🍔পি এস সি ফুড সাব ইন্সপেক্টর স্পেশাল 100 টি সাধারণ জ্ঞানের প্রশ্ন উত্তর
১। যে যন্ত্রের সাহায্যে বৃষ্টিপাত পরিমাপ করা হয় তাকে কি বলে ? – রেইন গেজ।
২। ” এক্স রশ্মি ” কে আবিষ্কার করেন ?- উইলহেলম কনরাড রন্টজেন।
৩। লুনার কস্টিক আসলে কি ? – সিল্ভার নাইট্রেট।
৪। গ্রানা ও স্ট্রোমা কোথায় থাকে ? – ক্লোরোপ্লাস্টে।
৫। ব্রঙ্কাইটিস কিসের রোগ ? – শ্বাসনালীর রোগ।
৬। ব্যাঙের শীতঘুমকে কি বলে ? – হাইবারনেশান।
৭। কোন কোষ অঙ্গানুকে ক্লডের ডানা বলা হয় ?- রাইবোজোম।
৮। গতিশীল ট্রেনে বসে থাকা ব্যাক্তির কাছে ট্রেনের গতিবেগ কেমন মনে হবে ? – স্থির মনে হবে।
৯। কোন প্রাণীর গমন অঙ্গের নাম ফ্লিপার ? – সামুদ্রিক কচ্ছপ।
১০। কোন বিজ্ঞানী রক্তের শ্রেনীবিভাগ করেন ? – কার্ল ল্যান্ডস্টেইনার।
১১। কোন প্রকার উতসেচক রক্ততঞ্চনে সাহায্য করে ? – থ্রম্বোকাইনেজ।
১২। কোন গ্রন্থি থেকে গোনাডোট্রপিক হরমোন ক্ষরিত হয় ? – পিটুইটারি গ্রন্থি।
১৩। জলের স্থায়ী ক্ষরতা কিসের সাহায্যে দূর করা হয় ? – জিওলাইট।
১৪। ‘হাইগ্রোমিটারে’ কি পরিমাপ করা হয় ? – বায়ুর আপেক্ষিক আদ্রর্তা।
১৫। ব্যাকটেরিয়া ধ্বংস করার জন্য লালারসে কি উৎসেচক থাকে ? – লাইসোজম।
১৬। কোন ভিটামিন যকৃতে সঞ্চিত হয় ? – ভিটামিন A ও D
১৭। মৃত্যুর পর পেশি কঠিন হয়ে যাওয়ার কারন কি ? – এটিপি কমে যাওয়া
১৮। স্ত্রী দেহে স্তন গ্রন্থি কীসের প্রকৃত রুপান্তর ?- ঘর্মগ্রন্থি বা সিবেসিয়াস গ্ল্যান্ড।
১৯। বেশি ভিটামিন নিলে শরীরে কি সমস্যা দেখা দেয় ? – মাথা ব্যাথা ও তন্দ্রাচ্ছন্নতা।
২০। মানুষের দাঁতের কঠিন অংশের নাম কি ? – এনামেল।
২১। নিষেকের পর কোষের ক্রোমোজোম সংখ্যা কত হয় ? – ২n
২২। পারনিসিয়াস অ্যানিমিয়া কোন ভিটামিনের অভাবে ঘটে ? – ভিটামিন বি ১২
২৩। কোন স্তন্যপায়ী প্রানীর দেহে লোম থাকে না ? – তিমি।
২৪। যেসব প্রানীদের রাত্রে মল খাওয়ার অভ্যাস আছে তাদের কি বলে ? – কপ্রফ্যাগি।
২৫। কোন কীটনাশকের ছোয়ায় পতঙ্গদের মৃত্যু ঘটতে পারে ? – প্যারাথিয়ন।
২৬। শের শাহ সূরী, কোন বংশের ব্যক্তি ছিলেন – আফগান বংশীয়।
২৭। তহকি-ই হিন্দকার রচনা – অলবিরুনী।
