অর্থনীতির সংক্রান্ত ১০০টি প্রশ্ন ও উত্তর


 📃অর্থনীতির ১০০টি প্রশ্ন ও উত্তর

📜provided by শিক্ষার প্রগতি  

 https://www.sikkharpragatirakesh.tk

1. অর্থকৃত ঘাটতি বলতে বোঝায় – ঘাটতি ব্যয়ের মাধ্যমে টাকার পরিমাণ বৃদ্ধি করা I
2. গঙ্গা অ্যাকশন প্ল্যান এর সমাপ্তি কাল -2000 সালের 31 মার্চ I
3. স্বাধীন ভারতের প্রথম বাজেট পাস হয় – 1947 এর 26 নভেম্বর I
4. TRYSEM – Training of Rural Youth for Self Employment
5. DWCRA – Development of Women and Children Rural Area
6. SITRA – Supply of Improved Toolkits to Rural Artisans

7. SGSY – Swarnajayanti Gramseva rojgar Yojana
8. ICOR – Incremental Capital Output Ratio
9. আর্থিক সংস্কার প্রবর্তিত হয় – প্রধানমন্ত্রী নরসিংহ রাও এর সময় I
10. জনগণের পরিকল্পনা নামে অভিহিত – পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা I
11. আর্থিক সংস্কার বলতে বোঝায় – বেসরকারিকরণ,বিশ্বায়ন ও নিয়ন্ত্রণ শিথিলকরণ I
12. শিল্পের খাতিরে বনভূমির গাছ কাটা রদ হয় 18988 সালে I
13. সরকার ঋণ গ্রহণে বাধ্য হয় – রাজস্ব কম হলে I
14. গোল বিপ্লব – আলু চাষের সঙ্গে যুক্ত I
15. ‘অপারেশন ফ্লাড’ শ্বেত বিপ্লবের সঙ্গে যুক্ত I
16. ভারতের তৃতীয় বৃহত্তম জাতীয় ব্যাঙ্ক – পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক I
17. সর্বপ্রথম ভারতে কালো টাকার হিসাব কষে – ওয়াংচু কমিশন I
18. বিদেশী মুদ্রা নিয়ন্ত্রণ আইন বলবৎ হয় – 1973 সালে I
19. অর্থনীতিতে উপযোগিতা বলতে বোঝায় – মানবিক চাহিদা পূরণকে I
20. এশিয় উন্নয়ন ব্যাঙ্কের সদরদপ্তর অবস্থিত – ম্যানিলা তে I
21. ‘Take of Stage’ বলতে বোঝায় – অর্থনৈতিক উন্নতির সূচক কে I
22. Securities and Exchange Board of India (SEBI) গঠিত হয় – 1988 সালে I
23. অন্যান্য ব্যাঙ্কের নিকাশ ঘর – RBI
24. দশমিক পদ্ধতি অনুসারে প্রথম এক পয়সার মুদ্রা চালু হয় – মার্চ1962 তে I
25. বাজেট প্রথার প্রবর্তন হয় – লর্ড ক্যনিংএর আমলে I
26. স্বাধীনতার পর প্রথম 1 টাকার মুদ্রা চালু হয় – জুলাই, 1962 তে I
27. ভারতের জাতীয় আয় প্রথম পরিমাপ করেন – দাদাভাই নওরোজী I
28. জম্মু ও কাশ্মীর রাজ্যের সরকারী কাজকর্মে কোন ভূমিকা নেই RBI এর I
29. ভারতের জনসংখ্যা বৃদ্ধির ‘বৃহৎ বিভাগ বর্ষ’ বলে চিহ্নিত করা হয় – 1921 কে I
30. ভারতে বাজেটে আয়ের প্রধান উত্স হল – সরকারী ঋণ I
31. প্রত্যক্ষ ও পরোক্ষ করের মধ্যে বেশী আয় হয় পরোক্ষ করে I
32. সমান্তরাল অর্থনীতি বলতে বোঝায় – কালো টাকার অর্থনীতি I
33. বাণিজ্যিক উদ্ধৃত বলতে বোঝায় – লেনদেন উদ্ধৃত অংশ I
34. পরোক্ষ করের উদাহরণ – উত্পাদন ও বিক্রয় কর I
35. বাজেটে চলতি খাতে আয়-ব্যয় বলতে বোঝায় – এক বছরের মধ্যে নিষ্পন্ন আয় ব্যয়ের হিসাব I
36. যুক্ত মূল্য করের ক্ষেত্রে কেনাবেচার নিম্ন সীমা – বছরে 50 লক্ষ টাকা I
37. মডভ্যাটের ধারণা প্রবর্তিত হয় – 1986 সালে I
38. রিজার্ভ ব্যাঙ্কের অনুমতি ছাড়া ভারতীয় নাগরিক বিদেশী ব্যাঙ্কে সঞ্চয় করতে পারে – 1 লাখ ডলার পর্যন্ত I
39. পরিষেবা কর প্রবর্তিত হয় – 1993-95 সালে I
40. India Post এর পূর্ব নাম – ভারতের ডাক ও তার বিভাগ I
41. ভারতের টাকসাল রয়েছে – কলকাতা, মুম্বাই, নয়ডা হায়দ্রাবাদ ও চেরলা পল্লী তে I
42.সবুজ বিপ্লবের সুচনাকালঃ – 1964
43. সবুজ বিপ্লবের সমাপ্তি কাল – 1977
44. পশ্চিমবঙ্গে বামফ্রন্ট সরকারের আমলে নূতন শিল্পনীতি ঘোষিত হয় – 1994 সালে I
45. কেন্দ্রীয় সরকার নয়া উদারনৈতিক নীতি রূপায়নে কাজ শুরু করে – 1991 সালে I
46. RBI এর প্রথম ভারতীয় গভর্নর – ডাঃ সি.ডি. দেশমুখ I
47. ভারত আন্তর্জাতিক আর্থিক তহবিল (IMF) এর সদস্য হয় – 1947 সালে I
48. রোলিং প্ল্যান প্রথম হয় – 1978 সালে I
49. Rastriya Krisi Vikas Yojana চালু হয় – 2007-08 সালে i
50. ভারতীয় নোটের উপর প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের স্বাক্ষর আছে।
51. শেয়ার বাজার ডি-লিস্টিং এর জন্য 1997 সালে SBI দ্বারা – নরেন্দ্র চন্দ্র কমিটি গঠিত হয় I
52. 1997 সালের 28 সে জানুয়ারী উর্বরক ক্ষেত্রে – হনুমন্ত রাও কমিটি গঠিত হয় I
53. হনুমন্ত রাও কমিটি রিপোর্ট পেস করে – 1998 সালের 3রা এপ্রিল I
