


  11. ভারতে কোন রাজ্যে সর্বাধিক চন্দন গাছ দেখা যায় ?

  12. কেরল ।
    কর্ণাটক ।
    অসম ।
    মধ্যপ্রদেশ ।


  13. নিম্নলিখিত বক্তব্য গুলির কোনটি সঠিক নয় ?

  14. উত্তরের সমভূমির মৃত্তিকা অধঃক্ষেপন দ্বারা গঠিত ।
    খাদর মৃত্তিকা পিডমোন্ট সমভূমিতে দেখা যায় ।
    তামিলনাড়ু এবং অন্ধপ্রদেশে লোহিত মৃত্তিকা দেখা যায় ।
    স্থানান্তরিত কৃষির মাধ্যমে মাটির উর্বরতা ও আদ্রতা বৃদ্ধি পায় ।


  15. ভারতে কোন রাজ্যে সর্বাধিক পরিমানে তাপবিদ্যুৎ উৎপাদিত হয় ?

  16. তামিলনাড়ু ।
    বিহার ।
    ছত্রিশগড় ।
    উত্তরপ্রদেশ ।


  17. ভারতে প্রথম wave Energy Project নির্মিত হয়েছে ?

  18. কান্দলা ।
    বিঝিঙ্গম ।
    কারওয়াড ।
    ধারওয়ারা ।


  19. ভারতে ছাঙপা গোষ্ঠী বিষয়ে নিচের কোন বক্তব্যটি সঠিক ?

  20. এই গোষ্ঠী মূলত উত্তরাখণ্ডে বসবাস করে ।
    এই গোষ্ঠী পশ্চিমা ভেড়া পালন করে যার থেকে উত্তম মানের উষ্ণ পশম পাওয়া যায় ।
    এই গোষ্ঠী তপসিলী গোষ্ঠী ভুক্ত ।
    B এবং C ।



আগে নিজে চেষ্টা করুন,উত্তর নিচে দেওয়া আছে 👇


কত পেলেন আমাদের পেজের নিচে দেওয়া কমেন্ট বক্সে জানান






➤ উত্তর পত্র:-

1-A,

 2-A,

 3-B, 

4-B

5-C, 

6-B,

 7-D, 

8-C, 

9-B, 

10-D.














Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Ads Area