২৮। প্রথম কে মহাভারতের বঙ্গানুবাদ করেন– কবি পরমেশ্বর।
২৯। ভাস্কো-ডা-গামা কত সালে ভারতে আসেন- ১৪৯৮ খ্রিস্টাব্দে।
৩০। কত খ্রিস্টাব্দে ইস্ট-ইন্ডিয়া কোম্পানির প্রতিষ্ঠা হয় – ১৬০০।
৩১। কোন সালে স্যার টমাস-রাে মুঘল সম্রাট নূর-উদ-দ্বীন জাহাঙ্গীরের দরবারে আসেন – ১৬১৫।
৩২। কলকাতা নগরীর পত্তন হয় কোন বছর– ১৬৯০
৩৩। কলকাতার ফোর্ট উইলিয়াম দুর্গ কত সালে তৈরি হয় – ১৬৯৬।
৩৪। মুঘল যুগে ভারতের নামী সুতিবস্ত্র কেন্দ্র কোথায় ছিল – জৌনপুরে।
৩৫। কত সালে তৃতীয় কর্ণাটকের যুদ্ধ হয় – ১৭৬১।
৩৬। সিরাজ-উদ-দৌলা বাংলার সিংহাসনে কবে বসেন -১৭৫৬।
৩৭। বক্সারের যুদ্ধ হয় কোন বছর -১৭৬৪।
৩৮। ৭ বছর ধরে হওয়া যুদ্ধের অবসান হয় কত সালে- ১৭৬৩।
৩৯। বেসিনের সন্ধি কত সালে হয়- ১৮০২।
৪০। পলাশির যুদ্ধের পর বাংলার নবাব কে হন- মির জাফর আলি খা।
৪১। তৃতীয় কর্ণাটকের যুদ্ধের সময় বাংলায় ফরাসিদের পৃষ্ঠপােষক কে হন- নবাব সিরাজউদ-দৌলা।
৪২। বর্তমানে পাওয়া পূরাণগুলির বেশিরভাগই সংকলিত হয়েছিল কোন যুগে — গুপ্ত যুগে।
৪৩। গৌড়বাহকার লেখা – বাকপতির।
৪৪। কুমার পাল-চরিতকার লেখা –হেমচন্দ্রের।
৪৫। সুকৃতি সংকীর্তনকার লেখা -অরিসিংহের।
৪৬। ‘রাসমালা’ কার লেখা – সােমেশ্বরের।
৪৭। প্রাচীন ভারতের ভৌগােলিক, বাণিজ্যিক ও অর্থনৈতিক বিষয়ের তথ্য পাওয়া যায় একঅজ্ঞাত পরিচয় গ্রীক নাবিকের লেখা থেকে। গ্রন্থটির নাম কী – পেরিপ্লাস অফ দি ইরিথ্রিয়ান সি।
৪৮। হাতিগুম্ফা শিলালিপি কোন রাজার আমলে উৎকীর্ণ লিপি – কলিঙ্গরাজ খারবেলের আমলে।
৪৯। গৌতম বুদ্ধের মহাপরিনির্বাণস্থান কুশিনগরকে কে প্রথম খুঁজে বের করেন – কানিংহাম ও কার্লাইল।
৫০। ইবন-উল-পথির কী জন্য বিখ্যাত – আরব বণিক ও পর্যটক।
বাকি প্রশ্ন নিচে👇👇👇👇👇👇
চাকুরীর পরীক্ষা প্রস্তুতিতে আপনাদের সাথে "শিক্ষার প্রগতি " । আপনাদের প্রয়োজনীয় সামগ্রীর কথা মাথায় রেখেই আমরা আপনাদের জন্য নিয়ে আসি দরকারি তথ্য / PDF/নোটস/ পেপার ।
"শিক্ষার প্রগতি" হল শিক্ষার এর একটি অবিচ্ছেদ্য অংশ এবং শিক্ষা সংক্রান্ত সমস্ত সুবিধাই বিনামূল্যের । " শিক্ষার প্রগতি " সমস্ত কিছুই বিনামূল্যের ডাউনলোড করতে পারেন । সাপ্তাহিক পত্রিকাগুলি ও " শিক্ষার প্রগতি " এর সমস্ত update আপনি পেতে পারেন এর জন্য আপনাকে like share comment ও join করে আমাদের সাইট এ সক্রিয় থাকতে হবে।
