বৈদিক সাহিত্য পিডিএফ - Vedic literature in Bengali PDF For Competitive Exams


বৈদিক সাহিত্য
বৈদিক সাহিত্য পিডিএফ - Vedic literature in Bengali PDF For Competitive Exams
                    আপনারা নিশ্চয়ই  বিভিন্ন প্রতিযোগিতামূলক  পরীক্ষার জন্য প্রস্তুতি   নিচ্ছেন। আজ "শিক্ষার প্রগতি" আপনাদের সাথে শেয়ার শেয়ার করছে বৈদিক সাহিত্য       ,যা আপনাদেরকে বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষায়  ভীষণভাবে সাহায্য করবে। বিগত পরীক্ষা গুলিতে এ থেকে প্রশ্ন কমন এসেছে তাই আশা করছি আবারও পরীক্ষায় আসতে পারে, তাই আর দেরী না করে নিচের দেওয়া লিংক থেকে PDF ফাইলটি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করে নিন।




হ্যালো বন্ধুরা,    



কিছু নমুনা প্রশ্নোত্তর নিচে আলোচনা করা হল আগে দেখুন তারপর ডাউনলোড করুন :-


1) বেদ শব্দের অর্থ কি? -- বেদ শব্দের অর্থ *জ্ঞান* ।

2) বেদ কোন চার ঋষি কে ঈশ্বর দিয়েছেন ? -- *অগ্নি,  বায়ু,  আদিত্য ও অঙ্গিরা* ।

3) বেদ কে কতো ভাগে ভাগ করা হয় ? -- চার ভাগে,  ঋক্, সাম, য়জু ও অথর্ব ।

4) ঋগ্বেদে কয়টি মন্ডল ( chapter) ও কয়টি সুক্ত (hymns) আছে ?
- *- ঋগ্বেদে দশটি মন্ডল ও 1028 টি সুক্ত আছে 11 টি বালখিল্য সহ* ।

5) বেদ কে "ত্রয়ী" বলা হয় কেন? -- বেদের মন্ত্র গুলি *পদ্য , গদ্য ও গান* , এই তিনভাবে প্রকাশিত বলে বেদকে " *ত্রয়ী* " বলা হয় ।


*তরুন গোয়েল সহ_ বেশিরভাগ চাকরির পরীক্ষার বই ও বামপন্থীদের লেখা  ইতিহাস বই তে আছে যে ঋক্, সাম ও য়জু, এই তিন বেদ কে একত্রে ত্রয়ী বলা হয় , এটা সম্পূর্ণ ভুল কথা । বেদ না পড়ে কল্পনা বিলাসী হবার ফল ।*

6) *বেদাঙ্গ কি* ? -- যে বিষয়গুলো বেদ কে  বোধগম্য  হতে সহায়তা করে এমন ছয়টি বিষয় কে *বেদাঙ্গ বা ষড়ঙ্গ* বলে । এগুলি হলো *শিক্ষা* (deals with pronunciation) ,  *কল্প* ( deals with rituals) , *ব্যকরণ* (grammar) , *নিরুক্ত* (etymology) , *ছন্দ* (meter)  ও *জ্যোতিষ* (astronomy )।

7) *উপাঙ্গ* কি ? --- বেদের জ্ঞানের উপর ভিত্তি করে ঋষিরা যে ছয়টি দর্শন প্রণয়ন করেন , সেই ছয়টি দর্শন কে *ষড়দর্শন বা উপাঙ্গ* বলে । এগুলি হলো *ঋষি গৌতমের ন্যায় বা তর্ক শাস্ত্র , ঋষি কণাদের বৈশেষিক* ( এখানেই পরমানুবাদ আছে ) , *ঋষি কপিলের সাংখ্য,  ঋষি পতঞ্জলীর যোগ , ঋষি জৈমিনির  পূর্ব মীমাংসা ও ঋষি ব্যাসদেবের ব্রহ্মসূত্র বা উত্তর মীমাংসা বা বেদান্ত* ।

8) *উপবেদ কয়টি ও কি কি* ? -- *উপবেদ চারটি* , *ধনুর্বেদ* বা যুদ্ধবিদ্যা,  *গন্ধর্ববেদ* বা সঙ্গীতবিদ্যা,  *শিল্পবেদ* বা   শিল্পবিদ্যা ও *আয়ুর্বেদ* বা চিকিৎসাবিদ্যা ।

9) প্রতিটি বেদের কয়টি ভাগ ? -- প্রতিটি বেদের *চারটি* ভাগ , *সংহিতা , ব্রাহ্মণ,  আরণ্যক ও উপনিষদ* ।

যদিও বৈদিক পন্ডিত রা কেবলমাত্র সংহিতা অংশ কেই বেদের অংশ বলে মানেন । বাকিগুলো কিন্তু মনুষ্য রচিত , তাই বেদের অংশ মানা হয় না ।

10) কোন ব্রাহ্মণ কোন বেদের সাথে যুক্ত?


-- *ঋগ্বেদের* সাথে *কৌশেতকী* ও *ঐতরেয়* ব্রাহ্মণ ।

 *সামবেদে* র সাথে *জৈমেনেয় ব্রাহ্মণ* ।

 *য়জুর্বেদে* র সাথে *তৈত্তেরেয় ও শতপথ ব্রাহ্মণ* ।

 *অথর্ব* বেদের সাথে *গোপথ ব্রাহ্মণ* ।




About This File  

Subject of PDF : বৈদিক সাহিত্যLanguage : BENGALISize :  1 MB Quality : High Format : PdfFile Location : Google Drive


Click here to Download






































Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Ads Area