পশ্চিমবঙ্গ ফুড সাব ইন্সপেক্টর স্পেশাল সাধারণ জ্ঞানের প্রশ্নোত্তর (West Bengal Food Sub Inspector special general knowledge )।। শিক্ষার প্রগতি
*১০০ টি সাধারন জ্ঞানের প্রশ্ন👇👇
1.ফরাসি বিপ্লবের শিশু বলা হয় - নেপোলিয়ানকে
2. "My life" গ্রন্থের লেখক - বিল ক্লিনটন
3. "গ্লাস্তনস্ত" ও "পেরেস্ত্রৈকা" নীতির প্রবর্তক - মিখাইল গর্বাচেভ
4. "নিউ ফ্রিডম" গ্রন্থটির লেখক - উড্রো উইলসন
5. হিটলারের গোপন পুলিশ বাহিনী নাম – গেস্টাপো
6. ১৯১৭ সালের রুশ বিপ্লবের নায়ক – ভ্লাদিমির ইলিচ লেলিন
7. যুক্তরাষ্ট্রে ক্রীতদাস প্রথা বিলোপ করেন – আব্রাহাম লিন্কন
8. ভারতীয় উপমহাদেশে হরতালের প্রবর্তক – মহাত্মা গান্ধী
9. মহাত্মা গান্ধীকে "মহাত্মা" উপাধি দেন – রবীন্দ্রনাথ ঠাকুর
11. "History of the second world war" গ্রন্থটির রচয়িতা – উইনস্টন চার্চিল
12. "আন্কেল হো" নামে পরিচিত – হো চি মিন
13. "প্রথম পঞ্চশীলা নীতি" পবর্তন করেন – আহমেদ সুকর্ন
14. OIC'র প্রথম মহাসচিব – টেংকু আবদুর রহমান
15. নেলসন ম্যান্ডেলার ডাক নাম – ম্যাদিবা
16. চে গুয়েভেরা পেশায় ছিলেন – চিকিৎসক
17. "A long walk to freedom" গ্রন্থটির রচয়িতা – নেলসন ম্যান্ডেলা
18. অংসান সূচির রাজনৈতিক দল – ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি
19. অং সান সুচি শান্তিতে নোবেল পান – ১৯৯১ সালে
20. জাতিসংঘের প্রস্তাবক – রুজভেল্ট
21 "লৌহমানবী" বলে পরিচিত – মার্গারেট থ্যাচার
22. "পঞ্চবার্ষিকী পরিকল্পনা" নীতিরপ্রবর্তক – যোশেফ স্ট্যালিন
23. বারাক ওবামা শান্তিতে নোবেল পান – ২০০৯ সালে
24. সিগমন্ড ফ্রয়েড – মনোবিজ্ঞানী
25. জেনেটিক্সের জনক – মেনডেল
26. "এনথ্র্যাক্স" রোগের প্রতিষেধক আবিষ্কারক – লুই পাস্তুর
27. " অরিজিন অব স্পেসিজ" গ্রন্থটি কার – চার্লস ডারউইন
28. "ব্ল্যাকহোল" থিওরির প্রবক্তা – স্টিফেন হকিংস
29. পোলিও টীকার আবিষ্কারক - জোনাস সাল্ক
30. ব্যক্তিস্বাতন্ত্র্যবাদের প্রবক্তা – জন স্টুয়ার্ট মিল
31. "আল মুকাদ্দিমা" গ্রন্থের রচয়িতা – ইবনে খালদুন
32. "Know thyself" উক্তিটি কার – সক্রেটিস
33. ভাস্কো দা গামা কত সালে ভারতে আসেন – ১৪৯৮
34. I have a dream ভাষনটি কার – মার্টিন লুথার কিং
35. রেড ক্রসের প্রতিষ্ঠাতা – জ্যঁ হেনরি ডুনাল্ট
36. অর্থনীতি সম্পদের বিজ্ঞান" উক্তিটি কার – অ্যাডাম স্মিথ
37. "The prince" গ্রন্থটির রচয়িতা – নিকোলা মেকিয়াভেলি
38. "লেডি উইথ দ্য ল্যাম্প" কার উপাধি – ফ্লোরেন্সন নাইটিঙ্গেল
39 "খাজনা" তত্ত্বের প্রবক্তা – ডেভিড রিকার্ডো
40. "সিটি অব গড" গ্রন্থের লেখক – সেন্ট অগাস্টিন
41. বিশ্বের প্রথম নারী প্রেসিডেন্ট – ইসাবেলা পেরন ( আর্জেন্টিনা)
42. বিশ্বের প্রথম মুসলিম নারী প্রেসিডেন্ট – মেঘবতী সুকর্নপুত্রী
43. বিশ্বের প্রথম নারী প্রধানমন্ত্রী – শ্রীমাভো বন্দর নায়েকে
44. বিশ্বের প্রথম মুসলিম নারী প্রধানমন্ত্রী – বেনজির ভুট্রো
45. "দ্য লাস্ট সাপার" চিত্রটির চিত্রকর – লিওনার্দো দ্য ভিঞ্চি
