General knowledge human body



General knowledge human body   

 https://www.sikkharpragatirakesh.tk   


provided by শিক্ষার প্রগতি  


১. প্রশ্ন : একজন স্বাভাবিক স্বাস্থ্যবান মানুষ ২৪ ঘণ্টায় কত বার শ্বাস প্রশ্বাস নেয়?
উত্তর : ২৩,০৪০ বার।
২. প্রশ্ন : একজন পূর্ণবয়স্ক মানুষের হৃৎপিণ্ড দিনে কত লিটার রক্ত পাম্প করে?
উত্তর : ৬,০০০-৭,৫০০ লিটার।
৩. প্রশ্ন : মানুষ প্রতিরাতে গড়ে কত মিনিট স্বপ্ন দেখে?
উত্তর : ১-১.৫ মিনিট।
৪. প্রশ্ন : একজন সুস্থ স্বাভাবিক মানুষের হৃৎপিণ্ড দিনে কত বার স্পন্দিত হয়?
উত্তর : ১,৩০,৬৮০ বার।
৫. প্রশ্ন : মানুষের মাথার মগজের কি পরিমাণ কোষ কোনো না কোনো কাজ করে?
উত্তর : ৭০ লক্ষ।
৬. প্রশ্ন : মাথার চুল দিনে গড়ে কতটুকু বাড়ে?
উত্তর : ০.০১৭১৪ ইঞ্চি।
৭. প্রশ্ন : সকালের তুলনায় সন্ধ্যায় উচ্চতা কতটুকু হ্রাস পায়?
উত্তর : ১ সেন্টিমিটার।
৮. প্রশ্ন : মানব শরীরে কতটুকু পানি ও কার্বন রয়েছে?
উত্তর : ৭০% পানি ও ১৮% কার্বন।
৯. প্রশ্ন : একজন মানুষের চামড়ার ওপর কি পরিমাণ লোমকূপ রয়েছে?
উত্তর : ১ কোটি।
১০. প্রশ্ন : মানুষের মস্তিষ্ক কি পরিমাণ গন্ধ বুঝতে পারে?
উত্তর : প্রায় ১০,০০০।
১১. প্রশ্ন : একজন মানুষের রক্তের পরিমাণ শরীরের ওজনের কত ভাগ?
উত্তর : ১৩ ভাগের এক ভাগ।
১২. প্রশ্ন : দেহের সব শিরাকে পাশাপাশি সাজালে কতটুকু জমির প্রয়োজন?
উত্তর : দেড় একর জমি।
১৩. প্রশ্ন : মানুষ চোখ খুলে কী করতে পারে না?
উত্তর : হাঁচি দিতে পারে না।
১৪. প্রশ্ন : মানুষের দেহের সবচেয়ে শক্তিশালী পেশী কোনটি?
উত্তর : জিহ্বা।
১৫. প্রশ্ন : মানবদেহের সবচেয় বড় হাড় কোনটি?
উত্তর : পাঁজর।
১৬. প্রশ্ন : মানবদেহের সবচেয় ক্ষুদ্রতম হাড় কোনটি?
উত্তর : কানের হাড়।
১৭. প্রশ্ন : আমরা কয়টি হাড় নিয়ে জন্মগ্রহণ করি?
উত্তর : ৩০০ হাড়।
১৮. প্রশ্ন : প্রাপ্ত বয়স্ক হওয়ার পর আমাদের দেহে কয়টি হাড় থাকে?
উত্তর : ২০৬টি।
১৯. প্রশ্ন : আমাদের চোখের একটি পাপড়ি কত দিন বেঁচে থাকে?
উত্তর : ১৫০ দিন। এরপর নিজে থেকেই ঝরে যায়।
২০. প্রশ্ন : আমাদের মাথার খুলি কত ধরনের ভিন্ন ভিন্ন হাড় দিয়ে তৈরি?

উত্তর : ২৬ ধরনের।










 আপডেট পেতে আমার চ্যানেলে যুক্ত হন👎
plz like share and comment

রোজ আপডেট পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন 👇

       
                 👆

(বাধ্যতামূলক নয়) যদি পরবর্তী আপডেট পেতে চান তবেই করুন


যেকোনো চাকুরীর পরীক্ষা প্রস্তুতিতে আপনাদের সাথে "শিক্ষার প্রগতি " । আপনাদের প্রয়োজনীয় সামগ্রীর কথা মাথায় রেখেই  আপনাদের জন্য নিয়ে আসি দরকারি তথ্য / PDF/নোটস/ পেপার ।

"শিক্ষার প্রগতি" হল শিক্ষার  এর একটি অবিচ্ছেদ্য অংশ এবং শিক্ষা সংক্রান্ত  সমস্ত সুবিধাই বিনামূল্যের । " শিক্ষার প্রগতি " সমস্ত কিছুই বিনামূল্যের ডাউনলোড করতে পারেন । সাপ্তাহিক পত্রিকাগুলি ও " শিক্ষার প্রগতি " এর সমস্ত update আপনি পেতে পারেন এর জন্য আপনাকে like share comment ও join করে আমাদের সাইট এ সক্রিয় থাকতে হবে।


 https://www.sikkharpragatirakesh.tk

Post a Comment

1 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Please do not share any spam link in the comment box

Ads Area