বাংলা ব্যাকরণ WB TET SPECIAL
বাংলা ব্যাকরণ
TET_SPECIAL
১) ঙ, ঞ, ন, ণ, ম এগুলোকে কী বর্ণ বলে?
উঃ নাসিক্য বর্ণ
২) সন্ধি বিচ্ছেদ কর – উচ্চারণ
উঃ উৎ + চারণ
৩) সমার্থক শব্দ লেখ: দ্রংষ্টা
উঃ দাঁত
৪) বিপরীত শব্দ লেখ: অজন্মা
উঃ সুফলা
১) আমা হতে তুমি দশ টাকা পাবে। ‘আমা হতে’ কোন কারক?
উত্তর – অপাদান কারক।
২) ‘দোয়াত’ কোন লিঙ্গ?
উত্তর – ক্লীবলিঙ্গ।
৩) ‘আলতা’ শব্দটির উৎস কী?
উত্তর – বিদেশি।
৪) ‘জাম’ ও ‘যাম’ শব্দ দু’টির অর্থ কী?
উত্তর: ‘জাম’ – ফলবিশেষ, ‘যাম’ – প্রহর
১) অশুদ্ধি সংশোধন কর ‘আমাবস্যা’ – ‘অমাবস্যা’
২) ‘শরৎ + চন্দ্র’ সন্ধিবদ্ধ পদটি কী হবে – ‘শরচ্চন্দ্র’
৩) বিপরীত শব্দ লেখ ‘পারত্রিক’ – ‘ঐহিক’
৪) সমার্থক শব্দ লেখ ‘দনুজ’ – ‘দানব’
১। ‘কীর্তনীয়া’কোন লিঙ্গ —- ক) পুং, খ) স্ত্রী, গ) উভয়, ঘ) ক্লিব
উত্তর – গ) উভয়লিঙ্গ
২। ‘সতর্ক’ শব্দের আদি অর্থ —- ক) সংযত, খ) সাবধান, গ) তর্কাতর্কি, ঘ) তর্কের সহিত
উত্তর – ঘ) তর্কের সহিত
৩। সন্ধিবিচ্ছেদ কর ‘দুত্তোর’ —- ক) দুহ্ + তোর, খ) দুঃ + তোর, গ) দুত্+তোর, ঘ) দুর + তোর
উত্তর – ঘ) দুর + তোর
৪। ‘ইল্লত’ শব্দের বিপরীত শব্দ লেখ —- ক) কায়দা, খ) বাবুয়ানা, গ) আদর, ঘ) ভদ্রতা
উত্তর – ঘ) ভদ্রতা
১। ‘বাঘের দুধ’ কথার অর্থ – দুর্লভ বস্তু।
২। ‘মাথাব্যাথা’ শব্দের ব্যাসবাক্য ও সমাস – মাথায় ব্যাথা (অধিকরণ তৎপুরুষ)।
৩। ‘ঘোড়ার সাজ’-কে এক কথায় বলে – জিন।
৪। প্লুতস্বরে শব্দ কীভাবে উচ্চারিত হয় – টেনে টেনে।
১) অপিনিহিতির পরবর্তী স্তর
(ক) ব্যঞ্জনলোপ (খ) সমীভবন (গ) বিপ্রকর্ষ (ঘ) স্বরালোপ
উঃ – (গ)
২) তুমি এলে অথচ দেখা করলে না – কোন ধরনের বাক্য?
(ক) যৌগিক (খ) জটিল (গ) সরল (ঘ) মিশ্র
উঃ – (ক)
৩) আজ ইলিশ মাছটি মোটামুটি সস্তায় কিনেছি – রেখাঙ্কিত পদটি কী?
(ক) বিশেষ্যর বিশেষণ (খ) বিশেষণের বিশেষণ (গ) সম্বন্ধ বিশেষণ (ঘ) অবস্থাবাচক ক্রিয়াবিশেষণ
উঃ – (খ)
৪) পরিশ্রম না করলে সফলতা আসে না – বাক্যটিতে সমাপিকা ক্রিয়া কোনটি?
