West Bengal Food Sub Inspector special general knowledge (পশ্চিমবঙ্গ ফুড সাব ইন্সপেক্টর স্পেশাল সাধারণ জ্ঞানের প্রশ্নোত্তর)।। শিক্ষার প্রগতি


পশ্চিমবঙ্গ ফুড সাব ইন্সপেক্টর স্পেশাল সাধারণ জ্ঞানের প্রশ্নোত্তর (West Bengal Food Sub Inspector special general knowledge )।। শিক্ষার প্রগতি  



*১০০ টি সাধারন জ্ঞানের প্রশ্ন👇👇

1.ফরাসি বিপ্লবের শিশু বলা হয় -  নেপোলিয়ানকে

2. "My life" গ্রন্থের লেখক - বিল ক্লিনটন

3. "গ্লাস্তনস্ত" ও "পেরেস্ত্রৈকা" নীতির প্রবর্তক - মিখাইল গর্বাচেভ

4. "নিউ ফ্রিডম" গ্রন্থটির লেখক - উড্রো উইলসন

5. হিটলারের গোপন পুলিশ বাহিনী নাম – গেস্টাপো

6.  ১৯১৭ সালের রুশ বিপ্লবের নায়ক – ভ্লাদিমির ইলিচ লেলিন

7. যুক্তরাষ্ট্রে ক্রীতদাস প্রথা বিলোপ করেন – আব্রাহাম লিন্কন

8. ভারতীয় উপমহাদেশে হরতালের প্রবর্তক – মহাত্মা গান্ধী

9. মহাত্মা গান্ধীকে "মহাত্মা" উপাধি দেন – রবীন্দ্রনাথ ঠাকুর

11. "History of the second world war" গ্রন্থটির রচয়িতা – উইনস্টন চার্চিল

12. "আন্কেল হো" নামে পরিচিত – হো চি মিন

13. "প্রথম পঞ্চশীলা নীতি" পবর্তন করেন  – আহমেদ সুকর্ন

14. OIC'র প্রথম মহাসচিব – টেংকু আবদুর রহমান

15. নেলসন ম্যান্ডেলার ডাক নাম – ম্যাদিবা

16. চে গুয়েভেরা পেশায় ছিলেন  – চিকিৎসক

17. "A long walk to freedom" গ্রন্থটির রচয়িতা – নেলসন ম্যান্ডেলা

18. অংসান সূচির রাজনৈতিক দল – ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি

19. অং সান সুচি শান্তিতে নোবেল পান – ১৯৯১ সালে

20. জাতিসংঘের প্রস্তাবক – রুজভেল্ট


21 "লৌহমানবী" বলে পরিচিত – মার্গারেট থ্যাচার

22. "পঞ্চবার্ষিকী পরিকল্পনা" নীতিরপ্রবর্তক – যোশেফ স্ট্যালিন

23. বারাক ওবামা শান্তিতে নোবেল পান – ২০০৯ সালে

24. সিগমন্ড ফ্রয়েড  – মনোবিজ্ঞানী

25. জেনেটিক্সের জনক  – মেনডেল

26. "এনথ্র্যাক্স" রোগের প্রতিষেধক আবিষ্কারক – লুই পাস্তুর

27. " অরিজিন অব স্পেসিজ" গ্রন্থটি কার  – চার্লস ডারউইন

28. "ব্ল্যাকহোল" থিওরির প্রবক্তা  – স্টিফেন হকিংস

29. পোলিও টীকার আবিষ্কারক  - জোনাস সাল্ক

30. ব্যক্তিস্বাতন্ত্র্যবাদের প্রবক্তা  – জন স্টুয়ার্ট মিল

31. "আল মুকাদ্দিমা" গ্রন্থের রচয়িতা  – ইবনে খালদুন

32. "Know thyself" উক্তিটি কার  – সক্রেটিস

33. ভাস্কো দা গামা কত সালে ভারতে আসেন  – ১৪৯৮

34. I have a dream ভাষনটি কার – মার্টিন লুথার কিং


35. রেড ক্রসের প্রতিষ্ঠাতা – জ্যঁ হেনরি ডুনাল্ট

36. অর্থনীতি সম্পদের বিজ্ঞান" উক্তিটি কার – অ্যাডাম স্মিথ

37. "The prince" গ্রন্থটির রচয়িতা – নিকোলা মেকিয়াভেলি

38. "লেডি উইথ দ্য ল্যাম্প" কার উপাধি – ফ্লোরেন্সন নাইটিঙ্গেল

39 "খাজনা" তত্ত্বের প্রবক্তা – ডেভিড রিকার্ডো

40. "সিটি অব গড" গ্রন্থের লেখক – সেন্ট অগাস্টিন


41. বিশ্বের প্রথম নারী প্রেসিডেন্ট – ইসাবেলা পেরন ( আর্জেন্টিনা)

