কারেন্ট অ্যাফেয়ার্স - 18/11/2018





 কারেন্ট অ্যাফেয়ার্স - 18/11/2018

 https://www.sikkharpragatirakesh.tk   


provided by শিক্ষার প্রগতি  


১. সম্প্রতি কোন পার্লামেন্ট প্লাস্টিকের ব্যবহার সম্পূর্ণ ভাবে নিষিদ্ধ করল? ইউরোপিয়ান পার্লামেন্ট .
২. চীন সম্প্রতি যে Cargo Drone পরীক্ষা করল তার নাম কি? Faihong-98

৩. কোন দেশ সাম্প্রতিক কার্গো ড্রোনের সফল পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করল? চীন

৪. বিশ্বের কোন বৃহত্তম টেলিকম কোম্পানি Deming Prize 2018 পেল? Indus Towers

৫. সম্প্রতি নরেন্দ্র মোদী হরিয়ানার রহতাক জেলার সম্প্লায় কার 64 ফুট উঁচু মূর্তির উন্মোচন করলেন? দিনবন্ধু স্যার ছোটু রাম (কৃষকদের ত্রাণকর্তা)

৬. সম্প্রতি সম্পূর্ণরূপে ভারতীয় প্রযুক্তিতে তৈরি একটি এক্সপ্রেস ট্রেন পরীক্ষামূলক যাত্রা শুরু করে ট্রেনটির নাম কি? Train 18

৭. সম্প্রতি ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ সম্প্রতি মধ্য এশিয়ার কোন দেশে গিয়েছিলেন? তাজিকিস্তান

৮. ইন্ডিয়ান ডাক সার্ভিস উদয়পুর ভিত্তিক কোন অলাভজনক (Non Profit) প্রতিষ্ঠানকে সম্মানিত করতে তাদের ডাক স্ট্যাম্প চালু করে? নারায়ান সেবা সংস্থান (Narayan Seva Sansthan)

৯. সিকিম হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে কে নিযুক্ত হলেন? বিজয় কুমার বিশিষ্ট

১০. মানব সম্পদ উন্নয়নে কাঠমান্ডু ভিত্তিক ন্যাশনাল ব্যাংকিং ইনস্টিটিউট (NBI) -এর সাথে কোন ব্যাংক একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করেছে ? SBI

১১. ইজরায়েলি ক্ষেপণাস্ত্র ব্যবস্থা পেতে ভারত কতকোটি টাকার চুক্তি স্বাক্ষর করেছে? ৫৬০০ কোটি.

১২. সম্প্রতি SBI এর প্রাক্তন প্রধান অরুন্ধতী ভট্টাচার্য্য কোন কোম্পানির ডিরেক্টর হিসাবে নিযুক্ত হলেন? উইপ্রো.

১৩. STAPCOR – 2018 এর থিম কি ছিল? “Reef (প্রবালপ্রাচীর)for Life”

১৪. কত তারিখ থেকে অসংরক্ষিত ও প্ল্যাটফর্ম টিকিটের জন্য রেলের ‘UTS App’ সারা ভারতবর্ষব্যাপী চালু হতে চলেছে? নভেম্বর 1 2018.

১৫. উপকূল রক্ষী বাহিনীর প্রশিক্ষণের জন্য সম্প্রতি কোন জাহাজ চালু হলো? ICGS Varuna.

১৬. কত সালের মধ্যে ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম বিমান বাজারে পরিণত হতে চলেছে? 2024 সালের মধ্যে (International Air Transport Association).

১৭. কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে কে নিযুক্ত হলেন? ডি কে গুপ্তা.

১৮. কে দশম পারমাণবিক শক্তি সম্মেলনের উদ্বোধন করলেন? ডক্টর জিতেন্দ্র সিং.

১৯. সম্প্রতি কে সাহিত্যে ‘JCB’ পুরস্কার (India’s Richest Literary Prize) বিজয়ী হলেন? বেনিমিন, ‘Jasmine Days’ এর লেখক.

