- ● শ্রেনিক-বিম্বিসার
- ●কুনিক-অজাতশত্রু
- ●অগ্রসেন-মহাপদ্মনন্দ
- ●স্যান্ড্রোকোট্টাস-চন্রগুপ্ত মৌর্য
- ●দেবনামপ্রিয় প্রিয়দর্শী-অশোক
- ●অমিত্রঘাত-বিন্দুসার
- ●বিক্রমাদিত্য-দ্বিতীয় চন্দ্রগুপ্ত
- ●বাতাপিকোন্ডা--প্রথম নরসিংহ বর্মন
- ●শিলাদিত্য-হর্ষবর্ধন
- ●লাখ বক্স-কুতুবউদ্দিন আইবক
- ●দেবপুত্র- কনিষ্ক
- ●গোঙ্গাইকোন্ডা-রাজেন্দ্র চোল
- ●অন্ধ্রভোজ-কৃষ্ণদেব রায়
- ●প্রিন্স অফ পিলগ্রিম-হিউয়েনসাং
- ●সকলোত্তরপথনাথ-হর্ষবর্ধন
- ●উত্তরাপথস্বামী-দেবপাল
- ●আলমগীর- ঔরঙ্গজেব
- ●দ্বিতীয় অশোক-কনিষ্ক
- ●মহাপরাক্রমাঙ্ক--সমুদ্রগুপ্ত
- ●শকারি-দ্বিতীয় চন্দ্রগুপ্ত
- ●দ্বিতীয় শিবাজী--বাসুদেববলবন্ত ফাড়কে
- ●নেপোলিয়নের ক্ষুদ্র সংষ্করণ-রনজিৎ সিংহ
- ●ব্রহ্মানন্দ-কেশবচন্দ্র সেন
- ●আঙ্কেল হো-হো চি মিন
- ●প্রাচ্যের বুলবুল-সরোজিনী নাইডু
- ●ম্যান অফ ডেস্টিনি-নেপোলিওন
- ●জিন্দাপীর- ঔরঙ্গজেব
- ●সুলতান ই আজম-ইলতুতমিস
- ●ভগবানের নিপীড়নযন্ত্র-চেঙ্গিজ খা
- ●তেমুচিন-চেঙ্গিজ খাঁ
- ●লোকমান্য-বাল গঙ্গাধর তিলক
- ●মহামান্য-মদনমোহন মালব্য
- ●প্রিন্স অব বেগার-মদন মোহন মালব্য
- ●গুনরাজ খাঁ-মালাধর বসু
- ●জাতির জনক/মহাত্মা-করমচাঁদ গান্ধী
- ●নেতাজি/প্রিন্স অব প্যাট্রিয়ট-সুভ
- াষচন্দ্র বোস
- ●গান্ধীবুড়ি-মাতঙ্গিনী হাজরা
- ●সীমান্ত গান্ধী-খান আব্দুর গফফর খান
- ●গ্রান্ড ওল্ড ম্যান অব ইন্ডিয়া-দাদাভা
- ইনৌরজি
- ●গ্রান্ড ওল্ড ম্যান অব ইংল্যান্ড-গ্লাডস্টোন
- ●বাংলার বাঘ-আশুতোষ মুখার্জী
- ●বাংলার নানাসাহেব-রামরতন মল্লিক
- ●শের ই বঙ্গাল-ফজলুল হক
- ●আধুনিক পাঞ্জাবের জনক-ডালহৌসি
- ●পার্বত্য মুষিক-শিবাজী
- ●লায়ন অফ কাশ্মির-মহঃ আবদুল্লাহ
- ●কাশ্মিরের আকবর-জয়নাল আবেদিন
- ●সুলতানি যুগের আকবর-ফিরোজ শাহ তুঘলক
- ●বাংলার আকবর-হুসেন শাহ
- ●দেশবন্ধু-চিত্তরঞ্জন দাশ
- ●দেশপ্রিয়-যতীন্দ্রমোহন সেনগুপ্ত
- ●দেশনায়ক-সুরেন্দ্রনাথ
- ●দেশপ্রান-বীরেন্দ্রকৃষ্ণ শাসমল
- ●ভারতের এটিলা-মিহিরকুল
- ●এশিয়ার আলো-গৌতম বুদ্ধ
- ●দ্বিতীয় পরশুরাম--মহাপদ্মনন্দ
- ●দক্ষিণাপথপতি-প্রথম সাতকর্নী
- ● সকলদক্ষিনাপথনাম-দ্বিতীয় পুলকেশী
- ●ভারতের ফ্রান্সিস বেকন-আবুল ফজল
- ●ভারতের নেপোলিয়ন-সমুদ্রগুপ্ত
- ●ভারতের সেক্সপীয়ার-কালিদাস
- ●ভারতের নিউটন-নাগার্জুন
