কতকগুলি কবি সাহিত্যিক এর জীবনী




কতকগুলি কবি সাহিত্যিক এর জীবনী  

 https://www.sikkharpragatirakesh.tk   


provided by শিক্ষার প্রগতি  


রবীন্দ্রনাথ ঠাকুর( ৭ই মে ১৮৬১- ৭ আগষ্ট, ১৯৪১)

 *কবি, ঔপন্যাসিক, সংগীতস্রষ্টা,নাট্যকার, চিত্রকর, ছোটগল্পকার,প্রাবন্ধিক, অভিনেতা, কণ্ঠশিল্পী ও দার্শনিক।
*বাংলা ভাষার সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক। গুরুদেব, কবিগুরু ও বিশ্বকবি অভিধায় ভূষিত করা হয়।
*৫২টি কাব্যগ্রন্থ, ৩৮টি নাটক, ১৩টি উপন্যাস ও ৩৬টি প্রবন্ধ ও অন্যান্য গদ্যসংকলন তাঁর জীবদ্দশায় বা মৃত্যুর অব্যবহিত পরে প্রকাশিত হয়। 
*তাঁর সর্বমোট ৯৫টি ছোটগল্প ও ১৯১৫টি গান যথাক্রমে গল্পগুচ্ছ ও গীতবিতান সংকলনের অন্তর্ভুক্ত হয়েছে। 
*যাবতীয় প্রকাশিত ও গ্রন্থাকারে অপ্রকাশিত রচনা ৩২ খণ্ডে রবীন্দ্র রচনাবলী নামে প্রকাশিত হয়েছে। 
*যাবতীয় পত্রসাহিত্য উনিশ খণ্ডে চিঠিপত্র ও চারটি পৃথক গ্রন্থে প্রকাশিত। 
*প্রায় দুই হাজার ছবি এঁকেছিলেন।
*১৯১৩ সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের ইংরেজি অনুবাদের জন্য সাহিত্যে নোবেল পুরস্কার লাভ ।


ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরঃ


*জন্ম তারিখঃ সেপ্টম্বর ২৬, ১৮২০

*জন্মস্থানঃ বীরসিংহ(তদানীন্তন হুগলী জেলা), অধুনা পশ্চিম মেদনীপুর জেলা, বাংলা প্রেসিডেন্সি(অধুনা পশ্চিমবঙ্গ), ব্রিটিশ ভারত(অধুনা ভারত)।

*মৃত্যু তারিখঃ জুলাই২৯, ১৮৯১(৭০ বছর)

*মৃত্যুস্থানঃ কলকাতা, বাংলা প্রেসিডেন্সি(অধুনা পশ্চিমঙ্গ),বৃটিশ ভারত (অধুনা ভারত)

জীবনকালঃ সেপ্টম্বর ২৬, ১৮২০- জুলাই ২৯, ১৮৯১

*আন্দোলনঃ বাংলার নবজাগরণ

*প্রধান স্মৃতিস্তম্ভঃ  বিদ্যাসাগর বিদ্যালয়, বিদ্যাসাগর সেতু।

*ধর্মঃ হিন্দু

*দাম্পত্য সঙ্গীঃ দীনময়ী দেবী।

*পিতামাতাঃ ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় ও ভগবতী দেবী।


*সন্তানঃ নারায়ণচন্দ্র বিদ্যারত্ন।


জসীউদ্দিনঃ
*একজন  বাংলাদেশী কবি, গীতিকার, গদ্য লেখক, লোকাল কালেক্টর এবং রেডিও ব্যক্তিত্ব। 