54. 1908 সালের জাহাজ আইন এবং 1963 সালের জাহাজ ট্রাস্ট আইন সংস্কারের জন্য সি.বাবু রাজীব কমিটি গঠিত হয় I
55. 1993 সালের 4 ঠা সেপ্টেম্বর PNB এর সাথে New Bank of India এর সংযুক্তির ফলে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের সংখ্যা দাঁড়ায় – 19 টি I
56. 1980 সালের 15 ই এপ্রিল তৃতীয় পর্যায়ে 6 টি ব্যাঙ্ক কে রাষ্ট্রায়ত্ত করা হয় I
57. 1969 সালের 19 সে জুলাই দ্বিতীয় পর্যায়ে 14 টি বৃহৎ বাণিজ্যিক ব্যাঙ্ক কে সংযুক্ত করা হয় I
58. প্রথম দফায় তত্কালীন ইম্পেরিয়াল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সহ 9 টি ব্যাঙ্কএর জাতীয়করণ করে State Bank Group তৈরী করা হয় I
59. ভারতে বাণিজ্যিক ব্যাঙ্কের জাতীয়করণ শুরু হয় – 1955 সালের 10 ই জুলাই I
60. NIFTI হল – ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ নথিভুক্ত সমস্ত বড় কম্পানির শেয়ার সূচক I
61. ভারতে প্রথম সম্পদ কর শুরু হয় – 1953 সালে I
62. 1956 সালে ভারতীয় স্টেট ব্যাঙ্ক তার কার্যকলাপ শুরু করে – দ্বিতীয় পরিকল্পনা কালে I
63. 1956 সালের অক্টোবরে দান কর শুরু হয় যা বন্ধ হয় – 1998 সালে I
64. 1976 সালে IDBI রিজার্ভ ব্যাঙ্কের নিয়ন্ত্রণ মুক্ত হয়ে স্বয়ংসম্পূর্ণ ও সতন্ত্র হয়ে উঠে I
65. ভারতীয় অর্থনীতি সরকারী ও বেসরকারী ক্ষেত্রের সংমিশ্রণে এক – মিশ্র অর্থনীতি I
66. ভারতীয় অর্থনীতিতে মূল ক্ষেত্র হল – কৃষি ও কৃষি বিষয়ক ক্ষেত্র, কৃষি ক্ষেত্রের অবদান 17.5%
67. ভারতীয় অর্থনীতি – উন্নয়নশীল অর্থনীতি I
68. অর্থনৈতিক উন্নতির মূল সূচক – মাথাপিছু আয় I
69. ভারতে শেয়ার কেনাবেচার সূচক হল – সেনসেক্স ও নিফটি I
70. সেচ ও জলসম্পদ ঋণ সংস্থান পর্ষদ (IWRFC) গড়ার প্রস্তাব দেওয়া হয় – 2008-09 সালের বাজেটে I
71. ভারতীয় মুদ্রায় ডলার বিনিময় হারকে নিয়ন্ত্রণ করে – RBI
72. ভারতে ‘বিদেশী পোর্টফোলিও বিনিয়োগ’ বলতে বোঝায় – শেয়ার বাজারে বিদেশী পুঁজির বিনিয়োগ I
73. ভারতের বৃহত্তম জাতীয় ব্যাঙ্ক সংস্থা – SBI
74. SBI স্থাপিত হয় – 1955 সালের পহেলা জুলাই I এর সদরদপ্তর মুম্বাই I
75. ভারতের দ্বিতীয় বৃহত্তম জাতীয় ব্যাঙ্ক – ব্যাঙ্ক অফ বড়োদা I
76. ভারতের প্রাচীনতম যৌথ সঞ্চয় ব্যাঙ্ক হল – এলাহাবাদ ব্যাঙ্ক I
77. ব্যাঙ্ক অফ বড়োদার স্থাপন কাল – 1908, জাতীয়করণ – 1969 এবং সদরদপ্তর ভাদোদরা I
78. Corporation Bank গঠিত হয় – 1906 সালে I
79. ভারতীয়দের জন্য প্রথম বাণিজ্যিক ভারতীয় ব্যাঙ্ক – সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া I
80. Corporation Bank জাতীয়করণ করা হয় – 1980 সালে I
81. ভারতের কৃষি ক্ষেত্রের প্রসারে ঋণদাতা অগ্রণী আর্থিক প্রতিষ্ঠান – NBARD ব্যাঙ্ক I
82. ভারতের প্রথম আঞ্চলিক ব্যাঙ্কের নাম – ক্যালকাটা প্রেসিডেন্সি ব্যাঙ্ক I
83. ভারতের শেয়ার মার্কেট গঠিত হয় – 1975 সালে I
84. ভারতে প্রতিষ্ঠিত প্রথম ব্যাঙ্ক – হিন্দুস্থান ব্যাঙ্ক (1770)
85. ভারতের এক টাকার নোটে স্বাক্ষর থাকে – অর্থমন্ত্রকের সচিবের I
86. ভারতের যোজনা আয়োগের চেয়ারম্যান পদে অধিষ্টিত হন – প্রধানমন্ত্রী I
87. নেহেরু রোজগার যোজনার নূতন নাম – স্বর্ণজয়ন্তি শহর স্বরোজগার যোজনা I
88. “Planned Economy for India” গ্রন্থের লেখক – এম. বিশ্বেসারায়া I
89. জাতীয় গ্রামীণ স্বাস্থ্য প্রকল্প চালু হয় – 2005 সালে I
90. ভারতে প্রথম সম্পদ কর চালু হয় – 1953 সালে I
91. SBI ছাড়া ভারতের প্রথম জনসাধারণের ব্যাঙ্ক হল – কর্পোরেশন ব্যাঙ্ক I
92. বেসরকারিকরণ বলতে বোঝায় – আর্থিক সংস্কারের মাধ্যমে রাজকোষের ঘাটতি কমানো I
93. National Bank For Agricultural and Rural Development (NBARD) গঠিত হয় – 1982 সালের 12 জুলাই I
94. UTI গঠিত হয় – 1964 সালের 1,ফেব্রুয়ারি I
95. শিল্প ক্ষেত্রে নূতন শিল্পনীতি ঘোষিত হয় – আগস্ট 6, 1901.
96. ‘Green Revolution’ শব্দের প্রবক্তা – উইলিয়াম গাণ্ডে I
97. দ্বৈত অর্থনীতি বলতে বোঝায় – অগ্রসর ও অনগ্রসর অর্থনীতি I
98. তৃতীয় ক্ষুদ্র শিল্প গণনা বর্ষ – 2002-03
99. বিশ্বের সর্বাধিক মূল্য বৃদ্ধির পরিমাণ 79,600,000,000%
100. জাতীয় খাদ্য মিশন শুরু হয় – 2007-08 সালে। 