২০. ICRI কোন বছর কে ‘International Year of the Reef’ হিসেবে ঘোষণা করেছে? 2018.

২১. পেটিএম পেমেন্ট ব্যাংক এর এমডি ও সিইও হিসেবে সম্প্রতি কে নিযুক্ত হলেন? সতীশ কুমার গুপ্তা.


২২. গ্লোবাল এগ্রিকালচার লিডারশিপ শীর্ষ সম্মেলন 2018 সম্প্রতি কোথায় উদ্বোধন হলো? নতুন দিল্লি.

২৩. সম্প্রতি কোন কিংবদন্তী হিন্দুস্তানী শাস্ত্রীয় সঙ্গীতশিল্পী (Hindustani classical musician) মারা গেছেন? আশাপূর্ণা দেবী.

২৪. সম্প্রতি কোথায় প্রবাল প্রাচীরের অবস্থা ও সুরক্ষার জন্য একটি আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করা হয়েছিল? লাক্ষাদ্বীপ (STAPCOR – 2018).

২৫. নরেন্দ্র মোদী সম্প্রতি তথ্যপ্রযুক্তি প্রফেশনালদের জন্য একটি অ্যাপ লঞ্চ করেন তার নাম কি? ম্যায় নেহি.

২৬. বোম্বে হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে কে নিযুক্ত হলেন? এন এইচ পাটিল.

২৭. International Advertising Association (IAA) এর চেয়ারম্যান হিসেবে কে নিযুক্ত হলেন? শ্রীনিবাসন স্বামী.

২৮. সুপ্রিম কোর্ট কোন ধরনের গাড়ি এপ্রিল ২০২০ হতেবন্ধ করতে চলেছে? Bharat Stage IV.

২৯. কে ‘India for Humanity’ নামে এক বছরের দীর্ঘ একটি কৃত্রিম অঙ্গবিন্যাস শিবির চালু করেছেন? সুষমা স্বরাজ.

৩০. সম্প্রতি নটোবর ঠক্কর আসামের গুয়াহাটিতে পরলোক গমন করেন তিনি অন্য কি নামে পরিচিত ছিলেন? নাগাল্যান্ড গান্ধী.

৩১. বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস কবে পালিত হয়? ১০ই অক্টোবর.

৩২. সম্প্রতি মায়ানমারে ভারতের রাষ্ট্রদূত হিসেবে কাকে নিযুক্ত করা হয়? সৌরভ কুমার.

৩৩. সম্প্রতি নরেন্দ্র মোদী উত্তরাখণ্ডের বিনিয়োগকারীদেরজন্য শীর্ষ সম্মেলন কোথায় উদ্বোধন করেন? দেরাদুন.

৩৪. বারাক 8 মিসাইল সিস্টেমের জন্য ভারত কোন দেশের সাথে চুক্তি করল? ইজরায়েল.

৩৫. কোথায় TPCI (Trade Promotion Council of India) ভিয়েতনামের প্রতিনিধিদের সাথে উচ্চ পর্যায়ের বাণিজ্য আলোচনা করতে চলেছে? নিউ দিল্লি.

৩৬. সম্প্রতি First World Agriculture Prize কে পেলেন? এম এস স্বামীনাথন.

৩৭. উত্তর পূর্ব অলিম্পিক গেমসের প্রথম সংস্করণ কোথায় শুরু হয়? ইম্ফল.

৩৮. বিশ্ব ডাক দিবস কবে পালিত হয়? ৯ ই অক্টোবর.

৩৯. সম্প্রতি কোন ই কমার্স কম্পানি অনলাইনে বিক্রীত মোবাইল গুলির বীমা করনের জন্য বাজাজ আলিয়াঞ্জ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানির সাথে চুক্তি করেছে? ফ্লিপকার্ট.

৪০. ভারতীয় রিজার্ভ ব্যাংক (RBI) সম্প্রতি কোন ব্যাংককে তার কাজ শুরু করার অনুমতি দিয়েছে? কেরালা ব্যাংক.

৪১. ইন্ডিয়ান এয়ার ফোর্স (IAF) ভারতের নাগরিকদের জন্য একটি উদ্ভাবনী মোবাইল হেলথ অ্যাপ চালু করেছে সেটির নাম কি? Med Watch.