*জন্ম: 1 জানুয়ারি 1903, ফরিদপুর জেলা, বাংলাদেশ
*মৃত্যু: 13 মার্চ 1976, ঢাকা, বাংলাদেশ
*শিক্ষা: কলকাতা বিশ্ববিদ্যালয়
*বই: জিপসি ভার্ফ, বাংলাদেশের লোককাহিনী, স্মৃতিকথা সমগ্র।
*মাতাঃ আনসারুদ্দিন মোল্লা, আমিনা খাতুন
* উল্লেখযোগ্য পুরষ্কার: একুশে পদক (1976), স্বাধীনতা দিবস পুরস্কার (1978)

সুকুমার রায়ঃ

*সুকুমার রায় একজন বাঙালি কৌতুক, গল্প লেখক এবং নাট্যকার ছিলেন যিনি প্রধানত শিশুদের জন্য লিখেছিলেন।
*জন্ম: 30 অক্টোবর 1887, কলকাতা
*মৃত্যু: 10 সেপ্টেম্বর 1923, গারপার, কলকাতা
পত্নী: সুপ্রভা রায় (মি। -1923)
*মাতাপিতা: উপেন্দ্রকিশোর রে চৌধুরী, বিধুমুখী দেবী
*শিক্ষা: কলকাতা বিশ্ববিদ্যালয়, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়, কলকাতা, লন্ডন কলেজ অফ কমিউনিকেশন।

সুকান্ত ভট্টাচার্যঃ

*সুকান্ত ভট্টাচার্য একজন বাংলা কবি ও নাট্যকার ছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের পাশাপাশি, তিনি আধুনিক বাঙালি কবিতার অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ছিলেন, যদিও তিনি তাঁর অধিকাংশ কাজ মরণোত্তর প্রকাশ্যেই করেছিলেন।
*জন্ম: 15 আগস্ট 19২6, কলকাতামৃত্যু: 13 মে 1947, কলকাতা
*বই: ছারপত্র
*মাতাপিতা: নিবারান চন্দ্র ভট্টাচার্য, সুনিতী দেবী
সিনেমা: ই-ফ্ল্যাট
ভাইবোনঃ মানমোহন, বিভাষ, অশোক, প্রশস্ত, সুশীল, আমিয়া 

সত্যেন্দ্রনাথ দত্তঃ

*সত্যেন্দ্রনাথ দত্ত, একজন বাংলা কবি, রাইমসের উইজার্ড বলে মনে করা হয়। সত্যেন্দ্রনাথ দত্ত মধ্যযুগীয় ভারতীয় ইতিহাস, সংস্কৃতি ও পৌরাণিক কাহিনী সহ বুদ্ধিবৃত্তিক অনুসন্ধানের অনেকগুলি শাখায় বিশেষজ্ঞ ছিলেন।
*জন্ম: 11 ফেব্রুয়ারি 1882, ভারত.
*মৃত্যু: 25 শে জুন, 1922, কলকাতা
শিক্ষা: কলকাতা বিশ্ববিদ্যালয়, স্কটিশ চার্চ কলেজ।


উপেন্দ্রকিশোর রায়(১০ই মে, ১৮৬৩-২০শে ডিসেম্বর,১৯১৫):


* বিখ্যাত বাংলা শিশুসাহিত্যক, বাংলার ছাপাখানার অগ্রপথিক।

*তিনি ছিলেন একাধারে লেখক, চিত্রকর,প্রকাশক, শখের জ্যোতির্বিদ,বেহালাবাদক ও সুরকার।
* তিনি সন্দেশ পত্রিকা শুরু করেছিলেন যা তার পুত্র সুকুমার রায় ও পৌত্র সত্যজিৎ রায় সম্পাদনা করেন।

