লিভার এর প্রকারভেদ ও উদাহরণ
Types and examples of liver
Types and examples of liver Pdf in Bengali লিভার এর প্রকারভেদ ও উদাহরণ
হ্যালো বন্ধুরা,
আপনারা নিশ্চয়ই বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন। আজ "শিক্ষার প্রগতি" আপনাদের সাথে শেয়ার শেয়ার করছে লিভার এর প্রকারভেদ ও উদাহরণ,যা আপনাদেরকে বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষায় ভীষণভাবে সাহায্য করবে। বিগত পরীক্ষা গুলিতে এ থেকে প্রশ্ন কমন এসেছে তাই আশা করছি আবারও পরীক্ষায় আসতে পারে, তাই আর দেরী না করে নিচের দেওয়া লিংক থেকে PDF ফাইলটি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করে নিন।
আপনারা নিশ্চয়ই বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন। আজ "শিক্ষার প্রগতি" আপনাদের সাথে শেয়ার শেয়ার করছে লিভার এর প্রকারভেদ ও উদাহরণ,যা আপনাদেরকে বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষায় ভীষণভাবে সাহায্য করবে। বিগত পরীক্ষা গুলিতে এ থেকে প্রশ্ন কমন এসেছে তাই আশা করছি আবারও পরীক্ষায় আসতে পারে, তাই আর দেরী না করে নিচের দেওয়া লিংক থেকে PDF ফাইলটি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করে নিন।
বিভিন্ন Competitive Exam-এ আসার মতো সঙ্গে PDF-ও থাকছে ,সুতরাং প্রশ্ন গুলি পড়েনিন আর নিচে দেওয়া লিংক থেকে PDFটি ডাউনলোড করে নিন
কিছু নমুনা প্রশ্নোত্তর নিচে আলোচনা করা হল আগে দেখুন তারপর ডাউনলোড করুন :-
Types and examples of liver Pdf in Bengali লিভার এর প্রকারভেদ ও উদাহরণ
দৈনন্দিন জীবনে আমরা ছুরি, কাঁচি, সুপারিকাটা যাঁতি প্রভৃতি নানা রকম জিনিস ব্যবহার করে থাকি। ওইসব জিনিসের প্রত্যেকটিই এক একটি সরল যন্ত্র। এই সরল যন্ত্রগুলোকে বলে লিভার।
লিভার সাধারণত তিন শ্রেণির হয় যথা-
১) প্রথম শ্রেণির লিভার,
২) দ্বিতীয় শ্রেণির লিভার এবং
৩) তৃতীয় শ্রেণির লিভার।
Types and examples of liver Pdf in Bengali লিভার এর প্রকারভেদ ও উদাহরণ
আরো পড়ুন :
১) ভার বিন্দু ও বল বিন্দুর মধ্যবর্তী স্থানে যদি ফালক্রামের অবস্থান হয়, তাহলে তাকে প্রথম শ্রেণির লিভার বলে। কাঁচি এ ধরনের একটি লিভার।
২) দ্বিতীয় শ্রেণির লিভারে ভার বিন্দু থাকে ফালক্রাম ও বল বিন্দুর মধ্যে। ঠেলাগাড়ি ও সুপারিকাটা যাঁতি এ ধরনের লিভার।
৩) তৃতীয় শ্রেণির লিভারে বল বিন্দুর অবস্থান হয় ভার বিন্দু ও ফালক্রামের মধ্যে। লাঙ্গল, সাঁড়াশি বা চিমটা হলো এই শ্রেণির লিভার। সব শ্রেণির লিভারের ক্ষেত্রেই বল বাহুর দৈর্ঘ্য, ভার বাহুর দৈর্ঘ্য থেকে বেশি হয়। এর ফলে লিবারের যান্ত্রিক সুবিধা বর্ধিত হয়।
পিডিএফ ডাউনলোড করবার জন্য নিচে যান
Types and examples of liver Pdf in Bengali লিভার এর প্রকারভেদ ও উদাহরণ
আরো পড়ুন :
নিচে পিডিএফ ফাইল টি ডাউনলোড করুন
পিডিএফ ফাইল টি কেমন লাগলো কমেন্ট বাক্স এ জানাবেন .
আপনাদের মতামত পেলে আমরা উতসাহিত হব
PDF FILE DETAILS
FILE SIZE : 322 kb
Quality : High
Format : Pdf
File Location : Google Drive
DOWNLOAD : CLICK HERE TO DOWNLOAD
Please do not share any spam link in the comment box