ভারতীয় রেল একনজরে : গুরুত্বপূর্ন তথ্য ও প্রশ্নত্তোর
■
ভারতীয় রেলপথের জনক : লর্ড ডালহৌসি
■
প্রথম প্যাসেঞ্জার ট্রেন : বােম্বাই থেকে থানে ১৬ এপ্রিল, ১৮৫৩
■
প্রথম রেল টানেল : পারসিক টানেল।
■
প্রথম রেল ব্রিজ : দাপােরি ভায়াডাক্ট (মুম্বই—থানে রুট)
■
প্রথম আন্ডারগ্রাউন্ড রেল : কলকাতা মেট্রো (১৯৮৪)
■
প্রথম ইলেকট্রিক ট্রেন : (ডেকান কুইন)।বােম্বে ভিটি থেকে কুরলা ৩ ফেব্রুয়ারি,১৯২৫
■
রেলওয়ে জাতীয়করণ : ১৯৫০
■
রেলওয়ে বাের্ড : ১৯০৫
■
প্রথম কম্পিউটারাইজড রিজার্ভেশন সিস্টেম : নিউ দিল্লি (১৯৮৬)
■
প্রথম ট্রেনে টয়লেট : ১৮৯১ (ফার্স্ট ক্লাস), ১৯০৭ (লােয়ার ক্লাস)
■
ভারতের দ্রুতগামী ট্রেন : গতিমান এক্সপ্রেস নিউ দিল্লি-আগ্রা১৬০ কিমি)।
■
প্রথম ডিজেল ইঞ্জিনের সূচনা : ১৯৫৭
■
প্রথম এসি কোচ : ১৯৩৬ সালে
■
নিউ দিল্লি ও হাওড়ার মধ্যে রাজধানী এক্সপ্রেস : ১৯৬৯
■
কলকাতায় প্রথম মেট্রো রেল :২৪ অক্টোবর, ১৯৮৪
■
শতাব্দী এক্সপ্রেসের যাত্রা আরম্ভ (নিউ দিল্লি-ঝাসি) : ১৯৮৮
■
দি লাইফ লাইন এক্সপ্রেস-এর সূচনা : ১৬ জুলাই, ১৯৯১
■
ভারতের প্রথম রেলমন্ত্রী : আসফ আলি
■
ভারতের প্রথম মহিলা ট্রেনচালক : মুমতাজ কুটওয়ালা।
■
ভারতের দীর্ঘতম রেল যাত্রাপথ: বিবেক এক্সপ্রেস (কন্যাকুমারি থেকে ডিব্ৰুগড়)
■
রেল স্টেশনের সংক্ষিপ্ত নাম : আইবি (ওড়িশা) ও ওডি (গুজরাট)
■
রেল স্টেশনের দীর্ঘতম নাম : শ্ৰী বেঙ্কটনরসিংহ-রাজুভারিয়াপেটা(তামিলনাড়ু)
■
বিশ্বের দীর্ঘতম রেলওয়ে প্লার্টফম : গােরক্ষপুর (১,৩৬৬,৩৩ মিটার)
■
বিশ্বের দ্বিতীয় উচ্চতম রেলস্টেশন : ঘুম, দার্জিলিং (পশ্চিমবঙ্গ)
■
প্রথম রেলওয়ে স্টেশন : হজরত নিজামউদ্দিন
■
প্রথম রাজধানী এক্সপ্রেস : নিউ দিল্লি থেকে হাওড়া, ১৯৬৯
■
বৃহত্তম রেলওয়ে ক্রসিং : ইটারাসি , মধ্যপ্রদেশ
■
প্রথম রেল ইঞ্জিনের নাম : বিউটি বৃহত্তম
■
রেলওয়ে ব্রিজ : ভেম্বনাদ ব্রিজ (কেরালা ৪.৬২ কিমি)
■
পৃথিবীর বৃহত্তম ইন্টারলকিং সিস্টেম : দিল্লি।
■
ভারতের বৃহত্তম রেলওয়ে ইয়ার্ড : দীনদয়াল উপাধ্যায় জংশন (মুঘলসরাই, উত্তরপ্রদেশ)।
■
ভারতের বৃহত্তর ডায়মন্ড ক্রসিং : ধানবাদ (ঝাড়খণ্ড)
■
প্রথম রেল মিউজিয়াম : নিউ দিল্লি
■
ভারতের দীর্ঘতম নদী সেতু: ভূপেন হাজারিকা সেতু (লােহিত-বহ্মপুত্র নদের উপর)
■
বিশ্বের প্রথম রেল-ইঞ্জিন : ফেয়ারি কুইন (Fairy Queen)।
■
ভারতের রেল পরিসেবা এশিয়ার মধ্যে দ্বিতীয় বৃহত্তম ও পৃথিবীর মধ্যে পঞ্চম বৃহত্তম।
■
২০০৩ সালে ভারতীয় রেলের ১৫০ বছর পূর্তি উপলক্ষে ‘ভোলু’ নামে একটি অফিসিয়াল ম্যাসকট চালু হয়।
■
ভারতীয় রেলে মোট ১৭ টি জোন।
■
ভারতীয় রেলে ২ টি ঐতিহ্যবাহী স্থান আছে যা, ইউনেসকো দ্বারা স্বীকৃত – সেগুলি হল – ছত্রপতি শিবাজী টার্মিনাস ও ভারতের পার্বত্য রেলওয়ে।
■
ভারতের বর্তমান রেল মন্ত্রী পীযুষ গোয়েল।
■
বর্তমান রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান – অশ্বিনী লোহানি।
■
ভারতের মেঘালয়, লাক্ষাদ্বীপ, সিকিম, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, দাদারা ও নাগর হাভেলি তে কোনো রেলপথ নেই
যেকোনো চাকুরীর পরীক্ষা প্রস্তুতিতে আপনাদের সাথে "শিক্ষার প্রগতি " । আপনাদের প্রয়োজনীয় সামগ্রীর কথা মাথায় রেখেই আমরা আপনাদের জন্য নিয়ে আসি দরকারি তথ্য / PDF/নোটস/ পেপার ।
Please do not share any spam link in the comment box