*গুপিগাইন-বাঘা-বাইন, টুনটুনির বই তার অমর সৃষ্টি।



জীবনানন্দ দাশঃ

*জীবনানন্দ দাশ 1799 সালের 17 ফেব্রুয়ারি বরিশালের বরিশালে জন্মগ্রহণ করেন।
 তিনি ছিলেন একজন বাংলা কবি, লেখক, উপন্যাসিক ও প্রবন্ধক। শুরুতে বিশেষভাবে স্বীকৃত না হলেও, আজকে "ভারতে পোস্ট রবীন্দ্র যুগের প্রিমিয়ার কবি" হিসাবে স্বীকৃতি দেওয়া হয়।
*জন্ম: 17 ফেব্রুয়ারি 1899, বরিশাল, বাংলাদেশ
*মৃত্যু: 22 অক্টোবর, 1954, কলকাতা
*মাতাপিতা: কুসুমকুমারী দাস, সত্যেন্দ্র দাস
*শিশু: সমরানন্দ দাশ, মঞ্জুশ্রী দাস
*ভাইবোনঃ ব্রহ্মানন্দ দংশগুপ্ত, অশোকানন্দ দাস, সুচিত্রা দাস।

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ঃ

*শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রূপে রূপান্তরিত, বিংশ শতাব্দীর প্রথমার্ধের একটি বিখ্যাত বাঙালি ঔপন্যাসিক এবং ছোট গল্পকার ছিলেন।
*জন্ম: 15 সেপ্টেম্বর 1876, ব্যান্ডেল
মৃত্যু: 16 জানুয়ারি 1938, কলকাতা
*ডাকনাম: Nyarha
*সিনেমা: দেবদাস, ইতি শ্রীকান্ত, দেনাপাওনা, মেজ দিদি, দেব-ডি প্রভৃতি।
*পত্নী: হিরন্ময়ী দেবী (মি। 1910-1938), শান্তি দেবী (মিঃ 1906-1908)।

অন্নদাশঙ্কর রায়ঃ

*অন্নদাশঙ্কর রায় ছিলেন একজন বাঙালি একজন কবি ও প্রবন্ধক। তিনি কিছু কিছু কবিতা লিখেছিলেন। তিনি 1947 সালের বিভাজনের একটি তিক্ত প্রতিদ্বন্দ্বী ছিলেন এবং এটিকে সমালোচনা করে কয়েকটি বাংলা কবিতা লিখেছিলেন। *জন্ম: 15 মে, 1904, Dhenkanal রাজ্য২8 শে অক্টোবর ২00২, কলকাতা
*উল্লেখযোগ্য পুরস্কার: পদ্মভূষণ
*বই: হা হা হ হো: আনন্দ শঙ্কর রায়ের নির্বাচিত কাহিনী, প্রভৃতি।

আশাপূর্ণাদেবীঃ


*আশাপূর্ণা দেবী ছিলেন একজন বিখ্যাত বাঙালি ঔপন্যাসিক ও কবি। তিনি বেশ কয়েকটি পুরস্কার এবং পুরষ্কার নিয়ে ব্যাপকভাবে সম্মানিত হয়েছেন।
*জন্ম: 8 জানুয়ারি 1909, কলকাতা।
*মৃত্যু: 13 জুলাই 1995 কলকাতা
*শিক্ষা: কলকাতা বিশ্ববিদ্যালয়
*পুরস্কার: জ্ঞানপীথ পুরস্কার
*চলচ্চিত্রগুলি: অগ্নি পরীক্ষা, থাপ্পানা, তপস্যা, ছোটী সি মুলাকাত, এক বিভা ... অ্যায়সা ভী প্রভৃতি।

কাজী নজরুল ইসলামঃ
*কাজী নজরুল ইসলাম ছিলেন একজন বাংলা কবি, লেখক, সংগীতশিল্পী এবং বিপ্লবী। তিনি বাংলাদেশের জাতীয় কবি। 
*জন্ম: ২5 মে 1899, চুরুলিয়া।
*মৃত্যু: ২9 আগস্ট, 1976, ঢাকা, বাংলাদেশ।
*পত্নী: প্রমিলা দেবী (মিঃ 19২4-19 62)
*মাতাপিতা: কাজী ফকির আহমেদ, জাহিদা খাতুন
*উপনাম: মি: স্যাড ম্যান, নজরুল, বিদ্রোহী কবি।