রোজ আপডেট পেতে আমার চ্যানেলে যুক্ত হন👎👎👎
plz like share and comment
রোজ আপডেট পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন 👇
👆
JOIN US OUR WHATAPP GROUP👇👇⏩
plZ touch Whatsapp icon 👇
👆
(বাধ্যতামূলক নয়) যদি পরবর্তী আপডেট পেতে চান তবেই করুন
৫১। কিতাব-উল-হিন্দগ্রন্থটি কার লেখা – আল বেরুণী।
৫২। ভারতের বাইরে কোথায় প্রাচীন ভারতের শিলালিপি পাওয়া গেছে – এশিয়া মাইনরের বােখাজকাইতে।
৫৩। ইৎ সিং কী জন্য বিখ্যাত – ভারত পরিভ্রমণে আসা চিনা পরিব্রাজক।
৫৪। ফা-হিয়েন কার আমলে ভারত ভ্রমণ করেন – চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্যের আমলে।
৫৫। জুনাগড় শিলালিপি কোন রাজার আমলে উত্তীর্ণ লিপি – সৌরাষ্ট্রের শক শাসক রুদ্রদমনের আমলে।
৫৬। কোন সম্রাটের মুদ্রায় বীণা বাদনরত সম্রাটের ছবি পাওয়া যায় – সমুদ্রগুপ্ত।
৫৭। বাংলাদেশের কোথায় সম্প্রতি গুপ্ত পরবর্তী যুগের কিন্তু ইসলাম পূর্ববর্তী যুগের মুদ্রা পাওয়া গেছে — সমতট -হরিকেল অঞ্চলে।
৫৮। তক্ষশিলার তিনটি নগরের নাম কী – ভীরমাউন্ট, সির্কাপ ও সিমুখ।
৫৯। ১০০০ খ্রিস্ট পূর্বাব্দে উত্তর ভারতে যে লােহার ব্যবহার ছিল তা সম্প্রতি কোথা থেকে পাওয়া যায় — আলিগড়ের কাছে খেরায়।
৬০। ভারতের সবচেয়ে প্রাচীন সভ্যতা মেহেরগড় সভ্যতার (৭০০০-১৮০০ খ্রিস্ট পূর্বাব্দে) বিষয়ে প্রথম আলােকপাত কে করেন – ফরাসি পুরাতাত্ত্বিক জাঁ ফ্রাসােয়া জারিজ।
৬১। মেহেরগড় প্রত্নতাত্ত্বিক ক্ষেত্রের অবস্থান কোথায় – বােলান গিরিপথের পাশে, ওকোয়েটা শহর থেকে ১৫০ কিলােমিটার দূরে বালুচ-ই-স্তানের কাছি জেলায়।
৬২। ১০২৭ সালে সুলতান মামুদ সর্বশেষ অভিযান কাদের বিরুদ্ধে চালান – জাঠদের বিরুদ্ধে।
৬৩। রুদ্রমণের উপাধি কী ছিল – মহাক্ষত্রপ।
৬৪। ফা-হিয়েন পাটলিপুত্রে (গুপ্ত যুগে) কত বছর ছিলেন – ৩ বছর।
৬৫। যশােবর্মণ কোথাকার রাজা ছিলেন – মালবের।
৬৬। শ্রোণীক কার উপাধি ছিল – বিম্বিসারের।
৬৭। কুনিক(Kunik) কার উপাধি ছিল —অজাতশত্রু।
