পরিবেশ বিদ্যা থেকে কতকগুলি প্রয়োজনীয় প্রশ্ন উত্তর



 পরিবেশ বিদ্যা



 পরিবেশ বিদ্যা থেকে কতকগুলি প্রয়োজনীয় প্রশ্ন উত্তর




provided by শিক্ষার প্রগতি  


Dear Readers,

Are you Looking for Weekly Bengali /English Job News Paper? Here, is the best place for you. You can easily download all Bengali/English Job Newspaper like Karmasangsthan, Karmakhetra, Sikha, Chakri o Khela,Karmasanskriti, KaPapeer, various kind of book , Paper pdf file download. Most of the students waiting for this weekly Bengali Job Newspaper. But all the students cannot buy this Paper. So we give you the PDF version of all this newspaper.

বিষয় :- পরিবেশবিদ্যা


(প্রাইমারি টেট স্পেশাল)


১. পৃথিবীর বায়ুমন্ডলের উর্দ্ধসীমা কত?

উঃ ভূ-পৃষ্ঠ থেকে প্রায় ১০,০০০ কিমি।

২. পৃথিবীর বায়ুমন্ডলে কোন গ্যাসের পরিমান সর্বাধিক?

উঃ নাইট্রোজেন (৭৮.০৮%)।

৩. পৃথিবীর বায়ুমন্ডলে অক্সিজেন গ্যাসের গড় পরিমান কত?

উঃ ২০.৯৪%।

৪. পৃথিবীর বায়ুমন্ডলে কার্বন ডাই অক্সাইড গ্যাসের গড় পরিমান কত?

উঃ ০.০৩%।

৫. পৃথিবীর বায়ুমন্ডলে কোন নিস্ক্রিয় গ্যাসের পরিমান সর্বাধিক?

উঃ আর্গন (০.৯৩%)।

৬. পৃথিবীর বায়ুমন্ডলে ওজোন গ্যাসের গড় পরিমান কত?

উঃ ০.০০০০৬%।

৭.এরোসোল কি?

উঃ পৃথিবীর বায়ুমন্ডলে জলীয় বাষ্প এবং অতি সূক্ষ ধূলিকণা, লবণ কণা প্রভৃতি জৈব ও অজৈব কণাগুলিকে একত্রে এরোসোল বলে।

৮. পৃথিবীর বায়ুমন্ডলের সমমন্ডল অঞ্চলের বিস্তৃতি কত?

উঃ ভূ-পৃষ্ঠ থেকে প্রায় ৮৫ কিমি পর্যন্ত।

৯. পৃথিবীর বায়ুমন্ডলের বিষমমন্ডল অঞ্চলের বিস্তৃতি কত?

উঃ ভূ-পৃষ্ঠের উর্দ্ধে ৮৫ কিমি থেকে ১০,০০০ কিমি পর্যন্ত।

১০. পৃথিবীর বায়ুমন্ডলের সর্বনিম্ন স্তরটির নাম কি?

উঃ ঘনমন্ডল বা ট্রোপোস্ফিয়ার।

১১. পৃথিবীর বায়ুমন্ডলের সর্বোচ্চ স্তরটির নাম কি?

উঃ বহিঃমন্ডল বা এক্সোস্ফিয়ার (অনেকের মতে ম্যাগনেটোস্ফিয়ার)।

১২. সাধারন তাপ হ্রাস-এর হার কত?

উঃ প্রতি ১০০০ মিটারে ৬.৫ ডিগ্রি C।

১৩. কোন অঞ্চলে ট্রোপোস্ফিয়ারের গভীরতা সর্বাধিক ?

উঃ নিরক্ষীয় অঞ্চলে।

১৪. কোন অঞ্চলে ট্রোপোস্ফিয়ারের গভীরতা সবচেয়ে কম?

উঃ মেরু অঞ্চলে।

১৫. ট্রোপোস্ফিয়ারের গড় গভীরতা কত?

উঃ সমুদ্রতল থেকে ১২-১৪ কিমি।

১৬.নিরক্ষীয় অঞ্চলে ট্রোপোস্ফিয়ারের গড় গভীরতা কত?

উঃ ১৭ কিমি।

১৭. মেরু অঞ্চলে ট্রোপোস্ফিয়ারের গড় গভীরতা কত?

উঃ ০৯ কিমি।

১৮. ট্রোপোস্ফিয়ারের উর্দ্ধসীমা কি নামে পরিচিত?

উঃ ট্রোপোপজ।

১৯. ট্রোপোপজ কথাটির অর্থ কি?

উঃ গ্রীক শব্দ ট্রোপোপজ এর অর্থ হল 'Where The Mixing Stops' অর্থাৎ যেখানে উচ্চতা ও উষ্ণতার প্রক্রিয়া একাকার হয়ে যায়।

২০. ট্রোপোপজ শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করেন?
উঃ স্যার নেপিয়ার শাহ্।





 আপডেট পেতে আমার চ্যানেলে যুক্ত হন👎
plz like share and comment

রোজ আপডেট পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন 👇


       
                 👆

(বাধ্যতামূলক নয়) যদি পরবর্তী আপডেট পেতে চান তবেই করুন


যেকোনো চাকুরীর পরীক্ষা প্রস্তুতিতে আপনাদের সাথে "শিক্ষার প্রগতি " । আপনাদের প্রয়োজনীয় সামগ্রীর কথা মাথায় রেখেই https://chat.whatsapp.com/DFD7FmzEbdR28RU3lKtNBT আপনাদের জন্য নিয়ে আসি দরকারি তথ্য / PDF/নোটস/ পেপার ।

"শিক্ষার প্রগতি" হল শিক্ষার  এর একটি অবিচ্ছেদ্য অংশ এবং শিক্ষা সংক্রান্ত  সমস্ত সুবিধাই বিনামূল্যের । " শিক্ষার প্রগতি " সমস্ত কিছুই বিনামূল্যের ডাউনলোড করতে পারেন । সাপ্তাহিক পত্রিকাগুলি ও " শিক্ষার প্রগতি " এর সমস্ত update আপনি পেতে পারেন এর জন্য আপনাকে like share comment ও join করে আমাদের সাইট এ সক্রিয় থাকতে হবে।

 https://www.sikkharpragatirakesh.tk

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Ads Area