https://www.sikkharpragatirakesh.tk

যেকোনো চাকুরীর পরীক্ষা প্রস্তুতিতে আপনাদের সাথে "শিক্ষার প্রগতি " । আপনাদের প্রয়োজনীয় সামগ্রীর কথা মাথায় রেখেই আমরা আপনাদের জন্য নিয়ে আসি দরকারি তথ্য / PDF/নোটস/ পেপার ।

"শিক্ষার প্রগতি" হল শিক্ষার  এর একটি অবিচ্ছেদ্য অংশ এবং শিক্ষা সংক্রান্ত  সমস্ত সুবিধাই বিনামূল্যের । " শিক্ষার প্রগতি " সমস্ত কিছুই বিনামূল্যের ডাউনলোড করতে পারেন । সাপ্তাহিক পত্রিকাগুলি ও " শিক্ষার প্রগতি " এর সমস্ত update আপনি পেতে পারেন এর জন্য আপনাকে like share comment ও join করে আমাদের সাইট এ সক্রিয় থাকতে হবে।
রোজ আপডেট পেতে আমার চ্যানেলে যুক্ত হন👎
plz like share and comment

রোজ আপডেট পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন 👇

       
                 👆

JOIN US OUR WHATAPP GROUP👇👇⏩
plZ touch Whatsapp icon 👇

👆
(বাধ্যতামূলক নয়) যদি পরবর্তী আপডেট পেতে চান তবেই করুন



  provided by শিক্ষার প্রগতি  

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Ads Area