- ●ভারতের তোতাপাখি-আমীর খসরু
- ●ভারতের বিসমার্ক-বল্লভভাই প্যাটেল
- ●ভারতের ডিমিস্থিমিস-রাম
- গোপাল ঘোষ
- ●পল্লবমল্ল-প্রথম মহেন্দ্র বর্মন
- ●বীরবল-মহেশ দাস
- ●তানসেন-রামতনু পান্ডে
- ●ফুয়েরার-হিটলার
- ●শেরশাহ-ফরিদ খাঁ
- ●বিহারের গান্ধী-রাজেন্দ্র প্রসাদ
- ●মুকুটহীন রাজা-সুরেন্দ্রনাথ ব্যানার্জি
- ●স্যারেন্ডারনট-সুরেন্দ্রনাথ
- ●বঙগবন্ধু-মুজিবর রহমান
- ●দীনবন্ধু-সি এফ অ্যান্ড্রুজ
- ●সাচ্চা বাদশাহ-গুরু হরগোবিন্দ
- ●সিকান্দার ই সানি/দ্বিতীয়
- আলেকজান্ডার-আলাউদ্দিন
- খিলজি
- ●পি এন ঠাকুর(ছদ্মনাম)-রাসবিহারি বোস
- ●হুমায়ুন-নাসিরউদ্দিন মহম্মদ
- ●জাহাঙ্গীর-সেলিম
- ●বলবন-উলুগ খাঁ
- ●শাহজাহান-খুররম
- ●নানাসাহেব-বালাজী বাজিরাও
- ●কিং মেকিং-সৈয়দ ব্রাদারস
- ●অন্ধ কবিতার পিতামহ-পোদ্দন
- ●মহম্মদ বিন তুঘলক-জুনা খাঁ
- ●লোকহিতবাদী-গুপালহরি দেশমুখ
- ●লৌহপুরুষ-লালকৃষ্ণ আদবানী
- ●লৌহমানব-সর্দারবল্লভভাই প্যাটেল
- ●কবিরাজ/লিচ্ছবি দৌহিত্র-সমুদ্রগুপ্ত
- ●সিকান্দার লোদী-নিজাম খাঁ
- ●মুর্শিদকুলি খাঁ-মহম্মদ হাদি
- ●গিয়াসউদ্দিন তুঘলক-গাজী মালিক
- ●স্বামী বিবেকানন্দ-নরেন্দ্রনাথ দত্ত
- ●অতীশ দিপঙ্কর-আদিনাথ চন্দ্রগর্ভ
- ●আলবিরুনি-আবুরিহান
- ●তিতুমীর-মীর নিশার আলী
- ●দয়ানন্দ সরস্বতী-মূলাশংকর
- ●ধুধুপান্থ-নানাসাহেব
- ●M N Roy-নরেন্দ্রনাথভট্টাচার্য
- ●বাবর-জহিরউদ্দিন মহম্মদ
- ●প্রিন্স অফ বিল্ডারস-শাহাজাহান
- ●ভারতের রক্ষাকর্তা-স্কন্দগুপ্ত
- ●গো ব্রাহ্মন পালক-শিবাজী
- ●বাংলার রুপকার-বিধানচন্দ্র রায়
- ●পাঞ্জাব কেশরী-লালা লাজপত রায়
- ●শের ই পাঞ্জাব-রঞ্জিত সিং
- ●নূরজাহান-মেহেরউন্নেসা
- ●চানক্য বা কৌটিল্য-বিষ্ণুগুপ্ত
- ●বাঘাযতীন-যতীন্দ্রমোহন মুখার্জী
- ●ভারতের প্রথম আধুনিক মানুষ-রাজা
- রামমোহন রায়
- ●আধুনিক মনু-বি আর আম্বেদকর
- ●চাচাজি-জহরলাল নেহেরু
- ●রাজাজি-চক্রবর্তী রাজা গোপালাচারী
- ●প্রিয়দর্শিনী-ইন্দিরা গান্ধী
https://sikkharpragatirakesh.blogspot.com/2018/09/blog-post_98.html
রোজ আপডেট পেতে আমার চ্যানেলে যুক্ত হন👎👎👎
plz like share and comment
রোজ আপডেট পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন 👇https://t.me/sikkharpragati
Please do not share any spam link in the comment box