মানিক বন্দ্যোপাধ্যায়ঃ

*মানিক বন্দ্যোপাধ্যায় ছিলেন একজন ভারতীয় বাঙালি কথাসাহিত্যক। তাঁর প্রকৃত নাম প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়।জন্ম: 19 মে, 1908, দুমিকা।
*মৃত্যু: 3 ডিসেম্বর 1956, কলকাতা।
*বই: The puppets' tale, Primeval: And Other Stories।
*শিক্ষাঃ প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়, কলকাতা, কলকাতা বিশ্ববিদ্যালয়।
মাতাপিতা: হরিহর বন্দ্যোপাধ্যায়, নিরোদা দেবী।

সমরেশ বসুঃ


*সমরেশ বসু ছিলেন একজন বাংলাদেশী লেখক যিনি 1924 সালের 11 ই ডিসেম্বর জন্মগ্রহণ করেন এবং বর্তমানকালের বাংলাদেশের ঢাকায় বিক্রমপুরের শৈশবে তাঁর শৈশবকাল অতিবাহিত করেন। 1988 সালের 12 মার্চ তিনি মারা যান। 
*জন্ম: 11 ডিসেম্বর 1924, ভারত।
*মৃত্যু: 12 মার্চ 1988
*বই: প্রজাপতি, সমরেশ বসু, বিবর, দেখি নাই ফিরে, আরও অনেক।
*পুরস্কার: শ্রেষ্ঠ গল্পের জন্য ফিল্মফেয়ার পুরস্কার.

মাইকেল মধুসূদন দত্তঃ
*মাইকেল মধুসূদন দত্ত বা মাইকেল মধুসূদন দত্ত জনপ্রিয় 19 শতকের বাঙালি কবি ও নাট্যকার ছিলেন। তিনি বাংলা নাটকের অগ্রণী ছিলেন। তাঁর বিখ্যাত রচনা মেঘনাদ বধ কাব্য, একটি দুঃখজনক মহাকাব্য। 
*জন্ম: 25 জানুয়ারি 1824, যশোর জেলা, বাংলাদেশমৃত্যু: 29 জুন 1873, কলকাতা.
*ডাকনাম: টিমোথি পেনপোয়েম।
*কবরস্থানঃ নিম্ন সার্কুলার রোড কবরস্থান, কোলকাতা।
*বই:The slaying of Meghanada, The heart of a rebel poet প্রভৃতি।

*মাতাপিতা: জাহ্নবী দেবী, রাজনারায়ণ দত্ত।









 আপডেট পেতে আমার চ্যানেলে যুক্ত হন👎
plz like share and comment

রোজ আপডেট পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন 👇

       
                 👆

(বাধ্যতামূলক নয়) যদি পরবর্তী আপডেট পেতে চান তবেই করুন


যেকোনো চাকুরীর পরীক্ষা প্রস্তুতিতে আপনাদের সাথে "শিক্ষার প্রগতি " । আপনাদের প্রয়োজনীয় সামগ্রীর কথা মাথায় রেখেই  আপনাদের জন্য নিয়ে আসি দরকারি তথ্য / PDF/নোটস/ পেপার ।

"শিক্ষার প্রগতি" হল শিক্ষার  এর একটি অবিচ্ছেদ্য অংশ এবং শিক্ষা সংক্রান্ত  সমস্ত সুবিধাই বিনামূল্যের । " শিক্ষার প্রগতি " সমস্ত কিছুই বিনামূল্যের ডাউনলোড করতে পারেন । সাপ্তাহিক পত্রিকাগুলি ও " শিক্ষার প্রগতি " এর সমস্ত update আপনি পেতে পারেন এর জন্য আপনাকে like share comment ও join করে আমাদের সাইট এ সক্রিয় থাকতে হবে।


 https://www.sikkharpragatirakesh.tk

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Ads Area