42. বিশ্বের প্রথম মুসলিম নারী প্রেসিডেন্ট – মেঘবতী সুকর্নপুত্রী

43. বিশ্বের প্রথম নারী প্রধানমন্ত্রী  – শ্রীমাভো বন্দর নায়েকে

44. বিশ্বের প্রথম মুসলিম নারী প্রধানমন্ত্রী – বেনজির ভুট্রো

45. "দ্য লাস্ট সাপার" চিত্রটির চিত্রকর – লিওনার্দো দ্য ভিঞ্চি

46. "Justice delayed is Justice denied" উক্তিটি কার – গ্ল্যাডস্টোন

47. বিখ্যাত সুইসাইড" তত্ত্বটি কার – এমিল ডুর্খেইম

48. "গ্লোবাল ভিলেজ" তত্ত্বটির প্রবক্তা – মার্শাল ম্যাকলুহান

49. "মিশনারিজ অব চ্যারিটি'র প্রতিষ্ঠাতা – মাদার তেরেসা

50. বিখ্যাত "আসাবিয়া" প্রত্যয়টি কার – ইবনে খালদুনের


51. ১৯১৭ সালের রুশ বিপ্লবের নায়ক – ভ্লাদিমির ইলিচ লেলিন


52. ওয়াটার গেট কেলেংকালীর সাথে জড়িত মার্কিন প্রেসিডেন্ট – রিচার্ড নিক্সন

53. "My life" গ্রন্থের লেখক – বিল ক্লিনটন

54. "গ্লাস্তনস্ত" ও "পেরেস্ত্রৈকা" নীতির প্রবর্তক – মিখাইল গর্বাচেভ

55. "নিউ ফ্রিডম" গ্রন্থটির লেখক – উড্রো উইলসন

56. হিটলারের গোপন পুলিশ বাহিনী নাম – গেস্টাপো

57. ভারতে প্রথম রেলপথ প্রস্তাবনা হয় কত সালে - ১৮৩২ সালে

58.  ভারতীয় রেলের হেড কোয়ার্টার - নিউ দিল্লি

55. ভারতের মোট রেলপথের দৈর্ঘ্য - প্রায় ১,১৫,০০০ কিমি

56.স্বাধীন ভারতের প্রথম রেলমন্ত্রী - জন মাথাই

57. ভারতীয় রেল এশিয়ার মধ্যে বৃহত্তম এবং পৃথিবীর মধ্যে চতুর্থ রেলওয়ে যোগাযোগ ব্যবস্থা আগের দেশগুলি হল - আমেরিকা, চীন ও রাশিয়া

58. ভারতীয় রেলের "জনক" - লর্ড ডালহৌসি

59. পঃবঙ্গ থেকে প্রথম রেলমন্ত্রী হয়েছিলেন - আবু বরকত আলি গনিখান চৌধুরী [ ২ সেপ্টেম্বর ১৯৮২ ]

60. রেলের বৈদুতিককরণে ভারতীয় রেল পৃথিবীর মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করে (রাশিয়া প্রথম)


61. সবথেকে কম রেলপথ যুক্ত রাজ্য – মণিপুর


62. সবথেকে বেশি রেলপথ যুক্ত রাজ্য - উত্তর প্রদেশ

63. ভারতীয় রেলের ম্যাসকট - ভোলু দ্য গার্ড (২০০২)

64. সর্বাধিক টানেল যুক্ত ভারতীয় রেলওয়ে ডিভিশন - নরদান রেলওয়ের কালকা সিমলা ডিভিশন (১০৩ টি)

65. ভারতের বৃহত্তম রেলওয়ে জোন - নরদান রেলওয়ে

66. প্রথম বৈদুতিক ট্রেন চালু হয় - মুম্বাই থেকে কুরলার মধ্যে

67. প্রথম মেট্রো রেল চালু হয় কলকাতায় - ২৪শে অক্টোবর ১৯৮৪ সালে

68. এশিয়ার বৃহত্তম " সলিড স্টেট ইন্টারলকিং সিস্টেম " - পশ্চিমবংগের খড়্গপুরে

69. প্রথম কম্পিউটার চালিত রিজার্ভেশন চালু হয় - নতুন দিল্লী (২০০২)

70. ভারতের প্রথম শীততাপ নিয়ন্ত্রিত লোকাল ট্রেন চলে - মুম্বাই (২০১৭ সালের ২৫ ডিসেম্বর)

71. পশ্চিম মেদিনীপুর এর " হিজলি ষ্টেশন " পশ্চিম বংগের প্রথম মহিলা চালিত ষ্টেশন

72. ভারতে মোট রেলষ্টেশন আছে - প্রায় ৮০০০-৮৫০০ টি

73. প্রথম রেলওয়ে টানেল হয় - মুম্বাইয়ের পার্সিক টানেল

74. ভারতের "দীর্ঘতম নামের" স্টেশনের নাম - ভেঙ্কটনরশিমারাজুভারিপেটা , চেন্নাইয়ের নিকটবর্তী ষ্টেশন