(ক) পরিশ্রম (খ) করলে (গ) সফলতা (ঘ) আসে না
উঃ – (খ)
১) ‘সর্ব’ –এর পদ পরিবর্তন – সার্বিক
২) চলৎ + শক্তি = চলচ্ছক্তি
এটা কোন সন্ধি – ব্যঞ্জনসন্ধি।
৩) ‘ভাব’ অর্থ বোঝাতে ব্যবহৃত হয় কোন প্রত্যয় – ‘আই’ প্রত্যয়।
৪) অনুসর্গের অন্য একটি নাম হল – পরসর্গ।
১) ঋষির ন্যায় – এক কথায় কী হবে?
ক) ঋষিলগ্ন, খ) ঋষিকল্প, গ) ঋষিজ্ঞান, ঘ) ঋষিধ্যান
উত্তর – খ) ঋষিকল্প।
২) হৃদয়াবেগ প্রকাশ করতে কোন চিহ্ন লাগে?
ক) বন্ধনী, খ) হাইফেন, গ) প্রশ্নবোধক, ঘ) বিস্ময়সূচক
উত্তর – ঘ) বিস্ময়সূচক।
৩) বাংলায় পুরুষ ক’ প্রকার?
ক) ২ প্রকার, খ) ৩ প্রকার, গ) ৪ প্রকার, ঘ) ৫ প্রকার
উত্তর – (গ) ৩ প্রকার।
৪) যার জ্যোতি বেশিক্ষণ থাকে না তাকে এক কথায় কী বলে?
ক) উরগ, খ) অনুচ্চার্য, গ) অনসূয়া, ঘ) ক্ষণপ্রভা
উত্তর – (ঘ) ক্ষণপ্রভা।
১। আদি অর্থ লেখো – হ্যাঁ
ক) মুখ ফাঁক করা, খ) বোকা, গ) অবাক হওয়া, ঘ) হ্যাঁ-সূচক কিছু।
উত্তর – ক) মুখ ফাঁক করা।
২। বিপরীত শব্দ লেখো – মনুষ্যত্ব
ক) অমানবিক, খ) পশুত্ব, গ) পাশবিক, ঘ) মানবিক।
উত্তর – খ) পশুত্ব।
৩। সমার্থক শব্দ লেখো – ধাত
ক) বৈশিষ্ট্য, খ) আদব কায়দা, গ) ধাতু সম্বন্ধীয়, ঘ) স্বভাব।
উত্তর – ঘ) স্বভাব।
৪। কোণঠাসা–এর ব্যাসবাক্য কী?
ক) কোণে ঠাসা, খ) কোণ থেকে ঠাসা, গ) কোণকে ঠাসা, ঘ) কোণ দ্বারা ঠাসা।
উত্তর – ক) কোণে ঠাসা।
। প্রত্যয় নির্ণয় করো –
দাতা = দা + তৃ
২। নীচের শব্দটি কোন জাতীয় লেখো –
ডাগর = দেশি শব্দ
৩। দুর্ভিক্ষ –এর ব্যাসবাক্য কী?
