সুদ-কষার সহজ কৌশল MATH SHORT TIPS

সুদ-কষার সহজ কৌশল MATH SHORT TIPS

 



কৌশল-১ : যখন মূলধন, সময় এবং সুদের হার সংক্রান্ত মান দেওয়া থাকবে তখন-
সুদ বা মুনাফা = (মুলধন x সময় x সুদেরহার) / ১০০
প্রশ্ন : ৯.৫% হারে সরল সুদে ৬০০ টাকার ২ বছরের সুদ কত?
সমাধান : সুদ বা মুনাফা = (৬০০ x ২ x ৯.৫) / ১০০ = ১১৪ টাকা
কৌশল-২ : যখন সুদ, মূলধন এবং সুদের হার দেওয়া থাকে তখন –
সময় = (সুদ x ১০০) / (মুলধন x সুদের হার)
প্রশ্ন : ৫% হারে কত সময়ে ৫০০ টাকার মুনাফা ১০০ টাকা হবে?
সমাধান : সময় = (১০০ x ১০০) / (৫০০ x ৫) = ৪ বছর
কৌশল-৩ : যখন সুদে মূলে গুণ হয় এবং সুদের হার উল্লেখ থাকে তখন –
সময় = (সুদেমূলে যতগুণ – ১) / সুদের হার x ১০০
প্রশ্ন : বার্ষিক শতকরা ১০ টাকা হার সুদে কোন মূলধন কত বছর পরে সুদে আসলে দ্বিগুণ হবে?
সমাধান : সময় = (২– ১) /১০ x ১০০ = ১০ বছর
কৌশল-৪ : যখন সুদে মূলে গুণ হয় এবং সময় উল্লেখ থাকে তখন
সুদের হার = (সুদেমূলে যতগুণ – ১) / সময় x ১০০
প্রশ্ন : সরল সুদের হার শতকরা কত টাকা হলে, যে কোন
মূলধন ৮ বছরে সুদে আসলে তিনগুণ হবে?
সমাধান : সুদের হার = (৩ – ১) / ৮ x ১০০ = ২৫%
কৌশল-৫ : যখন সুদ সময় ও মূলধন দেওয়া থাকে তখন
সুদের হার = (সুদ x ১০০) / (আসল বা মূলধন x সময়)
প্রশ্ন : শতকরা বার্ষিক কত টাকা হার সুদে ৫ বছরের ৪০০ টাকার সুদ ১৪০ টাকা হবে?
সমাধান : সুদের হার = (১৪০ x ১০০) / (৪০০ x ৫) = ৭ টাকা

রোজ আপডেট পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন 👇


       
                 👆

JOIN US OUR WHATAPP GROUP👇👇⏩
plZ touch Whatsapp icon 👇

👆


(বাধ্যতামূলক নয়) যদি পরবর্তী আপডেট পেতে চান তবেই করুন

👇👇👇👇



কৌশল–৬ : যখন দুটি আসল এবং দুটি সময়ের সুদ দেওয়া থাকে তখন –
সুদের হার = (মোট সুদ x ১০০)/ {(১ম মূলধন x ১ম সময়) + (২য় মূলধন x ২য় সময়) }
প্রশ্ন : সরল হার সুদে ২০০ টাকার ৫ বছরের সুদ ও ৫০০ টাকার ৬ বছরের সুদ মোট ৩২০ টাকা হলে সুদের হার কত?
সমাধান : সুদের হার = (৩২০x ১০০)/ {(২০০ x ৫) + (৫০০ x৬) } = ৮ টাকা
কৌশল-৭ : যখন সুদের হার, সময় এবং সুদে- মূলে উল্লেখ থাকে-
মূলধন বা আসল = (১০০ x সুদআসল) / {১০০ + (সময় x সুদের হার)}
প্রশ্ন : বার্ষিক ৮% সরল সুদে কত টাকা ৬ বছরের সুদে- আসলে ১০৩৬ টাকা হবে?
সমাধান : মূলধন বা আসল = (১০০ x ১০৩৬) / {১০০ + (৬ x ৪৮)} = ৭০০ টাকা
কৌশল-৮ : যখন সুদ, সময় এবং সুদের হার উল্লেখ থাকবে
মূলধন = (সুদ x ১০০)/ (সময় x সুদের হার)
প্রশ্ন : শতকরা বার্ষিক ৪ টাকা হার সুদে কত টাকার ৬ বছরের সুদ ৮৪ টাকা হবে?
সমাধান : মূলধন = (৮৪ x ১০০)/ (৬x ৪) = ৩৫০ টাকা