৪২. সম্প্রতি বলিউডের কোন বিখ্যাত গায়কের গাড়ী দুর্ঘটনায় জীবনাবসান হলো? নিতিন বালি.

৪৩. ভারত এবং জাপানের মধ্যে দ্বিপাক্ষিক সামুদ্রিকমহড়া কোথায় শুরু হয়? বিশাখাপত্তনম.

৪৪. NASSCOM শিশু অধিকার শক্তিশালী করার জন্য জাতিসংঘের (UN) কোন সংস্থার সাথে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে? UNICEF.

৪৫. ভারতীয় বায়ুসেনা দিবস কবে পালিত হয়? ৮ ই অক্টোবর.

৪৬. সম্প্রতি কোন ব্যাংক মানব সম্পদ উন্নয়নে কাঠমান্ডু ভিত্তিক ন্যাশনাল ব্যাংকিং ইনস্টিটিউট(NBI) এর সাথে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করেছে? স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া.

৪৭. সম্প্রতি স্মৃতি যুবিন ইরানি কোথায় “Revisiting Gandhi: The Art of Shelly Jyoti” নামে একটি প্রদর্শনীর উদ্বোধন করেন? নিউ দিল্লি.

৪৮. উত্তরাখণ্ড হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে কে নিযুক্ত হলেন? রমেশ রঙনাথান.

৪৯. UNESCO MEIGP (Mahatma Gandhi Institute of Education for Peace) ও অন্ধ্রপ্রদেশ সরকার TECH 2018 কোথায় আয়োজন করতে চলেছে? VIZAG.

৫০. সম্প্রতি Miss Deaf Asia 2018 খেতাব কে জিতলেন? হরিয়ানার মেয়ে নিষ্ঠা দুদেজা.

৫১. অর্থনীতিতে নোবেল পুরস্কার 2018 কাকে দেওয়া হয়? উইলিয়াম নর্ধাউস ও পল রোমার.

৫২. কে সম্প্রতি MotoGP ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হলেন? মার্ক মার্কজ (স্পেন).

৫৩. সম্প্রতি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কোন ব্যাংকের উপর থেকে সেভিংস একাউন্ট খোলার নিষেধাজ্ঞা তুলে নিল? FINO Payments Bank.

৫৪. গুয়াহাটি হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে কে নিযুক্ত হলেন? এ এস বোপান্না.

৫৫. সম্প্রতি কোন বরিষ্ঠ আইনজীবী ভারতের সলিসিটর জেনারেল হিসেবে নিযুক্ত হলেন? তুসার মেহতা.



https://www.sikkharpragatirakesh.tk

যেকোনো চাকুরীর পরীক্ষা প্রস্তুতিতে আপনাদের সাথে "শিক্ষার প্রগতি " । আপনাদের প্রয়োজনীয় সামগ্রীর কথা মাথায় রেখেই আমরা আপনাদের জন্য নিয়ে আসি দরকারি তথ্য / PDF/নোটস/ পেপার ।

"শিক্ষার প্রগতি" হল শিক্ষার  এর একটি অবিচ্ছেদ্য অংশ এবং শিক্ষা সংক্রান্ত  সমস্ত সুবিধাই বিনামূল্যের । " শিক্ষার প্রগতি " সমস্ত কিছুই বিনামূল্যের ডাউনলোড করতে পারেন । সাপ্তাহিক পত্রিকাগুলি ও " শিক্ষার প্রগতি " এর সমস্ত update আপনি পেতে পারেন এর জন্য আপনাকে like share comment ও join করে আমাদের সাইট এ সক্রিয় থাকতে হবে।
রোজ আপডেট পেতে আমার চ্যানেলে যুক্ত হন👎
plz like share and comment

রোজ আপডেট পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন 👇


       
                 👆

JOIN US OUR WHATAPP GROUP👇👇⏩
plZ touch Whatsapp icon 👇

👆
(বাধ্যতামূলক নয়) যদি পরবর্তী আপডেট পেতে চান তবেই করুন



  provided by শিক্ষার প্রগতি  

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Ads Area