ভিক্ষার অভাব।
৪। সন্ধি বিচ্ছেদ
একাদশ = এক + দশ
১) নির্দেশক বাক্য থেকে ইচ্ছাবাচক বাক্যে রূপান্তর –
সবার মঙ্গল কামনা করি। (নির্দেশক)
সবার মঙ্গল হোক। (ইচ্ছাবাচক)
২) সরলবাক্য থেকে জটিল বাক্যে রূপান্তর –
সে গত পরীক্ষায় প্রথম হয়েছে। (সরল)
যে পরীক্ষা হয়ে গেল তাতে সে প্রথম হয়েছে। (জটিল)
৩) সরল বাক্য থেকে যৌগিক বাক্যে রূপান্তর –
মাছ পড়লে খবর আসে। (সরল)
মাছ পড়ে এবং খবর আসে। (যৌগিক)
৪) জটিল বাক্য থেকে যৌগিক বাক্যে রূপান্তর –
আজ যেই এলাম, অমনি আমি আপন হলাম। (জটিল)
আমি এলাম তাই আপন হলাম। (যৌগিক)
বাংলা
১) প্রত্যয়
বিজ্ঞাপন
ছিদ্ + ক্ত = ছিন্ন
গম্ + ক্ত = গত
২) বাগধারা
পাথর হয়ে যাওয়া = স্তব্ধ হয়ে পড়া
বুক ফাটা = হৃদয় বিদারক
৩) পদান্তর
আর্য (বিশেষ্য) = আর্যত্ব (বিশেষণ)
গিরি (বিশেষ্য) = গৈরিক (বিশেষণ)
৪) সমাস
প্রাণভয় = প্রাণ যাওয়ার ভয় (মধ্যপদলোপী কর্মধারয়)
অল্পপ্রাণ = অল্প প্রাণ যার (বহুব্রীহি
ধ্বনি
১) অল্পপ্রাণ ধ্বনি — ক, গ, চ, জ, ট, ড, ত, দ, প, ব, ড়
বিজ্ঞাপন
২) মহাপ্রাণ ধ্বনি — খ, ঘ, ছ, ঝ, ঠ, ঢ, থ, ধ, ফ, ভ, ঢ়
৩) অঘোষ ধ্বনি — ক, খ, চ, ছ, ট, ঠ, ত, থ, প, ফ
৪) সঘোষ ধ্বনি — গ, ঘ, ঙ, জ, ঝ, ঞ, ড, ঢ, ণ, দ, ধ, ন, ব, ভ, ম, ড়, ঢ়
৫) স্পর্শ ধ্বনি — ক, খ, গ, ঘ, ঙ, চ, ছ, জ, ঝ, ঞ, ট, ঠ, ড, ঢ, ণ, ত, থ, দ, ধ, ন, প, ফ, ব, ভ, ম
৬) অর্ধস্বর — য, য়, ব (অন্তস্থ ব)
৭) তরল স্বর — র, ল
৮) কম্পিত ধ্বনি — র
৯) ঘৃষ্টধ্বনি — চ, ছ, জ, ঝ
১০) উষ্মধ্বনি — শ, ষ, স, হ
অশুদ্ধ-শুদ্ধ বানান
অশুদ্ধ বানান শুদ্ধ বানান
ব্যাবসা ব্যবসা
বাল্মিকী বাল্মীকি
প্রতিযোগীতা প্রতিযোগিতা
শারিরীক শারীরিক
ব্যকুল ব্যাকুল
কালীদাস কালিদাস
সারথি সারথী
বিশস্থ বিশ্বস্ত
কোনটি কোন শব্দ
দেশি শব্দ — টোপর, ঝিঙা, ধুনুচি, বকনা, চাকি, উকুন
আরবি শব্দ — কৈফিয়ত, কায়দা, কবুল, কোতল, কানুন
তুর্কি শব্দ — খাতুন, গালিচা, কুলি, চাকু, বারুদ
পর্তুগিজ শব্দ — ফিতা, বোমা, নিলাম, কেদারা, পিস্তল
ফারসি শব্দ — চৌবাচ্চা, দরজা, দোকান, দরবার, চিরাগ
সমার্থক শব্দ
অগ্নি — অনল, পাবক, আগুন, হুতাশন
কন্যা — মেয়ে, দুহিতা, দুলালী, নন্দিনী
ঘোড়া — অশ্ব, তুরঙ্গ, ঘোটক, বাজি
জননী — মা, মাতা, গর্ভধারিণী, জন্মদাত্রী
