আন্তর্জাতিক সংগঠনের মুখ্য পদাধিকারী গন



https://www.sikkharpragatirakesh.tk

আন্তর্জাতিক সংগঠনের মুখ্য পদাধিকারী গন :

   provided by শিক্ষার প্রগতি  


১। ইউনাইটেড নেশনস-এর ডেপুটি সেক্রেটারি জেনারেল – আমিনা জে. মহম্মদ
২। সম্মিলিতি জাতিপুঞ্জের (UNO) সেক্রেটারি জেনারেল – অ্যান্টোনিও গুটারেজ।

৩। ইউনেসকোর (UNESCO) ডিরেক্টর জেনারেল – ইরিনা বােকোভা।
Sumo 
৪। ইউনেসকোর মুখ্য অর্থ সচিব এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট – পল রােমার।
৫। ইউনিসেফ-এর এক্সিকিউটিভ ডিরেক্টর – অ্যান্টনি লেক।
৬। বিশ্ব অর্থ সংস্থার (IMF) ম্যানেজিং ডিরেক্টর – ক্রিশটিন লাগার্ডে।।
৭। হুর ( WHO) ডিরেক্টর জেনারেল – তেদ্রোজ আধানােম গেড্রেসাস।
৮। ফাও (Food and Agricultural Organisation)-এর ডিরেক্টর জেনারেল – জোস সিলভা।
৯। আই এল ওর ডিরেক্টর জেনারেল – গে রাইডার।
১০। আন্তর্জাতিক আদালতের প্রধান বিচারপতি — আব্দুলকুই আহমেদ ইউসুফ।
১১। এশিয়ান (ASEAN)-এর সেক্রেটারি জেনারেল – লি-লিয়ং মিন।
১২। বিশ্ব বাণিজ্য সংস্থার ডিরেক্টর জেনারেল – রবার্তো অ্যাজেভেদো।
১৩। ওপেক-এর সেক্রেটারি জেনারেল – মহম্মদ সানুসি বারকিন্দো।
১৪। এফবিআই (FBI) এর ডিরেক্টর – ক্রিস্টোফার রে।

১৫। আফ্রিকান ডেভেলপমেন্ট ব্যাঙ্কের প্রেসিডেন্ট – আকিমি আদেশিনা।
১৬। ন্যাটো-এর চেয়ারম্যান জেনারেল – পিটার পাভেল।
১৭। সার্ক-এর সেক্রেটারি জেনারেল – আমজাদ হুসেন বি. সিয়াল।
১৮। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল-এর সেক্রেটারি জেনারেল – সলিল শেট্টি।
১৯। ইসরাে-র চেয়ারম্যান – সিভান কে।
https://www.sikkharpragatirakesh.tk

যেকোনো চাকুরীর পরীক্ষা প্রস্তুতিতে আপনাদের সাথে "শিক্ষার প্রগতি " । আপনাদের প্রয়োজনীয় সামগ্রীর কথা মাথায় রেখেই আমরা আপনাদের জন্য নিয়ে আসি দরকারি তথ্য / PDF/নোটস/ পেপার ।

"শিক্ষার প্রগতি" হল শিক্ষার  এর একটি অবিচ্ছেদ্য অংশ এবং শিক্ষা সংক্রান্ত  সমস্ত সুবিধাই বিনামূল্যের । " শিক্ষার প্রগতি " সমস্ত কিছুই বিনামূল্যের ডাউনলোড করতে পারেন । সাপ্তাহিক পত্রিকাগুলি ও " শিক্ষার প্রগতি " এর সমস্ত update আপনি পেতে পারেন এর জন্য আপনাকে like share comment ও join করে আমাদের সাইট এ সক্রিয় থাকতে হবে।
রোজ আপডেট পেতে আমার চ্যানেলে যুক্ত হন👎
plz like share and comment

রোজ আপডেট পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন 👇


       
                 👆

JOIN US OUR WHATAPP GROUP👇👇⏩
plZ touch Whatsapp icon 👇

👆
(বাধ্যতামূলক নয়) যদি পরবর্তী আপডেট পেতে চান তবেই করুন


  provided by শিক্ষার প্রগতি  

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Ads Area