46. "Justice delayed is Justice denied" উক্তিটি কার – গ্ল্যাডস্টোন
47. বিখ্যাত সুইসাইড" তত্ত্বটি কার – এমিল ডুর্খেইম
48. "গ্লোবাল ভিলেজ" তত্ত্বটির প্রবক্তা – মার্শাল ম্যাকলুহান
49. "মিশনারিজ অব চ্যারিটি'র প্রতিষ্ঠাতা – মাদার তেরেসা
50. বিখ্যাত "আসাবিয়া" প্রত্যয়টি কার – ইবনে খালদুনের
- জেনারেল সায়েন্স pdf
- www.sikkharpragati.comশিশুশিক্ষা
- জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর 2019
- জেনারেল নলেজ খেলা
- ভারতের সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর
- WBCS প্রশ্ন উত্তর
- পশ্চিমবঙ্গের ভূগোল নির্যাস
- কুইজের প্রশ্ন ও উত্তর
- Download river vs falls pdf( নদী vs জলপ্রপাত পিডিএফ ডাউনলোড করুন )
- Download pdf some important wars and years of history ( ইতিহাসের কতকগুলি গুরুত্বপূর্ণ যুদ্ধ ও সাল পিডিএফ ডাউনলোড করুন )
- Download pdf india's rivers (ভারতের নদনদী )
- ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনা সমূহ
51. ১৯১৭ সালের রুশ বিপ্লবের নায়ক – ভ্লাদিমির ইলিচ লেলিন
52. ওয়াটার গেট কেলেংকালীর সাথে জড়িত মার্কিন প্রেসিডেন্ট – রিচার্ড নিক্সন
53. "My life" গ্রন্থের লেখক – বিল ক্লিনটন
54. "গ্লাস্তনস্ত" ও "পেরেস্ত্রৈকা" নীতির প্রবর্তক – মিখাইল গর্বাচেভ
55. "নিউ ফ্রিডম" গ্রন্থটির লেখক – উড্রো উইলসন
56. হিটলারের গোপন পুলিশ বাহিনী নাম – গেস্টাপো
57. ভারতে প্রথম রেলপথ প্রস্তাবনা হয় কত সালে - ১৮৩২ সালে
58. ভারতীয় রেলের হেড কোয়ার্টার - নিউ দিল্লি
55. ভারতের মোট রেলপথের দৈর্ঘ্য - প্রায় ১,১৫,০০০ কিমি
56.স্বাধীন ভারতের প্রথম রেলমন্ত্রী - জন মাথাই
57. ভারতীয় রেল এশিয়ার মধ্যে বৃহত্তম এবং পৃথিবীর মধ্যে চতুর্থ রেলওয়ে যোগাযোগ ব্যবস্থা আগের দেশগুলি হল - আমেরিকা, চীন ও রাশিয়া
58. ভারতীয় রেলের "জনক" - লর্ড ডালহৌসি
59. পঃবঙ্গ থেকে প্রথম রেলমন্ত্রী হয়েছিলেন - আবু বরকত আলি গনিখান চৌধুরী [ ২ সেপ্টেম্বর ১৯৮২ ]
60. রেলের বৈদুতিককরণে ভারতীয় রেল পৃথিবীর মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করে (রাশিয়া প্রথম)
61. সবথেকে কম রেলপথ যুক্ত রাজ্য – মণিপুর
62. সবথেকে বেশি রেলপথ যুক্ত রাজ্য - উত্তর প্রদেশ
63. ভারতীয় রেলের ম্যাসকট - ভোলু দ্য গার্ড (২০০২)
64. সর্বাধিক টানেল যুক্ত ভারতীয় রেলওয়ে ডিভিশন - নরদান রেলওয়ের কালকা সিমলা ডিভিশন (১০৩ টি)
65. ভারতের বৃহত্তম রেলওয়ে জোন - নরদান রেলওয়ে
66. প্রথম বৈদুতিক ট্রেন চালু হয় - মুম্বাই থেকে কুরলার মধ্যে
67. প্রথম মেট্রো রেল চালু হয় কলকাতায় - ২৪শে অক্টোবর ১৯৮৪ সালে
68. এশিয়ার বৃহত্তম " সলিড স্টেট ইন্টারলকিং সিস্টেম " - পশ্চিমবংগের খড়্গপুরে
69. প্রথম কম্পিউটার চালিত রিজার্ভেশন চালু হয় - নতুন দিল্লী (২০০২)
70. ভারতের প্রথম শীততাপ নিয়ন্ত্রিত লোকাল ট্রেন চলে - মুম্বাই (২০১৭ সালের ২৫ ডিসেম্বর)
71. পশ্চিম মেদিনীপুর এর " হিজলি ষ্টেশন " পশ্চিম বংগের প্রথম মহিলা চালিত ষ্টেশন