৬৮। কলহনের লেখা রাজতরঙ্গিনীতে কোথাকার ইতিহাস আছে — কাশ্মীরের।
৬৯। রাজতরঙ্গিনীকত সালে রচিত হয় – ১১৪৯-৫০ সালে।
৭০। স্কন্দগুপ্ত কোন উপাধি নেন -বিক্রমাদিত্য।
৭১। বালাদিত্য কার উপাধি –নরসিংহগুপ্তের।
৭২। জাতক মালাকার রাজত্ব কালে রচিত হয় – হর্ষবর্ধনের রাজত্ব কালে।
৭৩। গুর্জর বংশের প্রতিষ্ঠাতা কে – প্রথম নাগভট্ট।
৭৪। কোন সুলতানের রাজত্বকালে বিজয়নগর ও বাহমনী সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয় – মহম্মদ বিন তুঘলক।
৭৫। কোন ঘটনার জন্য ভারতবর্ষের ইতিহাসে ১৩৯৮ সাল বিখ্যাত —আমির তাইমুর গুর্গানের আক্রমণ।
৭৬। কোন সুলতান দিল্লির সিংহাসনে সব থেকে বেশি সময় রাজত্ব করেন – ফিরােজ শাহ তুঘলক।
৭৭। আমীর খসরুর ‘তারিক ই আলাই’ গ্রন্থে কার দাক্ষিণাত্য জয়ের বর্ণনা রয়েছে – মালিক কাফুর।
৭৮। দাস বংশের শেষ সুলতান কে -কাইমুস।
৭৯। ‘জৈন ভিক্ষুরাজা’ কার উপাধি – খারবেলের।
৮০। কোন ঘটনাটি ভারতবর্ষের মধ্যযুগের ইতিহাসে খলজি বিপ্লব নামে বিখ্যাত- দিল্লির মসনদে দাস বংশের শাসনের সমাপ্তি ও খলভি বংশের শাসনের সূচনা।
৮১। কার প্রকৃত নাম ছিল মইজুদ্দিন মহম্মদ বিন সাম– মহম্মদ ঘুরী।
৮২। তারিখ ই ফিরােজশাহী গ্রন্থটি কার রচিত– জিয়াউদ্দিন বারানি।
৮৩। কোন রাজবংশ দিল্লির মসনদে তুর্কী শাসনকে শেষ করে আফগান শাসনের সূচনা করে — লোদি বংশ।
৮৪। ‘ফাতুহাত ই ফিরােজ শাহী’ গ্রন্থটি কার রচিত– ফিরােজ শাহ তুঘলক।
৮৫। কোন সুলতানকে ঐতিহাসিক এলফিনস্টোন সুলতানি যুগের আকবর বলে অভিহিত করেন – মহম্মদ বিন তুঘলক।
৮৬। আহমদ সারহিন্দ রচিত ‘তারিখ ই মুবারক শাহী’ গ্রন্থ থেকে কোন বংশের রাজত্বকাল সম্পর্কে অনেক তথ্য জানা যায় – সৈয়দ।
৮৭। ‘তবাকত ই নাসিরি’ গ্রন্থটি কার রচিত —মিনহাজউদ্দিন।
৮৮। গজনীর সুলতান মামুদ যখন ১৭বার গুজরাটের সােমনাথ মন্দির লুণ্ঠন করেন তখন সেটি কোন সাম্রাজ্যের অন্তর্গত ছিল —চালুক্য।
৮৯। কোন সুলতান অশােক স্তম্ভ দিল্লিতে নিয়ে আসেন — ফিরােজ শাহ তুঘলক।
৯০। দাস বংশের কোন সুলতান একজন দক্ষ ক্যালিগ্রাফিস্ট ছিলেন ও কোরান নকল করে অবসর সময় কাটাতেন – নাসিরুদ্দিন মাহমুদ।