75. ভারতীয় রেলে শৌচাগার ব্যবস্থা চালু হয় - ১৮৯১ সালে [প্রথম শ্রেনী ] , ১৯০৭ সালে [ অন্যান্য শ্রেনী]

76. ভারতের উচ্চতম রেলস্টেশন - পশ্চিমবঙ্গের ঘুম ষ্টেশন [ ৭৪০৭ ফুট উচ্চতায় ]

77. সর্বাধিক দুরত্ব অতিক্রম করে - বিবেক এক্সপ্রেস [ ৪২৭৩ কিমি ] , ডিব্রুগড় থেকে কন্যাকুমারী

78. আলো সাতটি বর্ণের সমষ্টি - এটি প্রমাণ করেন - আইজ্যাক নিউটন


79. পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বনাঞ্চল অবস্থিত - সুন্দরবনে ।

80. মানুষের দেহে অটোজোমের সংখ্যা কত?  - 44 টি।


81. সিংকোনা গাছ থেকে কোন উপক্ষার পাওয়া যায় - কুইনাইন

82. কাজিরাঙ্গা জাতীয় উদ্যান অবস্থিত – অসমে

83. নেশা সামগ্রী 'আফিমের' মূল উৎস – পপি

84. কোন ধাতুর উপর আঘাত করলে শব্দ হয় না – এন্টিমনি

85. রেডিও আইসোটোপ ব্যবহৃত হয় কোন রোগ নির্ণয়ে - গলগণ্ড রোগ নির্ণয়ে

86. পৃথিবীর সবচেয়ে বেশি জীববৈচিত্র্যের দেশ - ব্রাজিল

87. লেখার চক কী দিয়ে তৈরি - ক্যালসিয়াম সালফেট

88. সর্বাপেক্ষা হালকা ধাতু কোনটি – লিথিয়াম

89. লাফিং গ্যাস কি - নাইট্রাস অক্সাইডকে লাফিং গ্যাস বলে। এটি হাস্য উদ্দীপক

90. টেলিভিশনে কি ধরণের তরঙ্গ ব্যবহার করা হয় -  মাইক্রোওয়েব

91. মানবদেহের রক্তচাপ নির্ণায়ক যন্ত্র – স্ফিগমোম্যানোমিটার

92. জলের গভীরতা মাপক একক কী - ফ্যাদম।

93. কোন দেশের প্রেসিডেন্ট পদটি প্রতীকী - ফিলিস্তিন

94. বাষ্পমোচন হার মাপার যন্ত্রের নাম কি - গ্যানং পোটোমিটার


95. CID (১৯৫৬) ফিল্মটির পরিচালক কে - রাজ খোসলা

96. ডিনামাইট কে আবিষ্কার করেন  - আলফ্রেড নোবেল

97. ভিক্টোরিয়া জলপ্রপাত কোথায় - আফ্রিকার দক্ষিণে জাম্বেজি নদীর উপর

98. উড পেন্সিলের সিস তৈরি হয় কী দিয়ে - গ্রাফাইট

99.  নিউইয়র্ক কোন নদীর তীরে অবস্থিত - হাডসন


100. রিকেটস হয় কোন ভিটামিনের অভাবে - ভিটামিন ডি






 চাকুরীর পরীক্ষা প্রস্তুতিতে আপনাদের সাথে "শিক্ষার প্রগতি " । আপনাদের প্রয়োজনীয় সামগ্রীর কথা মাথায় রেখেই আমরা আপনাদের জন্য নিয়ে আসি দরকারি তথ্য / PDF/নোটস/ পেপার ।

"শিক্ষার প্রগতি" হল শিক্ষার  এর একটি অবিচ্ছেদ্য অংশ এবং শিক্ষা সংক্রান্ত  সমস্ত সুবিধাই বিনামূল্যের । " শিক্ষার প্রগতি " সমস্ত কিছুই বিনামূল্যের ডাউনলোড করতে পারেন । সাপ্তাহিক পত্রিকাগুলি ও " শিক্ষার প্রগতি " এর সমস্ত update আপনি পেতে পারেন এর জন্য আপনাকে like share comment ও join করে আমাদের সাইট এ সক্রিয় থাকতে হবে।




রোজ আপডেট পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন 👇



       
                 👆

JOIN US OUR WHATAPP GROUP👇👇⏩
plZ touch Whatsapp icon 👇

👆
(বাধ্যতামূলক নয়) যদি পরবর্তী আপডেট পেতে চান তবেই করুন






 পোস্ট টি শিক্ষার্থীদের কাছে ছড়িয়ে দিতে প্রচুর প্রচুর শেয়ার করুন👇👇👇

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Ads Area