72. ভারতে মোট রেলষ্টেশন আছে - প্রায় ৮০০০-৮৫০০ টি
73. প্রথম রেলওয়ে টানেল হয় - মুম্বাইয়ের পার্সিক টানেল
74. ভারতের "দীর্ঘতম নামের" স্টেশনের নাম - ভেঙ্কটনরশিমারাজুভারিপেটা , চেন্নাইয়ের নিকটবর্তী ষ্টেশন
75. ভারতীয় রেলে শৌচাগার ব্যবস্থা চালু হয় - ১৮৯১ সালে [প্রথম শ্রেনী ] , ১৯০৭ সালে [ অন্যান্য শ্রেনী]
76. ভারতের উচ্চতম রেলস্টেশন - পশ্চিমবঙ্গের ঘুম ষ্টেশন [ ৭৪০৭ ফুট উচ্চতায় ]
77. সর্বাধিক দুরত্ব অতিক্রম করে - বিবেক এক্সপ্রেস [ ৪২৭৩ কিমি ] , ডিব্রুগড় থেকে কন্যাকুমারী
78. আলো সাতটি বর্ণের সমষ্টি - এটি প্রমাণ করেন - আইজ্যাক নিউটন
79. পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বনাঞ্চল অবস্থিত - সুন্দরবনে ।
80. মানুষের দেহে অটোজোমের সংখ্যা কত? - 44 টি।
81. সিংকোনা গাছ থেকে কোন উপক্ষার পাওয়া যায় - কুইনাইন
82. কাজিরাঙ্গা জাতীয় উদ্যান অবস্থিত – অসমে
83. নেশা সামগ্রী 'আফিমের' মূল উৎস – পপি
84. কোন ধাতুর উপর আঘাত করলে শব্দ হয় না – এন্টিমনি
85. রেডিও আইসোটোপ ব্যবহৃত হয় কোন রোগ নির্ণয়ে - গলগণ্ড রোগ নির্ণয়ে
86. পৃথিবীর সবচেয়ে বেশি জীববৈচিত্র্যের দেশ - ব্রাজিল
87. লেখার চক কী দিয়ে তৈরি - ক্যালসিয়াম সালফেট
88. সর্বাপেক্ষা হালকা ধাতু কোনটি – লিথিয়াম
89. লাফিং গ্যাস কি - নাইট্রাস অক্সাইডকে লাফিং গ্যাস বলে। এটি হাস্য উদ্দীপক
90. টেলিভিশনে কি ধরণের তরঙ্গ ব্যবহার করা হয় - মাইক্রোওয়েব
91. মানবদেহের রক্তচাপ নির্ণায়ক যন্ত্র – স্ফিগমোম্যানোমিটার
92. জলের গভীরতা মাপক একক কী - ফ্যাদম।
93. কোন দেশের প্রেসিডেন্ট পদটি প্রতীকী - ফিলিস্তিন
94. বাষ্পমোচন হার মাপার যন্ত্রের নাম কি - গ্যানং পোটোমিটার
95. CID (১৯৫৬) ফিল্মটির পরিচালক কে - রাজ খোসলা
96. ডিনামাইট কে আবিষ্কার করেন - আলফ্রেড নোবেল
97. ভিক্টোরিয়া জলপ্রপাত কোথায় - আফ্রিকার দক্ষিণে জাম্বেজি নদীর উপর
98. উড পেন্সিলের সিস তৈরি হয় কী দিয়ে - গ্রাফাইট
99. নিউইয়র্ক কোন নদীর তীরে অবস্থিত - হাডসন
100. রিকেটস হয় কোন ভিটামিনের অভাবে - ভিটামিন ডি
চাকুরীর পরীক্ষা প্রস্তুতিতে আপনাদের সাথে "শিক্ষার প্রগতি " । আপনাদের প্রয়োজনীয় সামগ্রীর কথা মাথায় রেখেই আমরা আপনাদের জন্য নিয়ে আসি দরকারি তথ্য / PDF/নোটস/ পেপার ।
"শিক্ষার প্রগতি" হল শিক্ষার এর একটি অবিচ্ছেদ্য অংশ এবং শিক্ষা সংক্রান্ত সমস্ত সুবিধাই বিনামূল্যের । " শিক্ষার প্রগতি " সমস্ত কিছুই বিনামূল্যের ডাউনলোড করতে পারেন । সাপ্তাহিক পত্রিকাগুলি ও " শিক্ষার প্রগতি " এর সমস্ত update আপনি পেতে পারেন এর জন্য আপনাকে like share comment ও join করে আমাদের সাইট এ সক্রিয় থাকতে হবে।
রোজ আপডেট পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন 👇
👆
JOIN US OUR WHATAPP GROUP👇👇⏩
plZ touch Whatsapp icon 👇
👆
(বাধ্যতামূলক নয়) যদি পরবর্তী আপডেট পেতে চান তবেই করুন
পোস্ট টি শিক্ষার্থীদের কাছে ছড়িয়ে দিতে প্রচুর প্রচুর শেয়ার করুন👇👇👇
Please do not share any spam link in the comment box