৯১। মিনহাজ উস সিরাজের লেখা থেকে কোন সুলতানের রাজত্বকাল সম্বন্ধে অনেক তথ্য পাওয়া যায়- ইলতুৎমিস।
৯২। জালাল-উদদ্বীন মহম্মদ আকবর, কবে টোডরমলকে দীওয়ানকুল(অর্থমন্ত্রী) করেন- ১৫৭৫ খ্রিস্টাব্দে।
৯৩। প্রথম কোন ব্রিটিশ বণিক ভারতে আসেন – জন নিউবেরি (১৫৮৩ খ্রিস্টাব্দে)।
৯৪। সম্রাট জালাল-উদ-দ্বীন মহম্মদ আকবর কবে গােরু হত্যা করলে মৃত্যুদণ্ডের হুকুম জারি করেন – ১৫৮৩ খ্রিষ্টাব্দে।
৯৫। কার লেখা পড়ে ব্রিটিশ বণিকরা ভারতে আসায় আগ্রহী হন – ব্রিটিশ পাদ্রি টমাস স্টিফেনের বাবাকে লেখা এক পত্র-গ্রন্থ পড়ে (প্রকাশিত হয় ১৫৮৯ খ্রিস্টাব্দে)।
৯৬। ভারতে কে প্রথম সতীদাহ প্রথা নিষিদ্ধ করেন – জালাল-উদ-দ্বীন মহম্মদ আকবর।
৯৭। ভারতের কোন মুঘল সম্রাট তুর্কি পােশাক ছেড়ে ভারতীয় পােশাক পড়া চালু করেন – জালাল-উদ-দ্বীন মহম্মদ আকবর।
৯৮। সম্রাট জালাল-উদ-দ্বীন মহম্মদ আকবর ধর্মশাস্ত্র আলােচনার জন্য কবে ইবাদতখানাতৈরি করার আদেশ দেন ১৫৭৫ খ্রিস্টাব্দে।
৯৯। মুঘল সম্রাটরারাজকাজে শরীয়ত আইনের বদলে কোন আইন মেনে চলতেন – চেঙ্গিস খানের তুরা(ইয়াসসা)।
১০০। কোন মুঘল সম্রাট পাখােয়াজ বাজানােয় পারদর্শী ছিলেন – জালাল উদ-দ্বীন মহম্মদ আকব
চাকুরীর পরীক্ষা প্রস্তুতিতে আপনাদের সাথে "শিক্ষার প্রগতি " । আপনাদের প্রয়োজনীয় সামগ্রীর কথা মাথায় রেখেই আমরা আপনাদের জন্য নিয়ে আসি দরকারি তথ্য / PDF/নোটস/ পেপার ।
"শিক্ষার প্রগতি" হল শিক্ষার এর একটি অবিচ্ছেদ্য অংশ এবং শিক্ষা সংক্রান্ত সমস্ত সুবিধাই বিনামূল্যের । " শিক্ষার প্রগতি " সমস্ত কিছুই বিনামূল্যের ডাউনলোড করতে পারেন । সাপ্তাহিক পত্রিকাগুলি ও " শিক্ষার প্রগতি " এর সমস্ত update আপনি পেতে পারেন এর জন্য আপনাকে like share comment ও join করে আমাদের সাইট এ সক্রিয় থাকতে হবে।
রোজ আপডেট পেতে আমার চ্যানেলে যুক্ত হন👎👎👎
plz like share and comment
রোজ আপডেট পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন 👇
👆
JOIN US OUR WHATAPP GROUP👇👇⏩
plZ touch Whatsapp icon 👇
👆
(বাধ্যতামূলক নয়) যদি পরবর্তী আপডেট পেতে চান তবেই করুন
Darun
ReplyDeletePlease do not share any spam link in the comment box