৯ এর ঘরের নামতা অনেক রহস্যময়ী। দেখে নেন এর রহস্যঃ
এখানে
৯*১= ৯
৯*২= ১৮ [ ১+৮ = ৯]
৯*৩ = ২৭[২+৭=৯]
৯*৪ = ৩৬[৩+৬=৯]
৯*৫= ৪৫[৪+৫=৯]
৯*৬=৫৪[ ৫+৪=৯]
৯*৭= ৬৩[৬+৩=৯]
৯*৮=৭২[৭+২=৯]
৯*৯=৮১[৮+১=৯]
৯*১০=৯০[৯+০=৯]
আবার,
৯*১=৯
৯*২=১৮ [১৮-৯=৯]
৯*৩=২৭[২৭-১৮=৯]
৯*৪=৩৬[৩৬-২৭=৯]
৯*৫=৪৫[৪৫-৩৬=৯]
৯*৬=৫৪[৫৪-৪৫=৯]
৯*৭=৬৩[৬৩-৫৪=৯]
৯*৮=৭২[৭২-৬৩=৯]
৯*৯= ৮১[৮১-৭২=৯]
৯*১০=৯০[৯০-৮১=৯]
সহজ উপায়ঃ
৯*১=
৯*২=
৯*৩=
৯*৪=
৯*৫=
৯*৭=
৯*৮=
৯*৯=
৯*১০=
এবার উপর থেকে ০,১,২ এভাবে ৯ পর্যন্ত লিখুন এভাবে
৯*১=০
৯*২=১
৯*৩=২
৯*৪=৩
৯*৫=৪
৯*৬=৫
৯*৭=৬
৯*৮=৭
৯*৯=৮
৯*১০=৯
এবার নীচ থেকে একই নিয়মে উপরে উঠে যান এভাবে ০,১,২....৯
এবার নামতা মিলিয়ে দেখুন ঠিক আছে কিনা।
৯*১=০৯
৯*২=১৮
৯*৩=২৭
৯*৪=৩৬
৯*৫=৪৫
৯*৬=৫৪
৯*৭=৬৩
৯*৮=৭২
৯*৯=৮১
৯*১০=৯০
উপরিউক্ত কারনে ৯ এর ঘরের নামতাকে রহস্যময়ী বলা হয়।




         🙏🙏🙏ধন্যবাদ 🙏🙏🙏



 চাকুরীর পরীক্ষা প্রস্তুতিতে আপনাদের সাথে "শিক্ষার প্রগতি " । আপনাদের প্রয়োজনীয় সামগ্রীর কথা মাথায় রেখেই আমরা আপনাদের জন্য নিয়ে আসি দরকারি তথ্য / PDF/নোটস/ পেপার ।

"শিক্ষার প্রগতি" হল শিক্ষার  এর একটি অবিচ্ছেদ্য অংশ এবং শিক্ষা সংক্রান্ত  সমস্ত সুবিধাই বিনামূল্যের । " শিক্ষার প্রগতি " সমস্ত কিছুই বিনামূল্যের ডাউনলোড করতে পারেন । সাপ্তাহিক পত্রিকাগুলি ও " শিক্ষার প্রগতি " এর সমস্ত update আপনি পেতে পারেন এর জন্য আপনাকে like share comment ও join করে আমাদের সাইট এ সক্রিয় থাকতে হবে।






   রোজ আপডেট পেতে আমার চ্যানেলে যুক্ত হন👎👎👎
plz like share and comment

রোজ আপডেট পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন 👇


       
                 👆

JOIN US OUR WHATAPP GROUP👇👇⏩
plZ touch Whatsapp icon 👇

👆


(বাধ্যতামূলক নয়) যদি পরবর্তী আপডেট পেতে চান তবেই করুন

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Ads Area