কাজী নজরুল ইসলাম রচনা সমুহ
📕 আনন্দময়ীর আগমনে, বিদ্রোহীর কৈফিয়াৎ ➺কবিতা ➺কাজী নজরুল ইসলাম➺ যে রচনার জন্য এক বছর কারারুদ্ধ হন।
📕 রাজবন্দীর জবানবন্দী➺ কবিতা ➺কাজী নজরুল ইসলাম➺ যে রচনা আদালতে প্রদত্ত হয়।
📕 বিদ্রোহী ➺কবিতা ➺কাজী নজরুল ইসলাম ➺যে কবিতার জন্য ‘বিদ্রোহী কবি‘ হিসেবে পরিচিত হন।
📕 বিদ্যাপতি, সাপুড়ে ➺কাহিনী ➺কাজী নজরুল ইসলাম ➺যে রচনা চলচ্চিত্রের জন্য রচনা করেন।
📕 খুকি ও কাঠ বিড়াল, লিচুচোর➺ কবিতা ➺কাজী নজরুল ইসলাম➺ যে দুটি কবিতাকে কেন্দ্র করে চলচ্চিত্র নির্মিত হয়।
📕 সঞ্চিতা ➺কাব্য ➺গ্রন্থ কাজী নজরুল ইসলাম ➺রবীন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গ করে
📕 রবিহারা ➺কবিতা➺ কাজী নজরুল ইসলাম➺ রবীন্দ্রনাথের মৃত্যুশোকে রচনা করেন।
📕 কান্ডারী হুঁশিয়ার➺ কবিতা➺ কাজী নজরুল ইসলাম ➺যে কবিতা মোহাম্মদ আলী জিন্নাহ‘র অনুরোধে রচনা করেন।
📕 ছায়ানট ➺কাব্য গ্রন্থ ➺কাজী নজরুল ইসলাম➺ অন্তরঙ্গ সুহৃদ মুজাফফর আহম্মদকে উৎসর্গ করে।
📕 অগ্নিবীনা ➺কাব্য গ্রন্থ➺ কাজী নজরুল ইসলাম➺ স্বাধিকার আন্দোলনের প্রথম পুরুষ অরনিন্দ ঘোষের ভাই বারীণ ঘোষকে উৎসর্গ করে।
📕 বনলতা সেন ➺কবিতা➺ জীবনানন্দ দাস ➺যে কবিতা এডড়ার এলান পোর ‘টু হেলেন‘ কবিতা অবলম্বনে রচিত।
📕 নকশী কাঁথার মাঠ➺ কাব্য ➺জসীম উদ্দিন➺ যে কাব্য বহু ভাষায় অনূদিত হয় (ইংরেজী অনুবাদক G.M Milford)
📕 ক দ্বিখন্ডিত ➺উপন্যাস ➺তাসলিমা নাসরিন
Please do not share any spam link in the comment box