স্ত্রী — পত্নী, জায়া, সহধর্মিণী, ভার্যা
বিপরীত শব্দ
শব্দ বিপরীত শব্দ
আচার অনাচার
ছদ্ম প্রকৃত
ঠকা জেতা
দেনা পাওনা
ব্যর্থ সার্থক
লিঙ্গ পরিবর্তন
পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ
খানসামা আয়া
বাহক বাহিকা
বোঁচকা বুঁচকি
ধাতা ধাত্রী
ষোড়শ ষোড়শী
পদান্তর
বিশেষ্য বিশেষণ
উত্থান উত্থিত
গো গব্য
জাতি জাতীয়
ন্যাকা ন্যাকামি
ঢাকা ঢাকাই
সমাস
বনমধ্যে — বনের মধ্যে (সম্বন্ধ তৎপুরুষ)
অল্পপ্রাণ — অল্প প্রাণ যার (বহুব্রীহি)
শ্বাস-প্রশ্বাস — শ্বাস ও প্রশ্বাস (দ্বন্দ্ব)
নবযৌবন — নব যে যৌবন (কর্মধারয়)
জয়মুকুট — জয়ের জন্য যে মুকুট (মধ্যপদলোপী কর্মধারয়)
এক কথায় প্রকাশ
যে গাছ ফল পাকলে মরে যায় — ওষধি
সমুদ্র থেকে — আসমুদ্র
লুকিয়ে লুকিয়ে দেখা — উঁকি
যা গ্রামে ঘটে — গ্রামীণ
যে পরীক্ষা দিতে চায় — পরীক্ষার্থী
বাগধারা
উপরি পাওনা — বাড়তি আয়
ঢাক পেটানো — সগর্বে প্রচার করা
দা-কুমড়া সম্পর্ক — নিদারুণ শত্রুতার সম্পর্ক
চোখে আঙুল দিয়ে দেখানো — প্রত্যক্ষ প্রমাণ দেওয়া
আঠারো মাসে বছর — দীর্ঘসূত্রিতা
প্রত্যয়
শী + অন = শয়ন
কান্ + আই = কানাই
নী + ক্ত = নীত
মান্ + অনীয় = মাননীয়
ঝাল + আই = ঝালাই
১) ‘কচ্ছপের কামড়’ বাগধারাটির অর্থ – যা সহজে ছাড়ে না।
২) ‘হেম’ শব্দটির অর্থ – সোনা।
৩) ‘প্রজ্জ্বলন’ শব্দটির বিপরীত শব্দ – নির্বাপন।
৪) ‘মৃত্তিকার দ্বারা নির্মিত’ এক কথায় প্রকাশ – মৃণ্ময়।
বাংলা
১) ‘তঞ্চক’-এর সমার্থক শব্দ – প্রতারক
বিজ্ঞাপন
২) ‘তথৈব’ সন্ধিবিচ্ছেদ – তথা + এব
৩) ‘কবিরাজ’ কোন লিঙ্গ – নিত্য পুংলিঙ্গ
৪) ‘মদ’-এর আদি অর্থ – অহংকার
বাগধারা
হরি ঘোষের গোয়াল – বহু অপদার্থ ব্যক্তির সমাবেশ।
এক কথায় প্রকাশ
শত্রুকে বিনাশ করে যে – শত্রুঘ্ন।
সমাস
প্রাণচঞ্চল – প্রাণ চঞ্চল যার (বহুব্রীহি) ।
কারক নির্ণয়
গরুতে দুধ দেয় – কর্তৃকারক।
১) কারক নির্ণয় –
দুঃখের পিছে সুখ (অধিকরণ কারক)।
২) পদ পরিবর্তন –
শুচি –– শুচিতা।
৩) লিঙ্গ পরিবর্তন –
ঋষি –– ঋষি-পত্নী।
৪) সমার্থক শব্দ –
মার্তণ্ড — সূর্য।
আপডেট পেতে আমার চ্যানেলে যুক্ত হন👎
plz like share and comment
রোজ আপডেট পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন 👇
👆
Please do not share any spam link in the comment box